ETV Bharat / state

কাটমানি ফেরত দেননি ভাইস চেয়ারম্যান, বাড়ি দখলের হুমকি স্থানীয়দের

কাটমানি ফেরত দেবে বলে উধাও হয়ে যান মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান । টাকা ফেরত না পেয়ে তাঁর সম্পত্তি দখলের হুমকি স্থানীয় বাসিন্দাদের ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 27, 2019, 4:48 AM IST

মেখলিগঞ্জ, 27 জুলাই : প্রতিশ্রুতি দিয়েছিলেন কাটমানি ফেরতের । মুচলেকা দিয়ে নির্দিষ্ট করে দিয়েছিলেন তারিখও । কিন্তু টাকা আনতে গিয়ে এলাকার লোকজন দেখেন পরিবারসহ উধাও মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায় । একের পর এক তারিখ পেরিয়ে গেলেও দেখা পাওয়া যায়নি তাদের । প্রতিবাদে গতকাল অমিতাভ রায়ের বাড়ি, গাড়ি দখলের হুমকি দেন তাঁরা ।

স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে প্রায় 90টি পরিবারের কাছ থেকে 21 লাখ টাকা অবৈধভাবে নিয়েছিলেন অমিতাভ রায় । তিনি তৃণমূলের টিকিটে পৌরসভা ভোটে জিতেছিলেন । টাকা ফেরত চেয়ে চলতি মাসের 2 তারিখ অমিতাভ রায়ের বাড়িতে অবস্থান শুরু করেন এলাকার লোকজন । চাপের মুখে পড়ে সেদিনই মুচলেকা দেন অমিতাভ । 22 জুলাই সব টাকা ফেরত দেবেন, এই মর্মে লিখিত প্রতিশ্রুতি দেন । সেই মতো 22 তারিখ অর্থাৎ গত সোমবার টাকা ফেরত নিতে অমিতাভর বাড়িতে যান এলাকার লোকজন । কিন্তু, বাড়িতে কেউ ছিলেন না । সেদিন থেকেই অবস্থানে বসেন তাঁরা ৷ কিন্তু ফিরে আসেননি অমিতাভ । ক্ষুব্ধ লোকজন এবার বাড়ি ও গাড়ি দখল করার হুমকি দিয়েছেন ।

স্থানীয় তৃণমূল নেতার কাটমানি খাওয়ার প্রতিবাদ করেছেন এলাকার BJP কর্মী-সমর্থকরা । তাঁরা বিক্ষুব্ধদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হয়েছেন । এলাকার BJP কর্মী আসেকার রহমান বলেন, "সোমবার টাকা ফেরতের কথা দিয়ে পালিয়ে যান অমিতাভ রায় । আজও সেই টাকা ফেরত দেননি ৷ এলাকাবাসী ও BJP-র পক্ষ থেকে তাঁর সম্পত্তি দখল করা হবে । যতদিন টাকা ফেরত না দেবেন ততদিন ওই বাড়ি, গাড়ি সব দখল করে রাখা হবে ।" এলাকার বাসিন্দা চন্দন বিশ্বাসের কথায়, "বৃহস্পতিবার ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল অমিতাভকে । তা পেরিয়ে গেছে ৷ এখন তাঁর সম্পত্তি দখল করব আমরা । টাকা ফেরালে তা ফেরত দেওয়া হবে ।"

এবিষয়ে অমিতাভ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি ।

মেখলিগঞ্জ, 27 জুলাই : প্রতিশ্রুতি দিয়েছিলেন কাটমানি ফেরতের । মুচলেকা দিয়ে নির্দিষ্ট করে দিয়েছিলেন তারিখও । কিন্তু টাকা আনতে গিয়ে এলাকার লোকজন দেখেন পরিবারসহ উধাও মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায় । একের পর এক তারিখ পেরিয়ে গেলেও দেখা পাওয়া যায়নি তাদের । প্রতিবাদে গতকাল অমিতাভ রায়ের বাড়ি, গাড়ি দখলের হুমকি দেন তাঁরা ।

স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে প্রায় 90টি পরিবারের কাছ থেকে 21 লাখ টাকা অবৈধভাবে নিয়েছিলেন অমিতাভ রায় । তিনি তৃণমূলের টিকিটে পৌরসভা ভোটে জিতেছিলেন । টাকা ফেরত চেয়ে চলতি মাসের 2 তারিখ অমিতাভ রায়ের বাড়িতে অবস্থান শুরু করেন এলাকার লোকজন । চাপের মুখে পড়ে সেদিনই মুচলেকা দেন অমিতাভ । 22 জুলাই সব টাকা ফেরত দেবেন, এই মর্মে লিখিত প্রতিশ্রুতি দেন । সেই মতো 22 তারিখ অর্থাৎ গত সোমবার টাকা ফেরত নিতে অমিতাভর বাড়িতে যান এলাকার লোকজন । কিন্তু, বাড়িতে কেউ ছিলেন না । সেদিন থেকেই অবস্থানে বসেন তাঁরা ৷ কিন্তু ফিরে আসেননি অমিতাভ । ক্ষুব্ধ লোকজন এবার বাড়ি ও গাড়ি দখল করার হুমকি দিয়েছেন ।

স্থানীয় তৃণমূল নেতার কাটমানি খাওয়ার প্রতিবাদ করেছেন এলাকার BJP কর্মী-সমর্থকরা । তাঁরা বিক্ষুব্ধদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হয়েছেন । এলাকার BJP কর্মী আসেকার রহমান বলেন, "সোমবার টাকা ফেরতের কথা দিয়ে পালিয়ে যান অমিতাভ রায় । আজও সেই টাকা ফেরত দেননি ৷ এলাকাবাসী ও BJP-র পক্ষ থেকে তাঁর সম্পত্তি দখল করা হবে । যতদিন টাকা ফেরত না দেবেন ততদিন ওই বাড়ি, গাড়ি সব দখল করে রাখা হবে ।" এলাকার বাসিন্দা চন্দন বিশ্বাসের কথায়, "বৃহস্পতিবার ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল অমিতাভকে । তা পেরিয়ে গেছে ৷ এখন তাঁর সম্পত্তি দখল করব আমরা । টাকা ফেরালে তা ফেরত দেওয়া হবে ।"

এবিষয়ে অমিতাভ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি ।

Intro:২১ লক্ষ কাটমানি দিতে চেয়ে দেননি , তৃনমূল নেতার (উপপৌরপতি ) বাড়ি -গাড়ি দখল ! ,বাড়িতে ঝুলছে তালা ৷

কোচবিহার :২৬ জুলাই :

দিয়ে ছিলেন লিখিত প্রতিশ্রতি ২১লক্ষ কাটমানি ফেরত দেবেন , কিন্তূ ফেরত দেওয়ার দিনে সপরিবারের উধাও হয়ে যান উপপৌরপতি ৷বাড়ি থেকে উধাও হলেও রক্ষা নেই৷ কাটমানি ফেরত না পেয়ে সব সম্পতি দখলের হুঁশিয়ারি দেন বাসিন্দারা ৷বাড়ি -গাড়ি দখল করার হুঁশিয়ারি বাসিন্দাদের ৷ পৌরবাসিন্দাদের সঙ্গে একজোট হন বিজেপি ৷ বিক্ষোভকারীদের দাবি টাকা ফেরত পাচ্ছি না ,তাই বাড়ি -গাড়ি দখল করব আমরা ,টাকা দিলেই ফিরে দেবো সেসব ৷ আপাতত বাড়িতে তালা লাগিয়ে রাখেন পৌরবাসিন্দারা ৷


কোচবিহারের মেখলিগঞ্জ পৌরসভার ঘটনা ৷ কাটমানি ফেরত দেবেন বলে লিখিত মুচ্লেখা দেন অমিতাভ রায় নামে তৃনমূল নেতা তথা কোচবিহারের মেখলিগঞ্জ পৌরসভার উপপৌরপতি ।গত ২২ জুলাই লিখিত প্রতিশ্রুতি মত মেখলিগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায়ের বাড়িতে কাটমানি ফেরৎ নিতে আসেন পৌরসভার বাসিন্দারা ।কিন্তূ বাড়ি থেকে উধাও হয়ে যান সপরিবারে ৷২২,২৩,২৪,২৫,২৬ তারিখ পর্যন্ত চলে অবস্থান বিক্ষোভ ৷


অমিতাভ রায় একজন তৃনমূল নেতা ,মেখলিগঞ্জ পৌর সভার উপপুরপতি৷ অভিযোগ, প্রধান মন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে প্রায় ৯০টি পরিবারের কাছ থেকে ২১লক্ষ টাকা অবৈধভাবে নিয়েছিলেন ভাইস চেয়ারম্যান অমিতাভ রায়। মেখলিগঞ্জ পুর এলাকার বাসিন্দারা এই অভিযোগ এনে গত ২ই জুলাই তার বাড়িতে কাটমানি ফেরৎ নিতে আন্দোলনও গড়ে তোলেন ।এরপর সেদিনই ভাইস চেয়ারম্যান জনতার সামনে নিজের বাড়িতে বসে একটি মুচলেখা দেন। সেখানে লিখিত আকারে উল্লেখ করা হয় , আগামী ২২ জুলাই তিনি সরকারি ঘর দেওয়ার নাম করে অবৈধভাবে টাকা নিয়েছেন তা ফেরৎ দেবেন। সেই মোতাবেক গত ২২তারিখ পৌর এলাকার বাসিন্দারা সেই টাকা ফেরত নেওয়ার জন্য অভিতাভের বাড়িতে জমায়েত হয়।অমিতাভ বাড়ি থেকে উধাও হয়ে যায় ৷ বাড়িতে এসে পৌরপতি কে না পেয়ে অবস্থান বিক্ষোভ দেখান সেখানেই ৷বিক্ষোভ চলতে থাকে ৷ টাকা না পাওয়া পর্যন্ত অবস্থান তুলবেন না ঐ দাবিতে চলে অবস্থান বিক্ষোভ ৷ আজ সেই বিক্ষোভ অব্যাহত ৷


পুর এলাকার বাসিন্দা দের বক্তব্য টাকা ফেরত না দিলে বাড়ি ঘর ,জমি সব দখল করা হবে ৷ বিক্ষোভকারীদের মধ্যে মেখলিগঞ্জ বিজেপি নেতা আসেকার রহমান "জানান ২২ তারিখ টাকা ফেরতের কথা দিয়ে পালিয়ে যান ,পৌরপতি ,আজও ফেরত দেননি ৷ বাসিন্দারা এবং বিজেপির পক্ষ থেকে তার সম্পতি দখল করা হবে ,যতদিন টাকা ফেরত না দেবেন ততদিন ঐ বাড়ি ,গাড়ি সব বাসিন্দারা দখল করে রাখবে "৷ তিনি আর ও জানান "ঐ বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে ৷ আজ অবস্থান বিক্ষোভ চলছে বাসিন্দাদের ৷

পৌরবাসিন্দা চন্দন বিশ্বাস জানান "বৃহস্পতিবারে ২৪ ঘন্টা সময় সুযোগ দেওয়া হয়েছিল অমিতাভকে ,তা সময় পেরিয়ে গেছে ৷ এখন বাড়ি এবং গাড়ি তার সম্পতি দখল করব ,টাকা ফেরালে মিলবে বাড়ি গাড়ি "৷




যদিও ঐ বিষয়ে পৌর পতি অমিতাভ রায়ের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ,মোবাইলে ফোনে একাধিকবার যোগোযোগ করার চেষ্টা করা হলেও ফোন তোলেননি ৷Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.