ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠীকোন্দল, নাজিরহাট-1নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা পেশ - অনাস্থা পেশ

2018 সালে পঞ্চায়েত নির্বাচনের পর নাজিরহাট-1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন তৃণমূলের রেহানা সুলতানা ৷ সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই রেহানা সুলতানার সঙ্গে পঞ্চায়েত সদস্যদের বিরোধ দেখা দেয় ৷ যা এতদিন চাপা থাকলেও, এবার তা চরম আকার নিয়েছে ৷ তার জেরেই আজ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা পেশ করলেন অন্যান্য সদস্যরা ৷

no-confidence-motion-filed-against-the-panchayat-pradhan-of-nazirhat-1-gram-panchayat-in-dinhata-coochbear
তৃণমূলের গোষ্ঠীকোন্দল, নাজিরহাট-1নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা পেশ
author img

By

Published : Jun 14, 2021, 9:35 PM IST

দিনহাটা, 14 জুন : দিনহাটা নাজিরহাট-1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা (No confidence motion) পেশ করলেন উপপ্রধান সহ 9 সদস্য ৷ আজ বিডিও অফিসে পঞ্চায়েত প্রধান রেহানা সুলতানার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে এই অনাস্থাপত্র জমা দেওয়া হয়েছে ৷ এই অনাস্থা প্রস্তাব নিয়ে মন্তব্য করতে রাজি হননি পঞ্চায়েত প্রধান ৷ তিনি জানিয়েছেন, এ নিয়ে তৃণমূল নেতৃত্ব সিদ্ধান্ত নেবে ৷ অন্যদিকে, দিনহাটা 2নং ব্লক প্রশাসনের তরফে অনাস্থা প্রস্তাবটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে ৷ গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে দায়ী করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷

2018 সালে পঞ্চায়েত নির্বাচনের পর নাজিরহাট-1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন তৃণমূলের রেহানা সুলতানা ৷ সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই রেহানা সুলতানার সঙ্গে পঞ্চায়েত সদস্যদের বিরোধ দেখা দেয় ৷ যা এতদিন চাপা থাকলেও, এবার তা চরম আকার নিয়েছে ৷ প্রসঙ্গত, রাজ্য সরকার আগেই আইন করেছিল, যে পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা (No confidence motion) আনা যাবে না ৷ তাই বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন উপপ্রধান সহ পঞ্চায়েতের সদস্যরা ৷

আরও পড়ুন : অনাস্থা প্রস্তাব, পঞ্চায়েত প্রধানের পদ থেকে ইস্তফা শিউলি সাহার মায়ের

সেই সময়সীমা পেরিয়ে যেতেই অনাস্থা (No confidence motion) আনার প্রক্রিয়া শুরু করেছিলেন পঞ্চায়েত সদস্যরা ৷ কিন্তু, মাঝে বিধানসভা নির্বাচন চলে আসায় সেই প্রক্রিয়া স্থগিত রাখা হয় ৷ এবার ভোট মিটতেই তড়িঘড়ি আসরে নামেন উপপ্রধান শশধর রায় সিংহ ৷ তিনি অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই গ্রাম পঞ্চায়েত সদস্য়দের সঙ্গে আলোচনা না করে নিজের খেয়াল খুশি মতো কাজ করছেন পঞ্চায়েত প্রধান ৷ তাই তাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছেন তাঁরা ৷ নাজিরহাট-1নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি কুমার প্রশান্ত নারায়ণ জানিয়েছেন, দলের সদস্যদের ভুল বোঝাবুঝির কারণে ওই অনাস্থা পেশ করা হয়েছে ৷ সমস্যা মেটাতে উভয়পক্ষকে নিয়ে বৈঠক করা হবে বলে জানিয়েছেন তিনি ৷

দিনহাটা, 14 জুন : দিনহাটা নাজিরহাট-1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা (No confidence motion) পেশ করলেন উপপ্রধান সহ 9 সদস্য ৷ আজ বিডিও অফিসে পঞ্চায়েত প্রধান রেহানা সুলতানার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে এই অনাস্থাপত্র জমা দেওয়া হয়েছে ৷ এই অনাস্থা প্রস্তাব নিয়ে মন্তব্য করতে রাজি হননি পঞ্চায়েত প্রধান ৷ তিনি জানিয়েছেন, এ নিয়ে তৃণমূল নেতৃত্ব সিদ্ধান্ত নেবে ৷ অন্যদিকে, দিনহাটা 2নং ব্লক প্রশাসনের তরফে অনাস্থা প্রস্তাবটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে ৷ গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে দায়ী করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷

2018 সালে পঞ্চায়েত নির্বাচনের পর নাজিরহাট-1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন তৃণমূলের রেহানা সুলতানা ৷ সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই রেহানা সুলতানার সঙ্গে পঞ্চায়েত সদস্যদের বিরোধ দেখা দেয় ৷ যা এতদিন চাপা থাকলেও, এবার তা চরম আকার নিয়েছে ৷ প্রসঙ্গত, রাজ্য সরকার আগেই আইন করেছিল, যে পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা (No confidence motion) আনা যাবে না ৷ তাই বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন উপপ্রধান সহ পঞ্চায়েতের সদস্যরা ৷

আরও পড়ুন : অনাস্থা প্রস্তাব, পঞ্চায়েত প্রধানের পদ থেকে ইস্তফা শিউলি সাহার মায়ের

সেই সময়সীমা পেরিয়ে যেতেই অনাস্থা (No confidence motion) আনার প্রক্রিয়া শুরু করেছিলেন পঞ্চায়েত সদস্যরা ৷ কিন্তু, মাঝে বিধানসভা নির্বাচন চলে আসায় সেই প্রক্রিয়া স্থগিত রাখা হয় ৷ এবার ভোট মিটতেই তড়িঘড়ি আসরে নামেন উপপ্রধান শশধর রায় সিংহ ৷ তিনি অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই গ্রাম পঞ্চায়েত সদস্য়দের সঙ্গে আলোচনা না করে নিজের খেয়াল খুশি মতো কাজ করছেন পঞ্চায়েত প্রধান ৷ তাই তাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছেন তাঁরা ৷ নাজিরহাট-1নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি কুমার প্রশান্ত নারায়ণ জানিয়েছেন, দলের সদস্যদের ভুল বোঝাবুঝির কারণে ওই অনাস্থা পেশ করা হয়েছে ৷ সমস্যা মেটাতে উভয়পক্ষকে নিয়ে বৈঠক করা হবে বলে জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.