ETV Bharat / state

NJP-DHAKA Mitali Express : 1 জুন থেকে এনজেপি-ঢাকা রুটে চালু মিতালি এক্সপ্রেস, মিলছে টিকিটও - মিতালি এক্সপ্রেসের সময়সূচি

জুনের 1 তারিখ থেকে চালু হচ্ছে এনজেপি-ঢাকা রুটে যাত্রীবাহী তৃতীয় ট্রেন মিতালি এক্সপ্রেস ৷ ইতিমধ্যেই শুরু হয়েছে টিকিট বিক্রিও (Mitali Express to start its journy from NJP to Dhaka from 1st June) ।

Mitali Express News
মিতালী এক্সপ্রেস
author img

By

Published : May 27, 2022, 10:06 AM IST

Updated : May 27, 2022, 10:57 AM IST

কোচবিহার, 27 মে : 2021 সালের 26 মার্চ ভারত-বাংলাদেশের সমন্বয়ে মিতালি এক্সপ্রেসের উদ্বোধন করার পর আগামী 1 জুন থেকে শুরু হতে চলেছে এনজেপি-ঢাকা রুটে যাত্রীবাহী তৃতীয় ট্রেন মিতালি এক্সপ্রেস (Mitali Express to start its journy from NJP to Dhaka from 1st June) ৷

ভারত সরকারের উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের তরফ থেকে ইতিপূর্বে ট্রেন পরিষেবা চালু সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশও করা হয়েছে । তাতে বলে হয়েছে, আগামী 1 জুন উভয় দেশের রেলমন্ত্রীর তরফে দিল্লির রেলভবন থেকে মিতালি এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করা হবে ৷ গত বছর উদ্বোধন হলেও করোনা পরিস্থিতির কারণে যাত্রী পরিবহণের কাজ শুরু হয়নি । এবার দীর্ঘ প্রতিক্ষার পর ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মিতালি এক্সপ্রেস চালু হবে ৷ শুরু হয়েছে টিকিট বিক্রিও ।

1 জুন নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি ৷ টিকিট পাওয়া যাচ্ছে কলকাতায় ফেয়ারলি প্যালেস ও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। ট্রেনটির এসিতে ভাড়া মাথাপিছু 4 হাজার 905 টাকা ৷ সিটে মাথাপিছু ভাড়া 3 হাজার 805 টাকা এবং এসি চেয়ার কারে মাথাপিছু 2 হাজার 707 টাকা ভাড়া থাকবে । মিতালি এক্সপ্রেস চালু হলে দুই দেশের যোগাযোগ আরও সমৃদ্ধ হবে ৷ উত্তর-বাংলার ডুয়ার্স,পাহাড়ি এলাকায় বাড়বে পর্যটন শিল্পও ৷

আরও পড়ুন : স্টার্টআপ ব্যবসায় ভারত বিশ্বের তিন নম্বরে, দাবি মোদির

বৃহস্পতিবার কোচবিহারের হলদিবাড়ি স্টেশনে ট্রেনের সময়সূচিতে মিতালি এক্সপ্রেসের সময়সূচি লিখে দেন রেল কর্মীরা ৷ তিস্তা-তোর্সা এক্সপ্রেসের জায়গায় লেখা হয় মিতালি এক্সপ্রেসের সময়সূচি ৷ বুধবার অর্থাৎ 1 জুন সকাল 11.45 মিনিটে এনজেপি থেকে ছাড়বে মিতালি এক্সপ্রেস । টিকিট কাটার একটি বিশেষত্ব রয়েছে তা হল আর পাঁচটা ট্রেনের মতো কোনও মোবাইল অ্যাপ অথবা অনলাইনে টিকিট পাওয়া যাবে না । নিউ জলপাইগুড়ি এবং কলকাতা স্টেশন থেকে টিকিট পাওয়া যাবে । এই ট্রেন চালু হওয়ায় খবরে খুশি দুই দেশের বাসিন্দারাই ৷

কোচবিহার, 27 মে : 2021 সালের 26 মার্চ ভারত-বাংলাদেশের সমন্বয়ে মিতালি এক্সপ্রেসের উদ্বোধন করার পর আগামী 1 জুন থেকে শুরু হতে চলেছে এনজেপি-ঢাকা রুটে যাত্রীবাহী তৃতীয় ট্রেন মিতালি এক্সপ্রেস (Mitali Express to start its journy from NJP to Dhaka from 1st June) ৷

ভারত সরকারের উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের তরফ থেকে ইতিপূর্বে ট্রেন পরিষেবা চালু সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশও করা হয়েছে । তাতে বলে হয়েছে, আগামী 1 জুন উভয় দেশের রেলমন্ত্রীর তরফে দিল্লির রেলভবন থেকে মিতালি এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করা হবে ৷ গত বছর উদ্বোধন হলেও করোনা পরিস্থিতির কারণে যাত্রী পরিবহণের কাজ শুরু হয়নি । এবার দীর্ঘ প্রতিক্ষার পর ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মিতালি এক্সপ্রেস চালু হবে ৷ শুরু হয়েছে টিকিট বিক্রিও ।

1 জুন নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি ৷ টিকিট পাওয়া যাচ্ছে কলকাতায় ফেয়ারলি প্যালেস ও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। ট্রেনটির এসিতে ভাড়া মাথাপিছু 4 হাজার 905 টাকা ৷ সিটে মাথাপিছু ভাড়া 3 হাজার 805 টাকা এবং এসি চেয়ার কারে মাথাপিছু 2 হাজার 707 টাকা ভাড়া থাকবে । মিতালি এক্সপ্রেস চালু হলে দুই দেশের যোগাযোগ আরও সমৃদ্ধ হবে ৷ উত্তর-বাংলার ডুয়ার্স,পাহাড়ি এলাকায় বাড়বে পর্যটন শিল্পও ৷

আরও পড়ুন : স্টার্টআপ ব্যবসায় ভারত বিশ্বের তিন নম্বরে, দাবি মোদির

বৃহস্পতিবার কোচবিহারের হলদিবাড়ি স্টেশনে ট্রেনের সময়সূচিতে মিতালি এক্সপ্রেসের সময়সূচি লিখে দেন রেল কর্মীরা ৷ তিস্তা-তোর্সা এক্সপ্রেসের জায়গায় লেখা হয় মিতালি এক্সপ্রেসের সময়সূচি ৷ বুধবার অর্থাৎ 1 জুন সকাল 11.45 মিনিটে এনজেপি থেকে ছাড়বে মিতালি এক্সপ্রেস । টিকিট কাটার একটি বিশেষত্ব রয়েছে তা হল আর পাঁচটা ট্রেনের মতো কোনও মোবাইল অ্যাপ অথবা অনলাইনে টিকিট পাওয়া যাবে না । নিউ জলপাইগুড়ি এবং কলকাতা স্টেশন থেকে টিকিট পাওয়া যাবে । এই ট্রেন চালু হওয়ায় খবরে খুশি দুই দেশের বাসিন্দারাই ৷

Last Updated : May 27, 2022, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.