কোচবিহার, 30 জুলাই : আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করল BJP । কমিটিতে 81 জনের নাম রয়েছে। রাজনৈতিক মহলের অভিমত মূলত গোষ্ঠী কোন্দল এড়াতেই জেলার সব মহলের অনুগামীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে । BJP-র কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, “দলকে আরও শক্তিশালী করে তুলতে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।”
কোচবিহার জেলায় 9 টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এরমধ্যে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রটি জলপাইগুড়ি লোকসভা এবং তুফানগঞ্জ বিধানসভাটি আলিপুরদুয়ার লোকসভার অধীনে রয়েছে। বাকি 7 টি বিধানসভা কোচবিহার লোকসভার অধীনে রয়েছে। কোচবিহার জেলার 9 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 8 টি বামেদের দখলে রয়েছে। তবে গত কয়েক বছরে বিধানসভাগুলির রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হওয়ায় BJP অনেকটাই শক্তিশালী হয়েছে। পাশাপাশি দলীয় কোন্দলও রয়েছে। সেই কোন্দল যাতে আগামী বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলতে না পারে সেজন্য পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করল BJP।
এই কমিটিতে মেখলিগঞ্জ বাদে জেলার 8 টি বিধানসভা কেন্দ্রের মোট 30 জন আমন্ত্রিত সদস্য রয়েছেন। এর মধ্যে মাথাভাঙা বিধানসভার 2 জন, কোচবিহার উত্তরের 3 জন, কোচবিহার দক্ষিণ বিধানসভার 8 জন, শীতলকুচি বিধানসভার 4 জন, সিতাই বিধানসভার 3 জন, দিনহাটার 5 জন,নাটাবাড়ির 2 জন এবং তুফানগঞ্জ বিধানসভার 3 জন আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন। মণ্ডল অবজারভার গতবারের 34 থেকে বাড়িয়ে এবার 42 করা হয়েছে। BJP-র জেলা সভানেত্রী মালতি রাভা জানান, “আগামীতে এই সংখ্যা আরও বাড়তে পারে। ”