ETV Bharat / state

"কর্মীদের মারছে BJP", ডেপুটেশন দিতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা

অভিযোগ , তৃণমূল কর্মীরা BJP কর্মীদের হাতে মার খাচ্ছে । তা নিয়ে থানায় ডেপুটিশন দিতে গিয়ে BJP কর্মীদের বিক্ষোভের মুখে বিনয় ৷

বিনয়কৃষ্ণ বর্মণ
author img

By

Published : Jun 16, 2019, 1:57 PM IST

কোচবিহার , 16 জুন : লোকসভা ভোটের পর থেকে BJP-র হাতে বার বার আক্রান্ত হচ্ছিলেন দলীয় কর্মীরা । এই নিয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার হলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ । গতকাল ঘোকসাডাঙা থানায় ডেপুটেশন জমা দিতে যান তৃণমূল জেলা সভাপতি । তখনই BJP কর্মীরা গো ব্যাক স্লোগান তোলে ।

একাধিক বার তৃণমূল-BJP সংঘর্ষের খবরে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে । বারবারই BJP-র দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল । এই অভিযোগে এবার থানায় ডেপুটেশন দিতে যান বিনয়কৃষ্ণ বর্মণ । রীতিমতো প্রতিবাদ মিছিল করে থানায় যান তিনি । বিনয়বাবুর দাবি, ঘোকসাডাঙা বাজার পার করার সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখায় BJP কর্মীরা । গো ব্যাক স্লোগান তোলে । কালো পতাকা দেখায় । এরপর থানায় অভিযোগ জানিয়ে বেরোনোর সময় ফের বিক্ষোভ দেখানো হয় ।

bjp
বিক্ষোভ BJP সমর্থকদের

তৃণমূল জেলা সভাপতির দাবি, এর আগেও পুলিশে অভিযোগ জানিয়েছিলাম, কাজ হয়নি । বাধ্য হয়েই ডেপুটেশন জমা দিয়েছি । তাঁর কথায়, "আমাদের কর্মসূচি ভেস্তে দেওয়ার জন্য BJP চক্রান্ত করছে । যদিও আমাদের দমানো যাবে না ।" অন্যদিকে BJP-র জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ বলেন, "এধরনের কোনও ঘটনার কথা আমার জানা নেই ।" BJP-র দাবি, বিনয়কৃষ্ণ বর্মণ এলাকার উন্নয়নে বাধা দিচ্ছেন । তাই সাধারণ মানুষ কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাচ্ছে ।

কোচবিহার , 16 জুন : লোকসভা ভোটের পর থেকে BJP-র হাতে বার বার আক্রান্ত হচ্ছিলেন দলীয় কর্মীরা । এই নিয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার হলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ । গতকাল ঘোকসাডাঙা থানায় ডেপুটেশন জমা দিতে যান তৃণমূল জেলা সভাপতি । তখনই BJP কর্মীরা গো ব্যাক স্লোগান তোলে ।

একাধিক বার তৃণমূল-BJP সংঘর্ষের খবরে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে । বারবারই BJP-র দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল । এই অভিযোগে এবার থানায় ডেপুটেশন দিতে যান বিনয়কৃষ্ণ বর্মণ । রীতিমতো প্রতিবাদ মিছিল করে থানায় যান তিনি । বিনয়বাবুর দাবি, ঘোকসাডাঙা বাজার পার করার সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখায় BJP কর্মীরা । গো ব্যাক স্লোগান তোলে । কালো পতাকা দেখায় । এরপর থানায় অভিযোগ জানিয়ে বেরোনোর সময় ফের বিক্ষোভ দেখানো হয় ।

bjp
বিক্ষোভ BJP সমর্থকদের

তৃণমূল জেলা সভাপতির দাবি, এর আগেও পুলিশে অভিযোগ জানিয়েছিলাম, কাজ হয়নি । বাধ্য হয়েই ডেপুটেশন জমা দিয়েছি । তাঁর কথায়, "আমাদের কর্মসূচি ভেস্তে দেওয়ার জন্য BJP চক্রান্ত করছে । যদিও আমাদের দমানো যাবে না ।" অন্যদিকে BJP-র জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ বলেন, "এধরনের কোনও ঘটনার কথা আমার জানা নেই ।" BJP-র দাবি, বিনয়কৃষ্ণ বর্মণ এলাকার উন্নয়নে বাধা দিচ্ছেন । তাই সাধারণ মানুষ কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাচ্ছে ।

Intro:তৃনমূল কর্মীরা বিজেপি কর্মীদের হাতে মার খাচ্ছে !থানায় ডেপুটিশন দিতে গিয়ে বিক্ষোভের মুখে বিনয় ৷


কোচবিহার :১৬জুন :

লোকসভা ভোটের পর বিভিন্ন জায়গায় তৃনমূল কর্মীরা বিজেপির দ্বারা আক্রান্ত বা হেনস্থার শিকার হচ্ছেন এই অভিযোগ তুলে শনিবার দুপুরে কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন এর নেতৃত্বে ঘোকসাডাঙ্গায় এক প্রতিবাদ মিছিল বের হয় এবং ঘোকসাডাঙ্গা থানায় চার দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।বিনয় কৃষ্ণ বর্মনের নেতৃত্বে তৃনমূলের মিছিল চলাকালীন বিজেপি কর্মীদের দ্বারা বিক্ষোভের মুখে পড়েন বিনয় কৃষ্ণ বর্মন। এদিন কোচবিহারের মাথাভাঙ্গা মহকুমার ঘোকসাডাঙ্গায় বিনয় কৃষ্ণ বর্মনের নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল বের করেন তৃনমুল কংগ্রেস । মিছিলটি ঘোকসাডাঙ্গা বাজার অতিক্রম করার সময় পূর্বেই জমায়েত হওয়া বিজেপি কর্মী সমর্থকগন বিনয় কৃষ্ণ বর্মনকে উদ্যেশ্যে করে কালো পতাকা দেখান এবং গো ব্যাক স্লোগান করে বিনয় কৃষ্ণ বর্মনকে বিক্ষোভ দেখানো শুরূ করেন। বিক্ষেভের মধ্যেই তৃনমূলের মিছিলটি চলে আসে ঘোকসাডাঙ্গা থানায় ৷ঘোকসাডাংগা থানায় ডেপুটিশন দেন তৃনমূল ৷একাধিকবার তৃনমূল কর্মীরা বিজেপির দ্বারা আক্রান্ত হচ্ছেন এমন অভিযোগ সহ চার দফা দাবিতে স্মারক লিপি জমা দেন তৃণমূল । থানায় ডেপুটেশন দিয়ে মিছিলটি পুনরায় ফিরে যাওয়ার সময় ফের বিজেপি কর্মীরা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান।

ঘটনার খবর পেয়ে মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী। চাপা উত্তেজনা তৈরি হয় এলাকায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়।


কোচবিহার তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন জানান " আমাদের জেতা পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সাধারণ কর্মীদের উপর বিভিন্ন ভাবে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি ,তাদের মারধোর কর হচ্ছে ,তারই প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল এবং থানায় ডেপুটিশন ছিল ৷আজকের কর্মসূচীকে ভেস্তে দিতে বিজেপি আশ্রিত কিছু সমাজ বিরোধী সক্রিয় হয়েছিল । বিনয় বাবু বলেন, গোটা রাজ্যের সঙ্গে ঘোকসারডাঙ্গাতেও ব্যাপক অরাজক অবস্থার সৃষ্টি করেছে বিজেপি। আমরা মনে করি, পুলিশ সক্রিয় হলে দুষ্কৃতিদের দমন করা সম্ভব। পুলিশ যে এ বিষয়ে নিষ্ক্রিয় সেই অভিযোগও করেন বিনয়বাবু।

এ প্রসঙ্গে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ জানান " এধরনের কোনও ঘটনার বিষয় তাঁর জানা নেই,।স্থানীয় বিজেপি নেতৃত্বরা জানান "বিনয় কৃষ্ণ বর্মন এলাকার উন্নয়নে ব্যর্থ হয়েছে ,সাধারণ মানুষ ওনাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষভ দেখান "৷Body:COBConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.