ETV Bharat / state

কোচবিহারে 6 জনের কোরোনা রিপোর্ট নেগেটিভ এল - কোরোনা

অসমের কোকরাঝাড়ের কোরোনা আক্রান্তের সংস্পর্শে আসা 6 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । আরও 5 জনের রিপোর্ট আসা এখনও বাকি আছে । যার কারণে কিছুটা চিন্তিত কোচবিহার জেলা প্রশাসন ।

ছবি
ছবি
author img

By

Published : May 10, 2020, 3:38 PM IST

কোচবিহার, 10 মে : অসমের কোকরাঝাড়ের এক বাসিন্দা কোরোনায় আক্রান্ত। তাঁর সংস্পর্শে আসা জেলার 6 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । আরও 5 জনের রিপোর্ট আসা এখনও বাকি আছে । তাই এখনই চিন্তা যাচ্ছে না কোচবিহার জেলা প্রশাসনের । কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, " গতকাল 6 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । 5 জনের রিপোর্ট আসা বাকি রয়েছে।"


কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দিনকয়েক আগে অসমের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা টুইট করে জানান, কোকরাঝাড়ের এক বাসিন্দা যিনি কিছুদিন আগে কোচবিহার থেকে ফিরেছেন তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে । অসমের মন্ত্রীর ওই টুইট ঘিরে শোরগোল পড়ে যায় । জানা যায়, ওই ব‍্যক্তি কোচবিহার শহর সংলগ্ন টাকাগাছ এলাকার একটি ভাড়াবাড়িতে থাকতেন । তিনি নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। লকডাউনের মাঝেই কোকরাঝাড়ে নিজের বাড়িতে ফেরত যান তিনি । বাড়ি যাওয়ার পথে সীমান্তে তাঁকে আটকান নিরাপত্তারক্ষীরা । এরপর তাঁকে ভরতি করা হয় কোয়ারানটিন সেন্টারে । সেখানে তাঁর নমুনা পরীক্ষায় রিপোর্ট পজ়িটিভ আসে ।

এই খবর আসতেই বিষয়টি নিয়ে কোচবিহার ও কোকরাঝাড় জেলা প্রশাসন একে অপরের সঙ্গে যোগাযোগ করে । এরপর কোরোনা আক্রান্তের সংস্পর্শে থাকা ব‍্যক্তিদের অনুসন্ধান করে তাঁদের কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় । পাশাপাশি সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয় । গতরাতে তাঁদের মধ্যে 6 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । বাকি 5 জনের রিপোর্টের অপেক্ষায় রয়েছে কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ ।


কোচবিহার, 10 মে : অসমের কোকরাঝাড়ের এক বাসিন্দা কোরোনায় আক্রান্ত। তাঁর সংস্পর্শে আসা জেলার 6 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । আরও 5 জনের রিপোর্ট আসা এখনও বাকি আছে । তাই এখনই চিন্তা যাচ্ছে না কোচবিহার জেলা প্রশাসনের । কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, " গতকাল 6 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । 5 জনের রিপোর্ট আসা বাকি রয়েছে।"


কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দিনকয়েক আগে অসমের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা টুইট করে জানান, কোকরাঝাড়ের এক বাসিন্দা যিনি কিছুদিন আগে কোচবিহার থেকে ফিরেছেন তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে । অসমের মন্ত্রীর ওই টুইট ঘিরে শোরগোল পড়ে যায় । জানা যায়, ওই ব‍্যক্তি কোচবিহার শহর সংলগ্ন টাকাগাছ এলাকার একটি ভাড়াবাড়িতে থাকতেন । তিনি নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। লকডাউনের মাঝেই কোকরাঝাড়ে নিজের বাড়িতে ফেরত যান তিনি । বাড়ি যাওয়ার পথে সীমান্তে তাঁকে আটকান নিরাপত্তারক্ষীরা । এরপর তাঁকে ভরতি করা হয় কোয়ারানটিন সেন্টারে । সেখানে তাঁর নমুনা পরীক্ষায় রিপোর্ট পজ়িটিভ আসে ।

এই খবর আসতেই বিষয়টি নিয়ে কোচবিহার ও কোকরাঝাড় জেলা প্রশাসন একে অপরের সঙ্গে যোগাযোগ করে । এরপর কোরোনা আক্রান্তের সংস্পর্শে থাকা ব‍্যক্তিদের অনুসন্ধান করে তাঁদের কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় । পাশাপাশি সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয় । গতরাতে তাঁদের মধ্যে 6 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । বাকি 5 জনের রিপোর্টের অপেক্ষায় রয়েছে কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ ।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.