ETV Bharat / state

Rape in Coochbehar : ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে অবরোধ, জনতা-পুলিশ ধুন্ধুমার ঘুঘুমারিতে

ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ কোচবিহারের ঘুঘুমারিতে (Rape in Coochbehar) ৷ আর পুলিশ অবরোধ তুলতে গেলে, তাঁদের উপর হামলা চালানোর অভিযোগ অবরোধকারীদের বিরুদ্ধে (Clash Between Locals and Police in Ghughumari) ৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ ৷ পাল্টা পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায় ৷ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে ৷

Clashes Between Locals and Police in Ghughumari
Locals and Police Clash in Ghughumari Coochbehar
author img

By

Published : Jan 17, 2022, 2:30 PM IST

Updated : Jan 17, 2022, 3:09 PM IST

ঘুঘুমারি (কোচবিহার), 17 জানুয়ারি : ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ ৷ আর তারই প্রতিবাদে পথ অবরোধ কোচবিহারের ঘুঘুমারির কদমতলা এলাকায় ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে জনতা-পুলিশ ধুন্ধুমার (Clash Between Locals and Police in Ghughumari) ৷ সোমবার দুপুরের এই ঘটনা পুলিশ বিক্ষোভকারীদের জোর করে তুলতে গেলে ঝামেলা শুরু হয় ৷ অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে স্থানীয়রা ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ পাল্টা কাঁদানে গ্যাসের সেল ফাটায় ৷ ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে ৷

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে ঘুঘুমারির কদমতলা এলাকায় রেললাইনের ধারে এক মহিলাকে দুই প্রতিবেশী ধর্ষণ করে বলে অভিযোগ (Rape in Coochbehar) ৷ এই ঘটনায় স্থানীয় কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ৷ কিন্তু, পুলিশের বিরুদ্ধে অভিযুক্তদের গ্রেফতার না করার অভিযোগ উঠেছে ৷ এমনরি স্থানীয়রা বারবার পুলিশের দ্বারস্থ হলেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Child Raped in Malda: মালদায় ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে নিতে হুমকি, কাঠগড়ায় তৃণমূল নেতা

আজ সকালে তারই প্রতিবাদে কদমতলা রেলগেট সংলগ্ন কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা ৷ যার জেরে ব্যাপক যানজট তৈরি হয় ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের তুলতে গেলে তাঁরা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় ৷ এই পরিস্থিতি পুলিশও লাঠিচার্জ করে ৷ এমনকি কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয় ৷ তবে, ধর্ষণে অভিযুক্তদের কেন গ্রেফতার করে পুলিশ তদন্ত শুরু করেনি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ঘুঘুমারি (কোচবিহার), 17 জানুয়ারি : ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ ৷ আর তারই প্রতিবাদে পথ অবরোধ কোচবিহারের ঘুঘুমারির কদমতলা এলাকায় ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে জনতা-পুলিশ ধুন্ধুমার (Clash Between Locals and Police in Ghughumari) ৷ সোমবার দুপুরের এই ঘটনা পুলিশ বিক্ষোভকারীদের জোর করে তুলতে গেলে ঝামেলা শুরু হয় ৷ অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে স্থানীয়রা ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ পাল্টা কাঁদানে গ্যাসের সেল ফাটায় ৷ ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে ৷

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে ঘুঘুমারির কদমতলা এলাকায় রেললাইনের ধারে এক মহিলাকে দুই প্রতিবেশী ধর্ষণ করে বলে অভিযোগ (Rape in Coochbehar) ৷ এই ঘটনায় স্থানীয় কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ৷ কিন্তু, পুলিশের বিরুদ্ধে অভিযুক্তদের গ্রেফতার না করার অভিযোগ উঠেছে ৷ এমনরি স্থানীয়রা বারবার পুলিশের দ্বারস্থ হলেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Child Raped in Malda: মালদায় ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে নিতে হুমকি, কাঠগড়ায় তৃণমূল নেতা

আজ সকালে তারই প্রতিবাদে কদমতলা রেলগেট সংলগ্ন কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা ৷ যার জেরে ব্যাপক যানজট তৈরি হয় ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের তুলতে গেলে তাঁরা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় ৷ এই পরিস্থিতি পুলিশও লাঠিচার্জ করে ৷ এমনকি কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয় ৷ তবে, ধর্ষণে অভিযুক্তদের কেন গ্রেফতার করে পুলিশ তদন্ত শুরু করেনি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

Last Updated : Jan 17, 2022, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.