কোচবিহার, 29 জুন : ধারালো অস্ত্র দিয়ে যুবককে কোপানো হল । তার নাম বিধান সরকার । ঘটনাটি কোচবিহারের মাথাভাঙার । জখম যুবক তৃণমূল কংগ্রেসের কর্মী বলে জানা গেছে । এই ঘটনায় অভিযোগের তির BJP -র দিকে । গতকাল সন্ধ্যায় বিধান মাথাভাঙা-1 ব্লকের বৈরাগীরহাটে গেছিল । সেখানে তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা । মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় । পরে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে । বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে বিধান চিকিৎসাধীন ।
তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি নরেন্দ্র দত্ত বলেন, "বাজার করতে গেছিল বিধান । সেখানে তার উপর চড়াও হয় এলাকারই BJP-র কিছু কর্মী-সমর্থক । বেধড়ক মারধরের পর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ।" এনিয়ে এলাকায় উত্তেজনা ছড়ালে মাথাভাঙা থানার IC প্রদীপ সরকার ও SDPO শুভেন্দু মণ্ডলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
হাসপাতালে চিকিৎসাধীন বিধান বলেন, "আমাকে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেছিল BJP আশ্রিত দুষ্কৃতীরা ।" যদিও সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব ।