ETV Bharat / state

মাথাভাঙায় তৃণমূলকর্মীকে কুপিয়ে জখম, অভিযুক্ত BJP - Coochbehar

তৃণমূল কংগ্রেসের কর্মীকে ধারালো অস্ত্রের কোপ । অভিযোগের তির BJP -র দিকে ।

জখম বিধান সরকারের চলছে চিকিৎসা
author img

By

Published : Jun 29, 2019, 10:31 AM IST

Updated : Jun 29, 2019, 3:14 PM IST

কোচবিহার, 29 জুন : ধারালো অস্ত্র দিয়ে যুবককে কোপানো হল । তার নাম বিধান সরকার । ঘটনাটি কোচবিহারের মাথাভাঙার । জখম যুবক তৃণমূল কংগ্রেসের কর্মী বলে জানা গেছে । এই ঘটনায় অভিযোগের তির BJP -র দিকে । গতকাল সন্ধ্যায় বিধান মাথাভাঙা-1 ব্লকের বৈরাগীরহাটে গেছিল । সেখানে তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা । মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় । পরে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে । বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে বিধান চিকিৎসাধীন ।

তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি নরেন্দ্র দত্ত বলেন, "বাজার করতে গেছিল বিধান । সেখানে তার উপর চড়াও হয় এলাকারই BJP-র কিছু কর্মী-সমর্থক । বেধড়ক মারধরের পর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ।" এনিয়ে এলাকায় উত্তেজনা ছড়ালে মাথাভাঙা থানার IC প্রদীপ সরকার ও SDPO শুভেন্দু মণ্ডলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

a
জখম বিধান সরকার

হাসপাতালে চিকিৎসাধীন বিধান বলেন, "আমাকে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেছিল BJP আশ্রিত দুষ্কৃতীরা ।" যদিও সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব ।

কোচবিহার, 29 জুন : ধারালো অস্ত্র দিয়ে যুবককে কোপানো হল । তার নাম বিধান সরকার । ঘটনাটি কোচবিহারের মাথাভাঙার । জখম যুবক তৃণমূল কংগ্রেসের কর্মী বলে জানা গেছে । এই ঘটনায় অভিযোগের তির BJP -র দিকে । গতকাল সন্ধ্যায় বিধান মাথাভাঙা-1 ব্লকের বৈরাগীরহাটে গেছিল । সেখানে তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা । মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় । পরে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে । বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে বিধান চিকিৎসাধীন ।

তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি নরেন্দ্র দত্ত বলেন, "বাজার করতে গেছিল বিধান । সেখানে তার উপর চড়াও হয় এলাকারই BJP-র কিছু কর্মী-সমর্থক । বেধড়ক মারধরের পর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ।" এনিয়ে এলাকায় উত্তেজনা ছড়ালে মাথাভাঙা থানার IC প্রদীপ সরকার ও SDPO শুভেন্দু মণ্ডলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

a
জখম বিধান সরকার

হাসপাতালে চিকিৎসাধীন বিধান বলেন, "আমাকে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেছিল BJP আশ্রিত দুষ্কৃতীরা ।" যদিও সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব ।

Intro:মাথাভাঙ্গায় ধারালো অস্ত্র কোপে আহত তৃণমূল কর্মী ,অভিযুক্ত বিজেপি ৷


কোচবিহার :২৮ জুন:


ফের কোচবিহারের মাথাভাঙ্গায় এক তৃণমূল কর্মীকে মারধোর সহ ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলো বিজেপির বিরূদ্ধে
। শুক্রবার সন্ধ্যায় মাথাভাঙা ১ নম্বর ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের বাজার সংলগ্ন এলাকায় আক্রান্ত হল এক তৃণমূল কর্মী বলে অভিযোগ। আক্রান্ত ওই যুবকের নাম বিধান সরকার। তাকে গুরুতর আহত অবস্থায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এদিন সন্ধ্যায় বিধান বৈরাগিহাট এলাকায় বাজার করতে গেলে বিজেপি আশ্রিত স্থানীয় দুষ্কৃতিরা তার উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে মাথাভাঙ্গা থানার আইসি প্রদীপ সরকার ও এসডিপিও শুভেন্দু মন্ডলের নেতৃত্বে এক বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌছোয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিধানবাবু বলেন, তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বিজেপি আশ্রিত কিছূ দুষ্কৃতি।

ঐ বিষয়ে কোচবিহার তৃণমূল ছাত্র পরিষদ এর সভাপতি নরেন্দ্র দত্ত জানান "আমাদের কর্মী বিধান সরকার স্থানীয় একটি বাজারে কিছূ কিনতে যায় ,এমন সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা তাঁর ওপর হামলা চালায় "৷

যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে স্থানীয় নেতৃত্ব।Body:Cob Conclusion:
Last Updated : Jun 29, 2019, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.