মেখলিগঞ্জ, 27 জুলাই : প্রতিশ্রুতি দিয়েছিলেন কাটমানি ফেরতের । মুচলেকা দিয়ে নির্দিষ্ট করে দিয়েছিলেন তারিখও । কিন্তু টাকা আনতে গিয়ে এলাকার লোকজন দেখেন পরিবারসহ উধাও মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায় । একের পর এক তারিখ পেরিয়ে গেলেও দেখা পাওয়া যায়নি তাদের । প্রতিবাদে গতকাল অমিতাভ রায়ের বাড়ি, গাড়ি দখলের হুমকি দেন তাঁরা ।
স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে প্রায় 90টি পরিবারের কাছ থেকে 21 লাখ টাকা অবৈধভাবে নিয়েছিলেন অমিতাভ রায় । তিনি তৃণমূলের টিকিটে পৌরসভা ভোটে জিতেছিলেন । টাকা ফেরত চেয়ে চলতি মাসের 2 তারিখ অমিতাভ রায়ের বাড়িতে অবস্থান শুরু করেন এলাকার লোকজন । চাপের মুখে পড়ে সেদিনই মুচলেকা দেন অমিতাভ । 22 জুলাই সব টাকা ফেরত দেবেন, এই মর্মে লিখিত প্রতিশ্রুতি দেন । সেই মতো 22 তারিখ অর্থাৎ গত সোমবার টাকা ফেরত নিতে অমিতাভর বাড়িতে যান এলাকার লোকজন । কিন্তু, বাড়িতে কেউ ছিলেন না । সেদিন থেকেই অবস্থানে বসেন তাঁরা ৷ কিন্তু ফিরে আসেননি অমিতাভ । ক্ষুব্ধ লোকজন এবার বাড়ি ও গাড়ি দখল করার হুমকি দিয়েছেন ।
স্থানীয় তৃণমূল নেতার কাটমানি খাওয়ার প্রতিবাদ করেছেন এলাকার BJP কর্মী-সমর্থকরা । তাঁরা বিক্ষুব্ধদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হয়েছেন । এলাকার BJP কর্মী আসেকার রহমান বলেন, "সোমবার টাকা ফেরতের কথা দিয়ে পালিয়ে যান অমিতাভ রায় । আজও সেই টাকা ফেরত দেননি ৷ এলাকাবাসী ও BJP-র পক্ষ থেকে তাঁর সম্পত্তি দখল করা হবে । যতদিন টাকা ফেরত না দেবেন ততদিন ওই বাড়ি, গাড়ি সব দখল করে রাখা হবে ।" এলাকার বাসিন্দা চন্দন বিশ্বাসের কথায়, "বৃহস্পতিবার ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল অমিতাভকে । তা পেরিয়ে গেছে ৷ এখন তাঁর সম্পত্তি দখল করব আমরা । টাকা ফেরালে তা ফেরত দেওয়া হবে ।"
এবিষয়ে অমিতাভ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি ।