মেখলিগঞ্জ, 18 এপ্রিল : 70 শতাংশ ভোট পড়ার পর মেখলিগঞ্জের একটি বুথে EVM বিকল হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক ভোটপ্রক্রিয়া বন্ধ থাকে। EVM মেরামতের পর ফের ভোটগ্রহণ শুরু হয়।
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের রানিরহাট এলাকায় 1/4 নম্বর বুথে নির্ধারিত সময় ভোটগ্রহণ শুরু হয়। দুপুর তিনটে পর্যন্ত স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ হয়। তারপর EVM বিকল হয়ে যায়। EVM সারানোর পর চারটে থেকে ফের ভোট শুরু হয়।
প্রিজ়াইডিং অফিসার বলেন, "তিনটে নাগাদ EVM খারাপ হয়ে যায়। ততক্ষণে 70 শতাংশ ভোট পড়ে গেছিল। সেক্টর অফিসারকে বিষয়টি জানানো হয়।"