মাথাভাঙা (কোচবিহার), 10 ডিসেম্বর : ব্যাগের মধ্যে থেকে বোমা উদ্ধার মাথাভাঙা এলাকার ফুলবাড়িতে । আজ সকালে স্থানীয়রা ফুলবাড়ির এক কলাবাগানে ব্যাগে বোমা দেখতে পায় । সঙ্গে সঙ্গে ঘোকসাডাঙা থানার পুলিশকে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায় ৷
2 ডিসেম্বর কড়া পুলিশি নিরাপত্তায় ওই এলাকার ফুলবাড়ি গ্রামপঞ্চায়েত পুনর্দখল করে তৃণমূল কংগ্রেস । এই নিয়ে উত্তেজনাও তৈরি হয় ৷ গ্রাম পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে অশান্তি ছড়াতে দুষ্কৃতীরা ওই বোমা মজুত রেখেছে বলে মনে করছে স্থানীয়রা ৷ যদিও, এতগুলো বোমা কোথা থেকে এল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ৷
BJP-র মণ্ডল কমিটির সহসভাপতি মলিন রায় বলেন, "এলাকায় তৃণমূল কংগ্রেস সন্ত্রাস সৃষ্টি করছে ৷ উত্তেজনা ছড়াচ্ছে ।" বোমা রাখার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত আছে বলে তিনি অভিযোগ করেন ।
অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ বলেন, "এই ধরনের কাজের সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত নয় ৷ তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ করে না ৷ BJP অভিযোগ করতেই পারে ৷ ওদের মতো আমরা মিথ্যা কথা বলি না । 23 মে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে BJP বিভিন্ন এলাকায় সন্ত্রাস, বোমাবাজি করেই চলছে ৷"
পুলিশ সূত্রে জানা যায়, আজ ব্যাগের মধ্যে তিনটি বোমা উদ্ধার হয়েছে ৷ তারপর সেগুলিকে ঘোকসাডাঙা থানায় নিয়ে যাওয়া হয় । এই ঘটনার পিছনে কে বা কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ । এলাকায় পুলিশি নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছে ।