ETV Bharat / state

21 লাখ টাকা কাটমানি ফেরানোর আশ্বাস তৃণমূল নেতার; বললেন, "এর জন্য দিদি দায়ি" - agitation

কাটমানি নেওয়ার অভিযোগে গতকাল বিকেলে মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা । সেখানে বিক্ষোভের মুখে পড়ে স্ট্যাম্প পেপারে লিখিত প্রতিশ্রুতি দেন যে 21 লাখ টাকা তাঁদের ফিরিয়ে দেবেন ।

গতকাল বিকেলে মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা
author img

By

Published : Jul 3, 2019, 12:04 PM IST

কোচবিহার, 3 জুলাই : প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগে গতকাল বিকেলে মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা । কাটমানি নেওয়ার কথা প্রথমে অস্বীকার করলেও চাপের মুখে অমিতাভবাবু বিক্ষোভকারীদের টাকা ফেরত দেওয়ার কথা জানান । তিনি একটি স্ট্যাম্প পেপারে লিখিত প্রতিশ্রুতি দেন যে 21 লাখ টাকা তাঁদের ফিরিয়ে দেবেন ।

এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান বলেন, "বাড়িতে এসে বিক্ষোভ দেখায় কিছু মানুষ । বাধ্য হয়ে ওদের কথা মতো প্রায় 21 লাখ টাকা কাটমানি ফিরিয়ে দিতে রাজি হই । এই বিষয়ে দিদিই দায়ি, দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি এসে দেখতেন আজ আমরা কত অসহায় ।"

গতকাল অমিতাভবাবুর বাড়িতে এসে কাটমানি ফেরত দেওয়ার দাবি জানাতে থাকে উত্তেজিত জনতা । ভাইস চেয়ারম্যান টাকা নেওয়ার কথা অস্বীকার করতেই রেগে যান বিক্ষোভকারীরা । শুরু হয় ধস্তাধস্তি । পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থানে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ ।

গতকাল বিকেলে মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা
গতকাল বিকেলে মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা

এদিকে, স্থানীয়রা বলছেন, "আমাদের থেকে একসময়ে ওরা টাকা তুলত । যে কোনও সরকারি প্রকল্পের জন্যই টাকা নেওয়া হত । এখন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কাটমানির টাকা ফেরত চাইতে গেছিলাম । উনি দিতে বাধ্য ।"

কোচবিহার, 3 জুলাই : প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগে গতকাল বিকেলে মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা । কাটমানি নেওয়ার কথা প্রথমে অস্বীকার করলেও চাপের মুখে অমিতাভবাবু বিক্ষোভকারীদের টাকা ফেরত দেওয়ার কথা জানান । তিনি একটি স্ট্যাম্প পেপারে লিখিত প্রতিশ্রুতি দেন যে 21 লাখ টাকা তাঁদের ফিরিয়ে দেবেন ।

এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান বলেন, "বাড়িতে এসে বিক্ষোভ দেখায় কিছু মানুষ । বাধ্য হয়ে ওদের কথা মতো প্রায় 21 লাখ টাকা কাটমানি ফিরিয়ে দিতে রাজি হই । এই বিষয়ে দিদিই দায়ি, দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি এসে দেখতেন আজ আমরা কত অসহায় ।"

গতকাল অমিতাভবাবুর বাড়িতে এসে কাটমানি ফেরত দেওয়ার দাবি জানাতে থাকে উত্তেজিত জনতা । ভাইস চেয়ারম্যান টাকা নেওয়ার কথা অস্বীকার করতেই রেগে যান বিক্ষোভকারীরা । শুরু হয় ধস্তাধস্তি । পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থানে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ ।

গতকাল বিকেলে মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা
গতকাল বিকেলে মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা

এদিকে, স্থানীয়রা বলছেন, "আমাদের থেকে একসময়ে ওরা টাকা তুলত । যে কোনও সরকারি প্রকল্পের জন্যই টাকা নেওয়া হত । এখন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কাটমানির টাকা ফেরত চাইতে গেছিলাম । উনি দিতে বাধ্য ।"

Intro:কাটমানির জন্য দিদিই দায়ী ,21লক্ষ টাকার কাটমানির অভিযোগ বিক্ষোভে মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন উপ পৌরপতি ৷

কোচবিহার:০৩জুলাই :


প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগে গত মঙ্গলবার বিকেলে মেখলিগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে আসে স্থানীয়রা। ভাইস চেয়ারম্যান টাকা নেওয়ার কথা অস্বীকার করতেই ক্ষেপে ওঠে বিক্ষোভকারীরা। উত্তেজনা শেষ পর্যায়ে বিক্ষোভকারীরা চেয়ারম্যানের বাড়ির লোকজন দের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। ধস্তাধস্তি করা হয় ভাইস চেয়ারম্যান কেও। চাপের মুখে ভাইস চেয়ারম্যান স্টাম্পের উপর লিখিত দেওয়ার দাবি মেনে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে মেখলিগঞ্জ থানার পুলিশ।ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় ৷বাড়িতে বিক্ষোভের জেরে হাতাহাতি হয় বলে অভিযোগ ৷ উপ পৌরপতি অমিতাভ রায়ের অভিযোগ কাটমানি বিষয়টির জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী ৷


তৃণমূল নেতা তথা মেখলিগঞ্জ পৌরসভার উপ পৌরপতি আমিতাভ রায় জানান "বাড়িতে এসে বিক্ষোভ দেখায় কিছূ মানুষ ,বাধ্য হয়ে ওঁদের কথা মত প্রায় ২১লক্ষ টাকা কাটমানি ফিরিয়ে দিতে রাজি হই ৷ এই বিষয়ে দিদিই দায়ী ,দিদি মমতা ব্যানার্জি যদি এসে দেখতেন আজ আমরা কত অসহায় ৷ "

কাটমানি বিক্ষোভকারীদের স্পষ্ট দাবী 21লক্ষ টাকা ফিরিয়ে দিতেই হবে ,অন্যথায় বৃহত্তর আন্দোলন চলবে ৷Body:Cob Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.