ETV Bharat / state

উদয়নকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান, গাড়ি ভাঙচুর - udayan guha

কোচবিহারে তৃণমূল বিধায়কের গাড়িতে ভাঙচুর । অভিযোগের তির BJP-র দিকে ।

উদয়ন গুহর গাড়ি
author img

By

Published : Jun 30, 2019, 4:34 PM IST

Updated : Jun 30, 2019, 8:49 PM IST

কোচবিহার, 30 জুন : তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । কোচবিহারের রসমন্তা গ্রামের ঘটনা । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP । তাদের পালটা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা হয়েছে ।

আজ নয়ারহাটে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ । অভিযোগ, রসমন্তা গ্রামে তাঁর গাড়ি পৌঁছানো মাত্রই কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় । ভাঙচুর করা হয় গাড়ি । ওঠে গো ব্যাক স্লোগানও । উদয়ন গুহর দাবি, হামলাকারীরা BJP আশ্রিত দুষ্কৃতী । তবে, ঘটনায় কোনওরকম আঘাত লাগেনি বলে জানান বিধায়ক । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

স্থানীয় সূত্রে খবর, এলাকা দখলকে কেন্দ্র করে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ও দিনহাটা 2 ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি মির হুমায়ুন কবীরের মধ্যে দীর্ঘদিন বিবাদ চলছে । লোকসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের খারাপ ফলের পিছনে এই বিরোধ অন্যতম কারণ । উদয়ন গুহর গাড়িতে হামলার পিছনে এই বিরোধকেই কারণ হিসেবে দেখছেন অনেকে । জেলার BJP নেতা দীপ্তিমান সেনগুপ্তও বলছেন, "নিজেদের মধ্যে ঝামেলা । আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা চলছে ।"

কোচবিহার, 30 জুন : তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । কোচবিহারের রসমন্তা গ্রামের ঘটনা । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP । তাদের পালটা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা হয়েছে ।

আজ নয়ারহাটে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ । অভিযোগ, রসমন্তা গ্রামে তাঁর গাড়ি পৌঁছানো মাত্রই কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় । ভাঙচুর করা হয় গাড়ি । ওঠে গো ব্যাক স্লোগানও । উদয়ন গুহর দাবি, হামলাকারীরা BJP আশ্রিত দুষ্কৃতী । তবে, ঘটনায় কোনওরকম আঘাত লাগেনি বলে জানান বিধায়ক । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

স্থানীয় সূত্রে খবর, এলাকা দখলকে কেন্দ্র করে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ও দিনহাটা 2 ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি মির হুমায়ুন কবীরের মধ্যে দীর্ঘদিন বিবাদ চলছে । লোকসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের খারাপ ফলের পিছনে এই বিরোধ অন্যতম কারণ । উদয়ন গুহর গাড়িতে হামলার পিছনে এই বিরোধকেই কারণ হিসেবে দেখছেন অনেকে । জেলার BJP নেতা দীপ্তিমান সেনগুপ্তও বলছেন, "নিজেদের মধ্যে ঝামেলা । আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা চলছে ।"

Intro:কোচবিহার : তৃণমূল বিধায়ক উদয়ন গুহর উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রবিবার দুপুরে ওনার নিজের বিধানসভা কেন্দ্র দিনহাটার রসমন্তা গ্রামে এই ঘটনা ঘটে। তার গাড়িও ভাঙচুর করা হয়। অভিযোগ এদিন দুপুরে দলীয় কর্মসূচি সেরে যখন দিনহাটা ফিরছিলেন সেই সময় রসমন্তা গ্রামে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। যদি অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের পাল্টা অভিযোগ তৃণমূলের গোষ্ঠী কোন্দল এর ফলেই উদয়ন গুহর গাড়ির ওপর হামলার ঘটনা ঘটেছে।
Body:
জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই দিনহাটা তে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে। দিনহাটার বিধায়ক উদয়ন গুহ এবং দিনহাটা -২ ব্লকের প্রাক্তন সভাপতি মীর হুমায়ুন কবিরের মধ্যে এই বিরোধ এবং এর ফলে এবারের লোকসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রের ফল খারাপ হয়। ফল খারাপ হওয়ার পর থেকেই বিজেপির দাপট বাড়তে থাকে দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়। আজ সকালে শুকারুর কুঠি গ্রাম থেকে মিটিং সেরে বাড়ি ফিরছিলেন সেসময় রসমন্তা গ্রামে তার গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপির দুষ্কৃতীরা তাকে গো ব্যাক স্লোগানও দেখাল। বিধায়ক জানান তার গাড়ির উপর হামলা চালানো হলেও অবশ্য তার গায়ে কোন আঘাত লাগেনি। যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদয়ন গুহর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলার ঘটনা ঘটিয়েছে। যদিও বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত বলেন তৃণমূলের গোষ্ঠী কোন্দল এর কারনে উদয়ন গুহর গাড়ির ওপর হামলা হয়েছে
। ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।।# শুভঙ্কর সাহা। Conclusion:-WB-CRB-8001-30JUNE-UDAYAN ATTACK-SCRIPT-SHUBHANKOR
Last Updated : Jun 30, 2019, 8:49 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.