কোচবিহার, 20 জুলাই : কোচবিহার শহরে ক্রমশ বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ তাই আরও 7 দিন লকডাউনে বাড়ানো হল ৷ আগামী রবিবার পর্যন্ত কোচবিহার শহরে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত লকডাউন জারি থাকবে । তবে, সবজি ও মাছ-মাংসের বাজার এবং মুদির দোকান সকাল 8টা থেকে 1 টা পর্যন্ত খোলা থাকবে । এবিষয়ে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "কোচবিহার শহরে আরও 7দিন লকডাউন বাড়ানো হয়েছে । ।"
14 জুলাই রাজ্য সরকারের তরফে উত্তরবঙ্গের একাধিক শহরের পাশাপাশি কোচবিহার শহরেও লকডাউন ঘোষণা করা হয় । সেসময় 19 তারিখ পর্যন্ত লকডাউন থাকবে বলে ঘোষণা করা হয়েছিল । কিন্তু, গত কয়েকদিনে জেলা প্রশাসনের কয়েকজন কর্তার শরীরে সংক্রমণ ধরা পড়ে । এছাড়া গতকাল কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিংয়ের শরীরেও কোরোনা ভাইরাসের হদিস মেলে ৷ তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
এই পরিস্থিতিতে শহরে কোরোনা সংক্রমণ রুখতে বন্ধ করে দেওয়া হয় কোচবিহার জেলাশাসকের কার্যালয় ও কোচবিহার পৌরসভা । এর পাশাপাশি আগামী সাতদিনের জন্য নতুন করে লকডাউন জারি করা হয়েছে জেলা প্রশাসনের তরফে।