ETV Bharat / state

মুখে জয়শ্রীরাম, হাতে কালো পতাকা ; সুব্রত বক্সির গাড়ি ঘিরে বিক্ষোভ

মুখে জয়শ্রীরাম ও হাতে কালো পতাকা নিয়ে সুব্রত বক্সির গাড়ি ঘিরে বিক্ষোভ । কোচবিহারের জটামারি এলাকার ঘটনা ।

author img

By

Published : Jun 24, 2019, 1:23 PM IST

Updated : Jun 24, 2019, 2:22 PM IST

সুব্রত বক্সির গাড়ি ঘিরে বিক্ষোভ

কোচবিহার, 24 জুন : বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতা সুব্রত বক্সি সহ অন্যরা । আজ হাতে কালো পতাকা ও মুখে জয়শ্রীরাম ধ্বনি দিয়ে সুব্রত বক্সি সহ তৃণমূল নেতাদের গো ব্যাক স্লোগান দেয় স্থানীয়রা । কোচবিহারের জটামারি এলাকার ঘটনা ।

car
সুব্রত বক্সির গাড়ি ঘিরে বিক্ষোভ

আজ একটি কর্মীসভায় যোগ দিতে কোচবিহার থেকে শীতলকুচি যাচ্ছিলেন তৃণমূল নেতা সুব্রত বক্সি ও অন্যরা । ছিলেন কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মণ, যুব তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা দলের কার্যকারী সভাপতি পার্থপ্রতিম রায়, বিধায়ক মিহির গোস্বামী সহ জেলা অন্য তৃণমুলের নেতারা। পথে জটামারিতে তাঁদের গাড়ি আটকে জয়শ্রীরাম ধ্বনি দেওয়া হয় । একই সঙ্গে কালো পতাকা দেখিয়ে তাদের ‘গো-ব্যাক’ স্লোগান দেয় বিক্ষোভকারীরা । ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । খবর পেয়ে ঘটনাস্থানে যান পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার । তিনি ঘটনাস্থান পরিদর্শন করে দেখেন ।

সুব্রত বক্সির গাড়ি ঘিরে বিক্ষোভ : ভিডিয়ো

তৃণমূলের অভিযোগ, BJP কর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে । যদিও ঘটনার কথা অস্বীকার করেছে BJP নেতৃত্ব । তারা জানায়, বিক্ষোভকারীদের মধ্যে BJP কর্মী ছিল না ।

কোচবিহার, 24 জুন : বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতা সুব্রত বক্সি সহ অন্যরা । আজ হাতে কালো পতাকা ও মুখে জয়শ্রীরাম ধ্বনি দিয়ে সুব্রত বক্সি সহ তৃণমূল নেতাদের গো ব্যাক স্লোগান দেয় স্থানীয়রা । কোচবিহারের জটামারি এলাকার ঘটনা ।

car
সুব্রত বক্সির গাড়ি ঘিরে বিক্ষোভ

আজ একটি কর্মীসভায় যোগ দিতে কোচবিহার থেকে শীতলকুচি যাচ্ছিলেন তৃণমূল নেতা সুব্রত বক্সি ও অন্যরা । ছিলেন কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মণ, যুব তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা দলের কার্যকারী সভাপতি পার্থপ্রতিম রায়, বিধায়ক মিহির গোস্বামী সহ জেলা অন্য তৃণমুলের নেতারা। পথে জটামারিতে তাঁদের গাড়ি আটকে জয়শ্রীরাম ধ্বনি দেওয়া হয় । একই সঙ্গে কালো পতাকা দেখিয়ে তাদের ‘গো-ব্যাক’ স্লোগান দেয় বিক্ষোভকারীরা । ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । খবর পেয়ে ঘটনাস্থানে যান পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার । তিনি ঘটনাস্থান পরিদর্শন করে দেখেন ।

সুব্রত বক্সির গাড়ি ঘিরে বিক্ষোভ : ভিডিয়ো

তৃণমূলের অভিযোগ, BJP কর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে । যদিও ঘটনার কথা অস্বীকার করেছে BJP নেতৃত্ব । তারা জানায়, বিক্ষোভকারীদের মধ্যে BJP কর্মী ছিল না ।

Intro:মুখে জয়শ্রীরাম ,কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ সুব্রত বক্সী সহ তৃনমূল নেতাদের ৷ কোচবিহারের শীতলখুচি যাওয়ার পথে বিজেপির কর্মী সমর্থকদের হাতে ঘেরাও তৃণমূলের সুব্রত বক্সি৷


কোচবিহার :২৪জুন :


ফের বিক্ষোভের মুখে তৃণমূলের প্রতিনিধি দল। সোমবার তৃণমূলের এক প্রতিনিধি দল কোচবিহার জেলার শীতলখুচিতে যাবার সময় জটামারি কাছে তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। এই দিন শীতলখুচির কমিউনিটি হলে একটি কর্মীসভায় যোগ দিতে কোচবিহার থেকে শীতলখুচির উদ্দেশে রাওনা দেয় তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে এক প্রতিনিধি দল।


এই দলের তৃনুমুলের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মণ, যুব তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা দলের কার্যকারী সভাপতি পার্থপ্রতিম রায়, বিধায়ক মিহির গোস্বামী সহ জেলা তৃনুমুলের নেতারা। জটামারিতে এই দিন তাদের গাড়ি আটকে জয় শ্রীরাম ধবনি দেওয়া হয় একই সাথে কালো পতাকা দেখিয়ে ‘গো-ব্যাক’ শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। যদিও ওই ঘেরাও বিক্ষোভে দলের কর্মী সমর্থকদের যুক্ত থাকার কথা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত সরকার এসডিপিও শুভেন্দু মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনি ঘটনা স্থলে পৌঁছেছে। জানা গেছে, প্রায় ২০ মিনিট ধরে বিক্ষোভের হয় ৷ উত্তেজনা পরিস্থিতি বেড়ে চলেছে ৷Body:COB Conclusion:
Last Updated : Jun 24, 2019, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.