ETV Bharat / state

Nisith on Abhishek: রাজনীতিতে অপরিণত, দলের অনেকেই অভিষেককে নেতা মানেন না; ফের তোপ নিশীথের

author img

By

Published : Apr 27, 2023, 9:04 AM IST

Updated : Apr 27, 2023, 10:18 AM IST

কোচবিহারে জন সংযোগ মঞ্চ থেকে নিশীথ প্রামাণিক ও অন্য বিজেপি বিধায়ক-সাংসদদের বাড়ি ঘেরাওয়ের কথা জানিয়েছিলেন অভিষেক ৷ পালটা দিলেন নিশীথ । তাঁর মতে, অভিষেককে রাজনীতিতে অপরিণত ৷ এমনকী তিনি তিরিশ দিন থাকলেও কোচবিহারের মানুষ তাঁকে মেনে নেবে না বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর ৷

Nisith Pramanik
নিশীথ প্রামাণিক
অভিষেকের ঘেরাও মন্তব্য নিয়ে তাঁকে তুলোধনা করলেন বিজেপি সাংসদ তথা মন্ত্রী নিশীথ প্রামাণিক

কোচবিহার, 27 এপ্রিল: "রাজনৈতিক নেতা হিসেবে তিনি এখনও অপরিণত"। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ বুধবার তৃণমূলের জনসংযোগ যাত্রায় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেখানে তিনি খোলা মঞ্চ থেকে মানুষকে বিজেপি সাংসদ-বিধায়কদের বাড়ি ঘেরাওয়ের জন্য ডাক দেন ৷ এমনকী ডাকলে তিনিও আসবেন বলে জানিয়েছেন ৷ এ প্রসঙ্গেই নিশীথের কটাক্ষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যারাশুটে করে নেমে এসেছেন ৷ দলের মধ্যে অনেকে এখনও তাঁকে নেতা হিসেবে মানতে পারেনি ৷

কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ মনে করেন, অভিষেক রাজনীতির প্রাথমিক কোর্সটাও জানেন না । দিনহাটার সাংসদের আরও দাবি, কোচবিহার থেকে শুরু করে সমগ্র উত্তরবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে চরম প্রত্যাখ্যান করেছে ৷ তিনি জানান, কোচবিহারে বেশির ভাগ বিধানসভা আসনেই বিজেপির জয় হয়েছে ৷ একথা অবশ্য বুধবারই জনসভায় স্বীকার করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক ৷ এমনকী রাতে অধিবেশনেও এই কথা বলেন ৷

নিশীথের আরও অভিযোগ, বিজেপির এই জয় হয়ত অভিষেকের রাগের কারণ ৷ এ প্রসঙ্গে তিনি তাঁর ছোটবেলার একটি গল্প বলেন ৷ শৈশবে নিশীথের এক বন্ধু তাঁর সঙ্গে দৌড়ে জিতেত না-পেরে তাঁকে কামড়ে দিয়েছিল ৷ বন্ধুকে তিনি কামড়ানোর কারণ জিজ্ঞেস করলে বন্ধু বলেছিল, "জিততে না পেরে ভিতরে রাগ জমেছিল ৷ তাই কামড়ে দিলাম ৷" এই ঘটনার সঙ্গে অভিষেকের বক্তব্যের তুলনা টানলেন কোচবিহারের বিজেপি সাংসদ ৷

তৃণমূলের বিরুদ্ধে নিশীথের অভিযোগ, রাজনৈতিক প্রতিযোগিতায় মানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে মানুষের বাড়ি-ঘর ঘেরাওয়ের কথা বলছেন অভিষেক ৷ তৃণমূল কংগ্রেসে তাঁর থেকে অনেক বেশি নিবেদিত অঞ্চল সভাপতি, বুথ সভাপতি রয়েছেন ৷ দলের মধ্যে অনেকেই অভিষেককে নেতা হিসেবে মেনে নিতে পারেনি বলে দাবি বিজেপি নেতা-মন্ত্রীর ৷

আরও পড়ুন: 'বিজেপি সাংসদ-বিধায়কদের বাড়ি ঘেরাও করুন, আমিও যাব', জনসংযোগ যাত্রায় আহ্বান অভিষেকের

অভিষেকের ঘেরাও মন্তব্য নিয়ে তাঁকে তুলোধনা করলেন বিজেপি সাংসদ তথা মন্ত্রী নিশীথ প্রামাণিক

কোচবিহার, 27 এপ্রিল: "রাজনৈতিক নেতা হিসেবে তিনি এখনও অপরিণত"। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ বুধবার তৃণমূলের জনসংযোগ যাত্রায় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেখানে তিনি খোলা মঞ্চ থেকে মানুষকে বিজেপি সাংসদ-বিধায়কদের বাড়ি ঘেরাওয়ের জন্য ডাক দেন ৷ এমনকী ডাকলে তিনিও আসবেন বলে জানিয়েছেন ৷ এ প্রসঙ্গেই নিশীথের কটাক্ষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যারাশুটে করে নেমে এসেছেন ৷ দলের মধ্যে অনেকে এখনও তাঁকে নেতা হিসেবে মানতে পারেনি ৷

কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ মনে করেন, অভিষেক রাজনীতির প্রাথমিক কোর্সটাও জানেন না । দিনহাটার সাংসদের আরও দাবি, কোচবিহার থেকে শুরু করে সমগ্র উত্তরবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে চরম প্রত্যাখ্যান করেছে ৷ তিনি জানান, কোচবিহারে বেশির ভাগ বিধানসভা আসনেই বিজেপির জয় হয়েছে ৷ একথা অবশ্য বুধবারই জনসভায় স্বীকার করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক ৷ এমনকী রাতে অধিবেশনেও এই কথা বলেন ৷

নিশীথের আরও অভিযোগ, বিজেপির এই জয় হয়ত অভিষেকের রাগের কারণ ৷ এ প্রসঙ্গে তিনি তাঁর ছোটবেলার একটি গল্প বলেন ৷ শৈশবে নিশীথের এক বন্ধু তাঁর সঙ্গে দৌড়ে জিতেত না-পেরে তাঁকে কামড়ে দিয়েছিল ৷ বন্ধুকে তিনি কামড়ানোর কারণ জিজ্ঞেস করলে বন্ধু বলেছিল, "জিততে না পেরে ভিতরে রাগ জমেছিল ৷ তাই কামড়ে দিলাম ৷" এই ঘটনার সঙ্গে অভিষেকের বক্তব্যের তুলনা টানলেন কোচবিহারের বিজেপি সাংসদ ৷

তৃণমূলের বিরুদ্ধে নিশীথের অভিযোগ, রাজনৈতিক প্রতিযোগিতায় মানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে মানুষের বাড়ি-ঘর ঘেরাওয়ের কথা বলছেন অভিষেক ৷ তৃণমূল কংগ্রেসে তাঁর থেকে অনেক বেশি নিবেদিত অঞ্চল সভাপতি, বুথ সভাপতি রয়েছেন ৷ দলের মধ্যে অনেকেই অভিষেককে নেতা হিসেবে মেনে নিতে পারেনি বলে দাবি বিজেপি নেতা-মন্ত্রীর ৷

আরও পড়ুন: 'বিজেপি সাংসদ-বিধায়কদের বাড়ি ঘেরাও করুন, আমিও যাব', জনসংযোগ যাত্রায় আহ্বান অভিষেকের

Last Updated : Apr 27, 2023, 10:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.