ETV Bharat / state

Vande Bharat Express: গুয়াহাটিগামী বন্দেভারত দাঁড়াবে নিউ কোচবিহার স্টেশনেও, নয়া টাইম টেবিল ঘোষণা

সোমবার থেকে যাত্রা শুরু হচ্ছে জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ৷ নিউ কোচবিহার স্চেশনেও দাঁড়াবে এই ট্রেন ৷ এই স্টেশনে ট্রেনটির স্টপেজের দাবিতে আন্দোলন করেছিল তৃণমূল ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : May 28, 2023, 3:54 PM IST

কোচবিহার, 28 মে: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেল নিউ কোচবিহার । শনিবার রেলের তরফে যে নতুন টাইম টেবিল ঘোষণা করা হয়েছে তাতে স্টপেজের তালিকায় নিউ কোচবিহারের নাম রাখা হয়েছে । জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, তাদের আন্দোলনের ফলে নিউ কোচবিহার ষ্টেশনে স্টপেজ দেওয়া হয়েছে গুয়াহাটিগামী বন্দেভারতের ৷

উল্লেখ্য, রাজ্যে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হচ্ছে 29 মে, সোমবার থেকে ৷ নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটির মধ্যে যাতায়াত করবে এই ট্রেন ৷ রেলের তরফে এর আগে ঘোষণা করা হয়েছিল 25 মে এই ট্রেন চালু হবে । তবে প্রথমে জানা গিয়েছিল নিউ কোচবিহার স্টেশনে এই ট্রেনের কোনও স্টপেজ নেই । রেলের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং সেখানে স্টপেজের দাবিতে আন্দোলনে নামে তৃণমূল নেতৃত্ব ৷

এই বিক্ষোভের জেরে ধুবড়িগামী একটি ডিএমইউ ট্রেনও আটকে পড়েছিল নিউ কোচবিহার রেলস্টেশনে । কর্মসূচির নেতৃত্বে ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, সভাপতি অভিজিৎ দে ভৌমিক প্রমুখ ।

তৃণমূলের এই আন্দোলনের প্রেক্ষিতে ক'দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছিলেন, কোনও কারণে নিউ কোচবিহার স্টেশনের নাম বাদ গিয়েছে । চূড়ান্ত তালিকায় নিউ কোচবিহারের নাম থাকবে । এরপর এই রুটে বন্দেভারতের যাত্রা শুরুর দিন চারদিন পিছিয়ে দেওয়া হয় । ঘোষণা করা হয় 29 মে এই ট্রেন চালু হচ্ছে ।

এরপরই শনিবার রেলের তরফে যে নতুন টাইমটেবিল ঘোষণা করা হয় ৷ সেখানে নিউ কোচবিহার স্টেশনে স্টপেজ রয়েছে জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের । সকাল 6টা 10 মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে এই ট্রেন ছেড়ে নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকড়াঝাড়, নিউ বঙ্গাইগাও, কামাক্ষ্যা হয়ে সকাল 11টা 40 মিনিটে গুয়াহাটি পৌঁছবে ৷ এরপর বিকেল 4টে 30 মিনিটে গুয়াহাটি থেকে রওনা দিয়ে রাত 10 টায় নিউ জলপাইগুড়িতে পৌঁছবে এই ট্রেনটি ৷

আরও পড়ুন: রাজ্যের তৃতীয় বন্দে ভারতের সূচনা আগামী 29 মে, শিলিগুড়িতে জানালেন যাত্রী সুবিধা কমিটির চেয়ারম্যান

এই প্রসঙ্গে রবিবার, কোচবিহার জেলা তৃণমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "কোচবিহারের বাসিন্দাদের স্বার্থে আমরা আন্দোলন করেছিলাম। তাই স্টপেজ মিলেছে ।" যদিও কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে এর পালটা বলেন, "রেলের তরফে আগে যে স্টপেজের ঘোষণা করা হয়েছিল, তাতে কোনও কারণে নিউ কোচবিহারের নাম বাদ গিয়েছিল ৷ তখনই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছিলেন চূড়ান্ত তালিকায় অবশ্য নিউ কোচবিহার স্টেশনের নাম থাকবে । চূড়ান্ত তালিকাতে নাম রয়েছে ৷

কোচবিহার, 28 মে: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেল নিউ কোচবিহার । শনিবার রেলের তরফে যে নতুন টাইম টেবিল ঘোষণা করা হয়েছে তাতে স্টপেজের তালিকায় নিউ কোচবিহারের নাম রাখা হয়েছে । জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, তাদের আন্দোলনের ফলে নিউ কোচবিহার ষ্টেশনে স্টপেজ দেওয়া হয়েছে গুয়াহাটিগামী বন্দেভারতের ৷

উল্লেখ্য, রাজ্যে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হচ্ছে 29 মে, সোমবার থেকে ৷ নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটির মধ্যে যাতায়াত করবে এই ট্রেন ৷ রেলের তরফে এর আগে ঘোষণা করা হয়েছিল 25 মে এই ট্রেন চালু হবে । তবে প্রথমে জানা গিয়েছিল নিউ কোচবিহার স্টেশনে এই ট্রেনের কোনও স্টপেজ নেই । রেলের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং সেখানে স্টপেজের দাবিতে আন্দোলনে নামে তৃণমূল নেতৃত্ব ৷

এই বিক্ষোভের জেরে ধুবড়িগামী একটি ডিএমইউ ট্রেনও আটকে পড়েছিল নিউ কোচবিহার রেলস্টেশনে । কর্মসূচির নেতৃত্বে ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, সভাপতি অভিজিৎ দে ভৌমিক প্রমুখ ।

তৃণমূলের এই আন্দোলনের প্রেক্ষিতে ক'দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছিলেন, কোনও কারণে নিউ কোচবিহার স্টেশনের নাম বাদ গিয়েছে । চূড়ান্ত তালিকায় নিউ কোচবিহারের নাম থাকবে । এরপর এই রুটে বন্দেভারতের যাত্রা শুরুর দিন চারদিন পিছিয়ে দেওয়া হয় । ঘোষণা করা হয় 29 মে এই ট্রেন চালু হচ্ছে ।

এরপরই শনিবার রেলের তরফে যে নতুন টাইমটেবিল ঘোষণা করা হয় ৷ সেখানে নিউ কোচবিহার স্টেশনে স্টপেজ রয়েছে জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের । সকাল 6টা 10 মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে এই ট্রেন ছেড়ে নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকড়াঝাড়, নিউ বঙ্গাইগাও, কামাক্ষ্যা হয়ে সকাল 11টা 40 মিনিটে গুয়াহাটি পৌঁছবে ৷ এরপর বিকেল 4টে 30 মিনিটে গুয়াহাটি থেকে রওনা দিয়ে রাত 10 টায় নিউ জলপাইগুড়িতে পৌঁছবে এই ট্রেনটি ৷

আরও পড়ুন: রাজ্যের তৃতীয় বন্দে ভারতের সূচনা আগামী 29 মে, শিলিগুড়িতে জানালেন যাত্রী সুবিধা কমিটির চেয়ারম্যান

এই প্রসঙ্গে রবিবার, কোচবিহার জেলা তৃণমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "কোচবিহারের বাসিন্দাদের স্বার্থে আমরা আন্দোলন করেছিলাম। তাই স্টপেজ মিলেছে ।" যদিও কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে এর পালটা বলেন, "রেলের তরফে আগে যে স্টপেজের ঘোষণা করা হয়েছিল, তাতে কোনও কারণে নিউ কোচবিহারের নাম বাদ গিয়েছিল ৷ তখনই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছিলেন চূড়ান্ত তালিকায় অবশ্য নিউ কোচবিহার স্টেশনের নাম থাকবে । চূড়ান্ত তালিকাতে নাম রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.