ETV Bharat / state

বিবিকে সঙ্গে থাকতে দিতে হবে, কোয়ারানটিন সেন্টারে অনশনে শওহর - কোরোনা ভাইরাসের সংক্রমণ

অনশনরত ব্যক্তির বিবিকে যে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে সেটি নিরাপদ নয় বলে অভিযোগ করেন ওই ব্য়ক্তি ৷

coronavirus
কোচবিহারে কোয়ারানটিন সেন্টারে অনশন
author img

By

Published : May 23, 2020, 10:44 AM IST

Updated : May 23, 2020, 11:34 AM IST

মেখলিগঞ্জ, 23 মে : বিবিকে যে কোয়ারানটিন সেন্টার রাখা হয়েছে সেটি সুরক্ষিত নয় ৷ বিবিকে তাঁর সঙ্গে থাকতে দিতে হবে ৷ এই দাবিতে অনশনে বসলেন এক ব্যক্তি ৷ সেন্টারের ভিতরে তিনি গতকাল থেকে অনশনে বসেছেন ৷ তাঁকে বহুবার খাওয়ানোর চেষ্টা করেছেন সেন্টারের লোকজন ৷ কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ওই ব্যক্তি ৷

কর্মসূত্রে দীর্ঘদিন ত্রিপুরায় থেকেছেন মেখলিগঞ্জের ওই ব্যক্তি ৷ 19 মে বিবিকে সঙ্গে নিয়ে কোচবিহারের বাড়িতে ফেরেন ৷ ভিনরাজ্য থেকে আসায় তাঁদের কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় ৷ সেন্টারে যেতে আপত্তি ছিল না তাঁর ৷ কিন্তু দাবি করেন, বিবিকে তাঁর সঙ্গে থাকতে দিতে হবে ৷ প্রশাসন তাঁর দাবি না মানায় অনশনে বসেন ওই ব্যক্তি ৷ গতকাল থেকে অনশন শুরু করেছেন তিনি ৷ সেন্টারের লোকজন তাঁকে বহুবার বোঝানোর চেষ্টা করেছেন ৷ কিন্তু সিদ্ধান্ত থেকে নড়ানো যায়নি তাঁকে ৷

অনশনরত ব্যক্তির বিবিকে মেখলিগঞ্জের নিউ বাসস্ট্যান্ড এলাকার একটি কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে । ওই ব্যক্তি বলেন, ‘‘বিবিকে যেখানে রাখা আছে সেটি নিরাপদ নয় । আমার সঙ্গে থাকতে দিতে হবে ।" এই বিষয়ে স্থানীয় প্রশাসন এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ৷

মেখলিগঞ্জ, 23 মে : বিবিকে যে কোয়ারানটিন সেন্টার রাখা হয়েছে সেটি সুরক্ষিত নয় ৷ বিবিকে তাঁর সঙ্গে থাকতে দিতে হবে ৷ এই দাবিতে অনশনে বসলেন এক ব্যক্তি ৷ সেন্টারের ভিতরে তিনি গতকাল থেকে অনশনে বসেছেন ৷ তাঁকে বহুবার খাওয়ানোর চেষ্টা করেছেন সেন্টারের লোকজন ৷ কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ওই ব্যক্তি ৷

কর্মসূত্রে দীর্ঘদিন ত্রিপুরায় থেকেছেন মেখলিগঞ্জের ওই ব্যক্তি ৷ 19 মে বিবিকে সঙ্গে নিয়ে কোচবিহারের বাড়িতে ফেরেন ৷ ভিনরাজ্য থেকে আসায় তাঁদের কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় ৷ সেন্টারে যেতে আপত্তি ছিল না তাঁর ৷ কিন্তু দাবি করেন, বিবিকে তাঁর সঙ্গে থাকতে দিতে হবে ৷ প্রশাসন তাঁর দাবি না মানায় অনশনে বসেন ওই ব্যক্তি ৷ গতকাল থেকে অনশন শুরু করেছেন তিনি ৷ সেন্টারের লোকজন তাঁকে বহুবার বোঝানোর চেষ্টা করেছেন ৷ কিন্তু সিদ্ধান্ত থেকে নড়ানো যায়নি তাঁকে ৷

অনশনরত ব্যক্তির বিবিকে মেখলিগঞ্জের নিউ বাসস্ট্যান্ড এলাকার একটি কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে । ওই ব্যক্তি বলেন, ‘‘বিবিকে যেখানে রাখা আছে সেটি নিরাপদ নয় । আমার সঙ্গে থাকতে দিতে হবে ।" এই বিষয়ে স্থানীয় প্রশাসন এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ৷

Last Updated : May 23, 2020, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.