ETV Bharat / state

তৃণমূলের 2 নেতাকে হুমকি কেএলও-র, অভিযোগ দায়ের

author img

By

Published : Jun 25, 2021, 8:22 PM IST

জেলা তৃণমূলের দুই নেতাকে হুমকি দেওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে কোচবিহার জেলার তৃণমূল যুব কংগ্রেস । শুক্রবার তৃণমূল যুবর কোচবিহার-1 ব্লক সভাপতি সঞ্জীব রাজভর কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন ।

প্রাক্তন মন্ত্রী ও জেলা তৃণমূল সভাপতিকে কেএলও-র হুমকি
প্রাক্তন মন্ত্রী ও জেলা তৃণমূল সভাপতিকে কেএলও-র হুমকি

কোচবিহার, 25 জুন : জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় এবং প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণকে হুমকি দিল কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (KLO) । বুধবার সংগঠনের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা তৃণমূলের দুই নেতাকে হুমকি দেওয়া হয় । কেএলও-এর সহকারি তথ্য ও প্রচার সচিব ডিএল কোচ হুমকি দিয়েছেন । এই ঘটনার পর স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বাংলা ভাগের দাবি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি । আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা উত্তরবঙ্গকে পৃথক রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন । তাঁর বিরোধিতা করে, ইতিমধ্যেই আসরে নেমেছে তৃণমূল । কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়কে সামনে রেখে এই বঙ্গ ভাগের দাবির বিরোধিতায় নামে রাজ্য সরকার । তারই মধ্যে বুধবার কেএলও-র তরফে সহকারি প্রচার সচিব হুমকি দিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছেন । সেই প্রেস বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, কামতাপুরী দুই নেতা যদি শাসকদলের তালে তাল মিলিয়ে কোচ কামতাপুরীদের মুক্তির আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দেওয়া বন্ধ না করে, তাহলে চরম শাস্তির মুখে পড়তে হবে তাঁদের ।

বিজ্ঞপ্তিতে আরও লেখা রয়েছে, কোচবিহার জেলার প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় ও বিনয় কৃষ্ণ বর্মণ নিজেদের নিজস্বতা জলাঞ্জলি দিয়ে কলকাতার নেতাদের তালে তাল মিলিয়ে কামতাপুরী আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দেওয়ার চেষ্টা করছেন । দিন কয়েক আগেই কামতাপুরী দলের মধ্য দিয়ে এরা নির্বাচন উত্তীর্ণ হয়েছেন, এখন এরা কলকাতার দলদাসে পরিণত হয়েছেন । বিজ্ঞপ্তির শেষে কার্যত হুমকির সুরে বলা হয়েছে, "যদি ওঁরা দলদাসে পরিণত হয়ে ঔপনিবেশিক শাসক গোষ্ঠীকে তৈল মর্দন করে জাতি বিরোধী কাজে লিপ্ত হন, তাহলে জাতির হয়ে আমরা চরম শাস্তির ব্যবস্থা করতে বাধ্য হব ।"

যদিও ওই হুমকিকে গুরুত্ব দিতে নারাজ কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় । এদিন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি বলেন, "কে কোথায় হুমকি দিচ্ছে সেটা বড় কথা নয় । কিন্তু আমরা আর রাজ্য ভাগ হতে দেব না ।"

আরও পড়ুন : বঙ্গভঙ্গ প্রস্তাবকারী দুই সাংসদের বিরুদ্ধে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের

অন্যদিকে জেলা তৃণমূলের দুই নেতৃত্বকে হুমকি দেওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে কোচবিহার জেলার তৃণমূল যুব কংগ্রেস । শুক্রবার তৃণমূল যুবর কোচবিহার-1 ব্লক সভাপতি সঞ্জীব রাজভর কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন । সঞ্জীববাবু বলেন, "গত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএলও আমাদের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় ও প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণকে হুমকি দিয়েছেন । সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ।"

কোচবিহার, 25 জুন : জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় এবং প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণকে হুমকি দিল কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (KLO) । বুধবার সংগঠনের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা তৃণমূলের দুই নেতাকে হুমকি দেওয়া হয় । কেএলও-এর সহকারি তথ্য ও প্রচার সচিব ডিএল কোচ হুমকি দিয়েছেন । এই ঘটনার পর স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বাংলা ভাগের দাবি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি । আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা উত্তরবঙ্গকে পৃথক রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন । তাঁর বিরোধিতা করে, ইতিমধ্যেই আসরে নেমেছে তৃণমূল । কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়কে সামনে রেখে এই বঙ্গ ভাগের দাবির বিরোধিতায় নামে রাজ্য সরকার । তারই মধ্যে বুধবার কেএলও-র তরফে সহকারি প্রচার সচিব হুমকি দিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছেন । সেই প্রেস বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, কামতাপুরী দুই নেতা যদি শাসকদলের তালে তাল মিলিয়ে কোচ কামতাপুরীদের মুক্তির আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দেওয়া বন্ধ না করে, তাহলে চরম শাস্তির মুখে পড়তে হবে তাঁদের ।

বিজ্ঞপ্তিতে আরও লেখা রয়েছে, কোচবিহার জেলার প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় ও বিনয় কৃষ্ণ বর্মণ নিজেদের নিজস্বতা জলাঞ্জলি দিয়ে কলকাতার নেতাদের তালে তাল মিলিয়ে কামতাপুরী আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দেওয়ার চেষ্টা করছেন । দিন কয়েক আগেই কামতাপুরী দলের মধ্য দিয়ে এরা নির্বাচন উত্তীর্ণ হয়েছেন, এখন এরা কলকাতার দলদাসে পরিণত হয়েছেন । বিজ্ঞপ্তির শেষে কার্যত হুমকির সুরে বলা হয়েছে, "যদি ওঁরা দলদাসে পরিণত হয়ে ঔপনিবেশিক শাসক গোষ্ঠীকে তৈল মর্দন করে জাতি বিরোধী কাজে লিপ্ত হন, তাহলে জাতির হয়ে আমরা চরম শাস্তির ব্যবস্থা করতে বাধ্য হব ।"

যদিও ওই হুমকিকে গুরুত্ব দিতে নারাজ কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় । এদিন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি বলেন, "কে কোথায় হুমকি দিচ্ছে সেটা বড় কথা নয় । কিন্তু আমরা আর রাজ্য ভাগ হতে দেব না ।"

আরও পড়ুন : বঙ্গভঙ্গ প্রস্তাবকারী দুই সাংসদের বিরুদ্ধে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের

অন্যদিকে জেলা তৃণমূলের দুই নেতৃত্বকে হুমকি দেওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে কোচবিহার জেলার তৃণমূল যুব কংগ্রেস । শুক্রবার তৃণমূল যুবর কোচবিহার-1 ব্লক সভাপতি সঞ্জীব রাজভর কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন । সঞ্জীববাবু বলেন, "গত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএলও আমাদের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় ও প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণকে হুমকি দিয়েছেন । সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.