ETV Bharat / international

FBI-এর শীর্ষপদে ভারতীয় বংশোদ্ভূত, তদন্তে-দুর্নীতি দমনে কাশ্যপ পটেলে আস্থা ট্রাম্পের - KASHYAP PATEL TO LEAD FBI

ভারতীয়দের উপর গভীর আস্থা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৷ এবার এফবিআই-এর ডিরেক্টর পদে ভারতীয় বংশোদ্ভূতকে বেছে নিলেন তিনি ৷

KASH PATEL
ভারতীয় বংশোদ্ভূত 'কাশ' পটেল (এএফপি)
author img

By AFP

Published : Dec 1, 2024, 8:47 AM IST

ওয়াশিংটন, 1 ডিসেম্বর: রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারল ব্যুরো অফ ইনভেস্টিগেসন (FBI)-এর শীর্ষে ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ পটেলকে বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ শনিবার 'ট্রুথ সোশাল নেটওয়ার্ক'-এ নিজের সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ৷

সোশাল মিডিয়ার পোস্টে এই প্রসঙ্গে ট্রাম্প লেখেন, "অসামান্য ব্যক্তিত্ব সম্পন্ন কাশ্যপ পটেল একজন ভালো আইনজীবী ও তদন্তকারী আধিকারিক ৷ তিনি 'আমেরিকার ফার্স্ট' যোদ্ধা হিসেবে দেশবাসীর স্বার্থে নিজের কর্মজীবন কাটিয়েছেন ৷ রাষ্ট্রের অভ্যন্তরে দুর্নীতি রোধ ও ন্যয়বিচার রক্ষায় সর্বদা কাজ করেছেন কাশ ৷" সেই কারণে, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার শীর্ষপদে তাঁকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ৷

ভারতের সঙ্গে ট্রাম্পের 'মধুর' সম্পর্কের কথা কারও অজানা নয় ৷ ভারতীয়দের প্রতি তিনি যথেষ্ট শ্রদ্ধাশীল বলেই বিবেচনা করা হয় ৷ তাই এই প্রথম নয় ৷ এর আগেও রাষ্ট্রের প্রশাসনিক শীর্ষস্থানে একাধিক ভারতীয় বংশোদ্ভূতকে বেছে নিয়েছেন ট্রাম্প ৷ এর আগে আমেরিকার শীর্ষস্থানীয় স্বাস্থ্য গবেষণা সংস্থা 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ'-এর প্রধান পদে ডাঃ জয় ভট্টাচার্যকে বেছে নেন ডোনাল্ড ট্রাম্প ৷

উল্লেখ্য, এফবিআই ডিরেক্টর পদে 2017 সালে 10 বছরের জন্য খ্রিস্টোফার রে-কে বেছে নিয়েছিলেন ট্রাম্প ৷ যদিও এই খ্রিস্টোফারের নেতৃত্বেই ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু করে এফবিআই ৷ এবার তাঁকে সরিয়ে মার্কিন প্রশাসনে প্রাক্তন উপদেষ্টা তথা পেন্টাগনের কর্তা কশ্যপ পটেলকে নিয়োগের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প ৷ মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পর স্বাভাবিকভাবে তাঁকে নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷

কে এই কাশ্যপ পটেল ?

1980 সালে নিউইয়র্কের গার্ডেন সিটিতে এক ভারতীয় পরিবারে জন্ম নেন কাশ্যপ পটেল ৷ রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর আইন নিয়ে পড়াশোনা করেন তিনি ৷ আন্তর্জাতিক আইন নিয়েও ডিগ্রি রয়েছে তাঁর ৷

আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করার পর প্রতিরক্ষা সচিবের প্রাক্তন চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব সামলান তিনি ৷ এছাড়া ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সন্ত্রাস দমন শাখার সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন কাশ্যপ পটেল ৷ বাইডেন সরকারের সমালোচনা করে 'ডিপ স্টেট' নামে একটি বইও লিখেছেন তিনি ৷ বরাবর ট্রাম্প সমর্থক হিসেবে পরিচিত 'কাশ' পটেলকে নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল ৷ এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ৷

পড়ুন: ট্রাম্পের বাছাই, মার্কিন স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে জয় ভট্টাচার্য

ওয়াশিংটন, 1 ডিসেম্বর: রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারল ব্যুরো অফ ইনভেস্টিগেসন (FBI)-এর শীর্ষে ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ পটেলকে বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ শনিবার 'ট্রুথ সোশাল নেটওয়ার্ক'-এ নিজের সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ৷

সোশাল মিডিয়ার পোস্টে এই প্রসঙ্গে ট্রাম্প লেখেন, "অসামান্য ব্যক্তিত্ব সম্পন্ন কাশ্যপ পটেল একজন ভালো আইনজীবী ও তদন্তকারী আধিকারিক ৷ তিনি 'আমেরিকার ফার্স্ট' যোদ্ধা হিসেবে দেশবাসীর স্বার্থে নিজের কর্মজীবন কাটিয়েছেন ৷ রাষ্ট্রের অভ্যন্তরে দুর্নীতি রোধ ও ন্যয়বিচার রক্ষায় সর্বদা কাজ করেছেন কাশ ৷" সেই কারণে, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার শীর্ষপদে তাঁকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ৷

ভারতের সঙ্গে ট্রাম্পের 'মধুর' সম্পর্কের কথা কারও অজানা নয় ৷ ভারতীয়দের প্রতি তিনি যথেষ্ট শ্রদ্ধাশীল বলেই বিবেচনা করা হয় ৷ তাই এই প্রথম নয় ৷ এর আগেও রাষ্ট্রের প্রশাসনিক শীর্ষস্থানে একাধিক ভারতীয় বংশোদ্ভূতকে বেছে নিয়েছেন ট্রাম্প ৷ এর আগে আমেরিকার শীর্ষস্থানীয় স্বাস্থ্য গবেষণা সংস্থা 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ'-এর প্রধান পদে ডাঃ জয় ভট্টাচার্যকে বেছে নেন ডোনাল্ড ট্রাম্প ৷

উল্লেখ্য, এফবিআই ডিরেক্টর পদে 2017 সালে 10 বছরের জন্য খ্রিস্টোফার রে-কে বেছে নিয়েছিলেন ট্রাম্প ৷ যদিও এই খ্রিস্টোফারের নেতৃত্বেই ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু করে এফবিআই ৷ এবার তাঁকে সরিয়ে মার্কিন প্রশাসনে প্রাক্তন উপদেষ্টা তথা পেন্টাগনের কর্তা কশ্যপ পটেলকে নিয়োগের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প ৷ মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পর স্বাভাবিকভাবে তাঁকে নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷

কে এই কাশ্যপ পটেল ?

1980 সালে নিউইয়র্কের গার্ডেন সিটিতে এক ভারতীয় পরিবারে জন্ম নেন কাশ্যপ পটেল ৷ রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর আইন নিয়ে পড়াশোনা করেন তিনি ৷ আন্তর্জাতিক আইন নিয়েও ডিগ্রি রয়েছে তাঁর ৷

আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করার পর প্রতিরক্ষা সচিবের প্রাক্তন চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব সামলান তিনি ৷ এছাড়া ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সন্ত্রাস দমন শাখার সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন কাশ্যপ পটেল ৷ বাইডেন সরকারের সমালোচনা করে 'ডিপ স্টেট' নামে একটি বইও লিখেছেন তিনি ৷ বরাবর ট্রাম্প সমর্থক হিসেবে পরিচিত 'কাশ' পটেলকে নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল ৷ এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ৷

পড়ুন: ট্রাম্পের বাছাই, মার্কিন স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে জয় ভট্টাচার্য
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.