ETV Bharat / state

মাথাভাঙায় উদ্ধার বোমা, তদন্তে পুলিশ

মাথাভাঙায় উদ্ধার হল বোমা ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

Bombs recovered at Mathabhanga
মাথাভাঙ্গায় উদ্ধার ব্যাগভর্তি বোমা
author img

By

Published : Dec 10, 2019, 6:29 PM IST

Updated : Dec 10, 2019, 6:55 PM IST

মাথাভাঙা (কোচবিহার), 10 ডিসেম্বর : ব্যাগের মধ্যে থেকে বোমা উদ্ধার মাথাভাঙা এলাকার ফুলবাড়িতে । আজ সকালে স্থানীয়রা ফুলবাড়ির এক কলাবাগানে ব্যাগে বোমা দেখতে পায় । সঙ্গে সঙ্গে ঘোকসাডাঙা থানার পুলিশকে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায় ৷

2 ডিসেম্বর কড়া পুলিশি নিরাপত্তায় ওই এলাকার ফুলবাড়ি গ্রামপঞ্চায়েত পুনর্দখল করে তৃণমূল কংগ্রেস । এই নিয়ে উত্তেজনাও তৈরি হয় ৷ গ্রাম পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে অশান্তি ছড়াতে দুষ্কৃতীরা ওই বোমা মজুত রেখেছে বলে মনে করছে স্থানীয়রা ৷ যদিও, এতগুলো বোমা কোথা থেকে এল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ৷

BJP-র মণ্ডল কমিটির সহসভাপতি মলিন রায় বলেন, "এলাকায় তৃণমূল কংগ্রেস সন্ত্রাস সৃষ্টি করছে ৷ উত্তেজনা ছড়াচ্ছে ।" বোমা রাখার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত আছে বলে তিনি অভিযোগ করেন ।

অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ বলেন, "এই ধরনের কাজের সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত নয় ৷ তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ করে না ৷ BJP অভিযোগ করতেই পারে ৷ ওদের মতো আমরা মিথ্যা কথা বলি না । 23 মে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে BJP বিভিন্ন এলাকায় সন্ত্রাস, বোমাবাজি করেই চলছে ৷"

দেখুন ভিডিয়ো

পুলিশ সূত্রে জানা যায়, আজ ব্যাগের মধ্যে তিনটি বোমা উদ্ধার হয়েছে ৷ তারপর সেগুলিকে ঘোকসাডাঙা থানায় নিয়ে যাওয়া হয় । এই ঘটনার পিছনে কে বা কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ । এলাকায় পুলিশি নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছে ।

মাথাভাঙা (কোচবিহার), 10 ডিসেম্বর : ব্যাগের মধ্যে থেকে বোমা উদ্ধার মাথাভাঙা এলাকার ফুলবাড়িতে । আজ সকালে স্থানীয়রা ফুলবাড়ির এক কলাবাগানে ব্যাগে বোমা দেখতে পায় । সঙ্গে সঙ্গে ঘোকসাডাঙা থানার পুলিশকে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায় ৷

2 ডিসেম্বর কড়া পুলিশি নিরাপত্তায় ওই এলাকার ফুলবাড়ি গ্রামপঞ্চায়েত পুনর্দখল করে তৃণমূল কংগ্রেস । এই নিয়ে উত্তেজনাও তৈরি হয় ৷ গ্রাম পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে অশান্তি ছড়াতে দুষ্কৃতীরা ওই বোমা মজুত রেখেছে বলে মনে করছে স্থানীয়রা ৷ যদিও, এতগুলো বোমা কোথা থেকে এল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ৷

BJP-র মণ্ডল কমিটির সহসভাপতি মলিন রায় বলেন, "এলাকায় তৃণমূল কংগ্রেস সন্ত্রাস সৃষ্টি করছে ৷ উত্তেজনা ছড়াচ্ছে ।" বোমা রাখার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত আছে বলে তিনি অভিযোগ করেন ।

অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ বলেন, "এই ধরনের কাজের সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত নয় ৷ তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ করে না ৷ BJP অভিযোগ করতেই পারে ৷ ওদের মতো আমরা মিথ্যা কথা বলি না । 23 মে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে BJP বিভিন্ন এলাকায় সন্ত্রাস, বোমাবাজি করেই চলছে ৷"

দেখুন ভিডিয়ো

পুলিশ সূত্রে জানা যায়, আজ ব্যাগের মধ্যে তিনটি বোমা উদ্ধার হয়েছে ৷ তারপর সেগুলিকে ঘোকসাডাঙা থানায় নিয়ে যাওয়া হয় । এই ঘটনার পিছনে কে বা কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ । এলাকায় পুলিশি নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছে ।

Intro:ফের মাথাভাঙ্গায় উদ্ধার ব্যাগভর্তি বোমা ,তদন্তে পুলিশ



কোচবিহার :১০ ডিসেম্বর :

ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার কে কেন্দ্র ককরে চাঞ্চল্য কোচবিহারের মাথাভাঙা ২ নং ব্লকের ফুলবাড়িতে ।মঙ্গলবার সকালে ফুলবাড়িতে এক কলা বাগানে ব্যাগ ভর্তি বেশ কয়েকটা বোমা দেখতে পায় ।সঙ্গে সঙ্গে পুলিশকে দেওয়া হয় ।খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়,বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায় ৷

সূত্রে খবর , গত ২ ডিসেম্বর কড়াপুলিশি নিরাপত্তায় ঐ এলাকার ফুলবাড়ি গ্রামপঞ্চায়েত পুনর্দখল করে তৃণমূল কংগ্রেস।এই নিয়ে উত্তেজনাও তৈরী হয়৷
গ্রাম পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে অশান্তি ছড়াতে দুষ্কৃতিরা ঐ বোমা মজুত রেখেছে বলে মনে করছেন অনেকই৷ যদিও ,এত গুলো বোমা কথা থেকে আসছে ,কারা জরিত ?তা নিয়ে তদন্ত করছে পুলিশ ৷



ঐ বিষয়ে বিজেপির মন্ডল কমিটির সভাপতি তথা BJP নেতা মলিন রায় জানান " এলাকায় তৃণমূল কংগ্রেস সন্ত্রাস সৃষ্টি করছে ,,কিভাবে এলাকায় উত্তেজনা সৃষ্টি করা যায় এই ধরের পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস।বোমা রাখার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত আছে বলে তিনি অভিযোগ করেন।"

এইবিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন জানান " এই ধরনের কাজের সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত নয় ,তৃণমূল কংগ্রেসে এই ধরনের কাজ করে না,বিজেপি অভিযোগ করতেই পারে ,ওদের মতো আমরা মিথ্যা কথা বলি না।তিনি বলেন গত ২৩ মে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে বিজেপি বিভিন্ন এলাকায় সন্ত্রাস,বোমাবাজি করেই চলছে, আমরা নয় ওরাই এই ধরনের কাজের সাথে যুক্ত।"

পুলিশ সূত্রে জানা যায়,এদিন ব্যাগের মধ্যে তিনটি বোমা উদ্ধার করে ঘোকসাডাঙ্গা নিয়া যাওয়া হয়।এই ঘটনার পিছনে কে বা কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।এলাকায় পুলিশি নিরাপত্তাও বাড়ে দেওয়া হয়েছে বলে জানা যায় ।Body:COB Conclusion:বোমা উদ্দার ঘটনায় তদন্তে পুলিশ
Last Updated : Dec 10, 2019, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.