ETV Bharat / state

36 মানে থার্টি ফোর, ট্রোলড তৃণমূলের সাংসদ পদপ্রার্থী - election

সোশাল সাইটে ট্রোলড হলেন তৃণমূল প্রার্থী নুসরত জাহান। বললেন, "2014 লোকসভা নির্বাচনে আমরা 36 টি সিট জিতেছি। মানে থার্টি ফোর।"

নুসরত জাহান
author img

By

Published : Apr 5, 2019, 2:57 PM IST

Updated : Apr 5, 2019, 5:44 PM IST

মাথাভাঙা, 5 এপ্রিল : "2014 লোকসভা নির্বাচনে আমরা 36 টি সিট জিতেছি। মানে থার্টি ফোর।" মাথাভাঙার সভা থেকে গতকাল এই মন্তব্য করে সোশাল সাইটে ট্রোলড বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান।

গতকাল কোচবিহারে দলীয় প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর হয় নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মঞ্চে ওঠার আগে বক্তব্য রাখেন নুসরত জাহান। বক্তব্য রাখতে গিয়ে তিনি গত কয়েকটি লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ের খতিয়ান দিচ্ছিলেন। তখনই নুরসত বলে ফেলেন, "2014 সালে নির্বাচন হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর পর্যবেক্ষণে। আমরা কটা সিট জিতেছি ? 36 টা সিট জিতেছি। মানে থার্টি ফোর।"

ভিডিয়োয় শুনুন নুসরত জাহানের বক্তব্য

তিনি আরও বলেন, "আমরা ভীষণ চপ খেতে ভালোবাসি। তা সেটা আলুর চপ হোক, মোচার চপ হোক। কিন্তু, আমাদের ঢপের চপ দিলে চলবে না।"

মাথাভাঙা, 5 এপ্রিল : "2014 লোকসভা নির্বাচনে আমরা 36 টি সিট জিতেছি। মানে থার্টি ফোর।" মাথাভাঙার সভা থেকে গতকাল এই মন্তব্য করে সোশাল সাইটে ট্রোলড বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান।

গতকাল কোচবিহারে দলীয় প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর হয় নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মঞ্চে ওঠার আগে বক্তব্য রাখেন নুসরত জাহান। বক্তব্য রাখতে গিয়ে তিনি গত কয়েকটি লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ের খতিয়ান দিচ্ছিলেন। তখনই নুরসত বলে ফেলেন, "2014 সালে নির্বাচন হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর পর্যবেক্ষণে। আমরা কটা সিট জিতেছি ? 36 টা সিট জিতেছি। মানে থার্টি ফোর।"

ভিডিয়োয় শুনুন নুসরত জাহানের বক্তব্য

তিনি আরও বলেন, "আমরা ভীষণ চপ খেতে ভালোবাসি। তা সেটা আলুর চপ হোক, মোচার চপ হোক। কিন্তু, আমাদের ঢপের চপ দিলে চলবে না।"

Intro:দলীয় কার্যালয়ে আগুন, অভিযুক্তদের গ্রেপ্তারে দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের ৷


কোচবিহার :১২ ফেব্রুয়ারি : তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় থানা ঘেড়াও করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের ৷সূত্রে খবর , গত ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ রাতে মাথাভাঙ্গা এক নং ব্লকের কুর্শামারী গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে৷ 35 জনের বিজেপি কর্মী এবং বর্তমান গ্রাম পঞ্চায়েত প্রধানের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেস৷ ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার না করায় এদিন তৃণমূল কর্মী সমর্থকরা মাথাভাঙ্গা থানা ঘিরে বিক্ষোভ মিছিল করে ৷তৃণমূল দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগে দোষীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ চলে ৷ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মাথাভাঙ্গা ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মজিরুল হোসেন ৷ কুর্শামারীর প্রাক্তন প্রধান জুলজেলাল মিঞা সহ তৃণমূল কর্মী সমর্থকরা৷

তৃণমূল নেতা মজিরুল হোসেন বলেন গত পাঁচই ফেব্রুয়ারি রাতে কুর্শামারী বাজার সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিজেপি ৷ এই ঘটনার পর মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয় অভিযুক্তদের নামে কিন্তু পুলিশ এখন কাউকে গ্রেফতার করতে পারে নি ,এলাকায় আতংকের পরিবেশ তৈরী হয়েছে ৷ দোষী ব্যক্তিদের গ্রেফতার করে এলাকায় শান্তি ফিরিয়ে আসুক ,যদি পুলিশ কোন পদক্ষেপ না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো ৷

আর ,এক তৃণমূল নেতা জুলজেলাল মিয়া জানান অভিযুক্ত বিজেপি কর্মীদের পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ৷Body:SSConclusion:
Last Updated : Apr 5, 2019, 5:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.