কোচবিহার, 1 মে : নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে ৷ ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা মহকুমার ঘোকসাডাঙার ৷
সোমবার রাতে একটি বিয়েবাড়িতে এসে দু'জন নাবালিকা ফুচকা খেতে যায় ৷ সেসময় একজনকে তার বাবা ডাকছে বলে পুকুর পাড়ের দিকে নিয়ে যায় অভিযুক্ত যুবক। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে ৷ নাবালিকা চিৎকার করলে তাকে নির্জন জায়গায় নিয়ে যায় ৷ এদিকে, অপর নাবালিকা বিয়েবাড়ির সবাইকে বিষয়টি জানায় ৷ খবর পেয়ে সবাই ঘটনাস্থানে এলে যুবকটি পালিয়ে যায় ৷
জ্ঞানহীন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে ঘোকসাডাঙা প্রাথমিক হাসপাতালে ভরতি করা হয় ৷ তবে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য কোচবিহার এম জে এন হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় ৷
নাবালিকার বাড়ির লোকজন ঘোকসাডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ৷ তদন্ত করতে নেমে ঘটনাস্থান থেকে একটি মোবাইল উদ্ধার করে পুলিশ ৷ সেই ফোনের সূত্র ধরেই গতকাল অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ ৷