ETV Bharat / state

কোচবিহারে ফের বিক্ষোভের মুখে সুব্রত বক্সি, গো ব্যাক স্লোগান - slogan

তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কনভয়ের সামনে বিক্ষোভ । কালো পতাকা ও গো ব্যাক স্লোগান দেয় কয়েকজন যুবক ।

সুব্রত বক্সির গাড়ির সামনে বিক্ষোভ
author img

By

Published : Jun 26, 2019, 11:27 AM IST

Updated : Jun 26, 2019, 11:53 AM IST

কোচবিহার, 26 জুন : ফের কোচবিহারের মাথাভাঙায় ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি । দলীয় সভাপতির কনভয়ের সামনে কালো পতাকা দেখিয়ে, গো ব্যাক স্লোগান দেয় বেশ কিছু যুবক ।

জানা গেছে, কোচবিহারের মেখলিগঞ্জে দলীয় কর্মীসভায় যোগ দিতে যান তৃণমূলের রাজ্য সভাপতি । সেই সময়ই মাথাভাঙার শিকারপুর এলাকায় বেশকিছু যুবক সুব্রতবাবুর কনভয় আটকে দেয় । তাঁর গাড়ির সামনে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেয় । পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে হটাতে গেলে ধস্তাধস্তি শুরু হয় । পরে পুলিশ ওই যুবকদের আটক করে ।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কোচবিহার-সহ গোটা উত্তরবঙ্গে ভরাডুবি হয় তৃণমূলের । দলীয় সূত্রের খবর, এই অবস্থায় কর্মীদের মনোবল চাঙ্গা করতে কোচবিহার জেলা সফরে আসেন তৃণমূলের রাজ্য সভাপতি । জেলাজুড়েই তিনি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছেন । কিন্তু গতকালই কর্মীসভায় যোগ দিতে যাওয়ার আগেই এই ঘটনা ঘটে ।

ভিডিয়োয় দেখুন

এর আগে সোমবার শীতলকুচিতেও বিক্ষোভের মুখে পড়েন সুব্রত বক্সি । বিক্ষোভের জেরে শীতলকুচির কর্মীসভার বৈঠক বাতিল করে ফিরে আসতে বাধ্য হন তৃণমূলের রাজ্য সভাপতি ।

আরও পড়ুন : "মানুষের ক্ষোভ জানার চেষ্টা করছি, পরিস্থিতি ফিরলে আবারও আসব"

কোচবিহার, 26 জুন : ফের কোচবিহারের মাথাভাঙায় ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি । দলীয় সভাপতির কনভয়ের সামনে কালো পতাকা দেখিয়ে, গো ব্যাক স্লোগান দেয় বেশ কিছু যুবক ।

জানা গেছে, কোচবিহারের মেখলিগঞ্জে দলীয় কর্মীসভায় যোগ দিতে যান তৃণমূলের রাজ্য সভাপতি । সেই সময়ই মাথাভাঙার শিকারপুর এলাকায় বেশকিছু যুবক সুব্রতবাবুর কনভয় আটকে দেয় । তাঁর গাড়ির সামনে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেয় । পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে হটাতে গেলে ধস্তাধস্তি শুরু হয় । পরে পুলিশ ওই যুবকদের আটক করে ।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কোচবিহার-সহ গোটা উত্তরবঙ্গে ভরাডুবি হয় তৃণমূলের । দলীয় সূত্রের খবর, এই অবস্থায় কর্মীদের মনোবল চাঙ্গা করতে কোচবিহার জেলা সফরে আসেন তৃণমূলের রাজ্য সভাপতি । জেলাজুড়েই তিনি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছেন । কিন্তু গতকালই কর্মীসভায় যোগ দিতে যাওয়ার আগেই এই ঘটনা ঘটে ।

ভিডিয়োয় দেখুন

এর আগে সোমবার শীতলকুচিতেও বিক্ষোভের মুখে পড়েন সুব্রত বক্সি । বিক্ষোভের জেরে শীতলকুচির কর্মীসভার বৈঠক বাতিল করে ফিরে আসতে বাধ্য হন তৃণমূলের রাজ্য সভাপতি ।

আরও পড়ুন : "মানুষের ক্ষোভ জানার চেষ্টা করছি, পরিস্থিতি ফিরলে আবারও আসব"

Intro:কোচবিহারের মাথাভাঙ্গায় ফের বিক্ষোভের মুখে তৃনমুলের সুব্রত বক্সী, কালো-পতাকা দেখিয়ে গো-ব্যাক স্লোগান ৷ কনভয় আটকে বিক্ষোভ ৷ ধস্তাধস্তি পুলিশের সঙ্গে ৷

কোচবিহার:২৫জুন :


ফের কোচবিহারের মাথাভাঙ্গায় বিক্ষোভের মুখে পরলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। লোকসভা নির্বাচনে কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে ভরাডুবি হয় তৃণমূল কংগ্রেসের।সুত্রে খবর এই অবস্থায় কর্মীদের মনোবল চাঙ্গা করতে কোচবিহার জেলা সফরে এসেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। জেলা জুড়ে চলছে বৈঠক৷ গতকাল থেকেই ঐ বৈঠক ঘিরে চলছে একাধিক বিক্ষোভ ৷

মঙ্গলবার সুব্রত বাবু মেখলিগঞ্জে দলীয় কর্মীসভায় যোগ দিতে যাবার সময় ফের মাথাভাঙ্গার শিকারপুর এলাকায় কিছু যুবক তার গাড়ি আটকে কালো পতাকা দেখিয়ে গো-ব্যাক স্লোগান দেয়। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি৷ পরে পুলিশ বিক্ষোভকারীদের হটাতে গেলে সেখানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। যদিও শেষ পর্যন্ত ওই পথ দিয়ে মেখলিগঞ্জে যান সুব্রত বক্সী।Body:Cob Conclusion:
Last Updated : Jun 26, 2019, 11:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.