কোচবিহার, 28 সেপ্টেম্বর: পুজোর মুখে কোচবিহার জেলায় হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা (Dengue cases increasing in Cooch Behar) । গত এক সপ্তাহে 26 জনের রক্তে ডেঙ্গির জীবাণু ধরা পড়েছে । এদের অধিকাংশই জেলার বাইরে থেকে কোচবিহারে এসেছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর ।
চলতি বছরে এখনও পর্যন্ত জেলায় 125 জনের রক্তে ডেঙ্গির জীবাণু ধরা পড়েছে । আর পুজোর মুখে ডেঙ্গি আক্রান্ত সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগে স্বাস্থ্য আধিকারিকরা । ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে স্বাস্থ্য দফতর । কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিক চিকিৎসক সুকান্ত বিশ্বাস বলেন, "অন্যান্য জেলার তুলনায় কোচবিহার জেলায় মশাবাহিত রোগের প্রকোপ কম রয়েছে । তবুও আমরা সতর্ক রয়েছি । জ্বর হলেই তাদের রক্ত পরীক্ষার জন্য নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে । বাড়ি বাড়ি সমীক্ষা চালানো হচ্ছে ।"
জানা গিয়েছে, রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি কোচবিহারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে । চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত 125 জন । গত এক সপ্তাহে 26 জনের ডেঙ্গি ধরা পড়েছে । তাদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে তুফানগঞ্জ-1 ব্লকে । এখানে 6 জনের রক্তে ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলেছে । এছাড়া কোচবিহার-1 ও কোচবিহার-1 ব্লকে তিনজন করে রোগী রয়েছেন । বাকিরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা । বর্তমানে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে 10 জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন । এই ডেঙ্গি আক্রান্তের অধিকাংশ বাইরে থেকে এসেছে (Cooch Behar Dengue Situation) ।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত সপ্তাহে মোট 369 জনের ডেঙ্গির পরীক্ষা করা হয়েছিল । চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গি আক্রান্ত হলেই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ওষুধ খাওয়া বিপদজনক । তাই কারও যদি জ্বর হয় তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ কিনে খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে । ওষুধের দোকানগুলোতে প্যারাসিটামল জাতির ওষুধ কেমন রাখছে, তা নজরদারি চালানো হচ্ছে ।
আরও পড়ুন: পুজোর মুখে বাড়ছে চিন্তা, ডেঙ্গিতে সোনারপুরে গৃহবধূর মৃত্যু
ডেঙ্গির পাশাপাশি কোচবিহারে ম্যালেরিয়া রোগের হদিশ মিলছে । এখনও পর্যন্ত 51 জন ম্যালেরিয়া রোগীর হদিশ মিলেছে । ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারের জন্য দুর্গাপুজো কমিটিগুলোর সাহায্য নিচ্ছে স্বাস্থ্য দফতর । তাদের সঙ্গে যোগাযোগ করে সাধারণ মানুষকে সচেতন করার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে ।