কোচবিহার, 28 অগাস্ট : একসময় ছেলেই ছিল সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু । ভালো থাকা মন্দ থাকা, হাসি আনন্দ বাবা-মায়ের সবকিছুর মধ্যমণি । একমাত্র ছেলে তাই আদরেরও অভাব হয়নি । যখন যা চাওয়া তাই পাওয়া । ছেলের বয়স বাড়তে থাকলে এই আদর, ভালোবাসা, স্নেহই চাহিদা বা জেদের কারণ হতে শুরু করে । ব্যাস, খারাপ সঙ্গ, পড়াশোনা না করা রোজগার সঙ্গী হয়ে পড়ে বছর 19-এর যুবকের । স্বভাবতই বাবা-মা বিষয়টি নিয়ে তাকে সচেতন করে । চেষ্টা করে সঠিক পথে আনতে । কিন্তু তাতে লাভ হয়নি । উলটে বাবা-ছেলের সম্পর্ক খারাপ হতে শুরু করে । টাকাপয়সা-সহ একাধিক বিষয় নিয়ে রোজই তাদের মধ্যে বচসা লেগে থাকত । যা গতকাল চরমে পৌঁছালে ছেলেকে লক্ষ্য করে গুলি চালায় প্রদীপ সামন্ত । প্রতিবেশীরা এসে দেবব্রত সামন্তকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভরতি করে । কোচবিহারের ডাওয়াগুড়ি এলাকার ঘটনা ।
স্থানীয়রা জানায়, প্রদীপ সামন্ত অবসরপ্রাপ্ত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান । বর্তমানে তিনি BJP-দলের সমর্থকও । তবে, ছেলের সঙ্গে এই বচসা বা গুলি চালানো কোনওটার সঙ্গেই রাজনৈতিক যোগ নেই বলে জানায় তারা । তবে, কীভাবে প্রদীপ সামন্তর কাছে বন্দুক এল সেই নিয়ে প্রশ্ন তুলছে তারা । এদিকে, এই ঘটনায় প্রদীপ সামন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
এবিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "প্রদীপ সামন্ত একজন সমাজবিরোধী । এই এলাকায় দুষ্কৃতীদের বোমা-বন্দুক সরবরাহ করেন উনি । ওঁর শাস্তির দাবি জানাচ্ছি ।"
যদিও স্থানীয় BJP নেতৃত্ব এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ।