কোচবিহার, 30 মার্চ : কোচবিহারে নিহত বিজেপি নেতা অমিত সরকারের মোবাইল না পাওয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ৷ জানা গিয়েছে, পুলিশ অমিত সরকারের মোবাইল ফোন খুঁজে পাচ্ছে না ৷ ঘটনার দিন পুলিশ জানতে পেরেছিল ওই মোবাইল পরিবারের কাছে রয়েছে ৷ তাহলে সেটা এখনও কেন পুলিশের হাতে এল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধর জানিয়েছেন, নিহত বিজেপি নেতার মোবাইল এখনও খুঁজে পাওয়া যায়নি ৷ সেটার খোঁজ চলছে ৷
গত বুধবার দিনহাটা পশু হাসপাতালে বিজেপি নেতা অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে দিনহাটা। পরবর্তীতে নির্বাচন কমিশনের নির্দেশে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে কোচবিহারে যান। তিনি কোচবিহারে এসে মৃত নেতার পরিবারের সদস্যদের পাশাপাশি তদন্তকারী অফিসার, জেলা পুলিশ সুপার, দিনহাটা থানার আইসি, ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে কথা বলেন। গতকাল ওই ঘটনা নিয়ে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের রিপোর্ট প্রকাশ্যে আসে। সেখানে অমিত সরকারের মৃত্যুকে আত্মহত্যা বলে জানানো হয়েছে। এছাড়াও ওই ঘটনায় তাঁর মানসিক ভাবে বিপর্যস্ত থাকা এবং এক মহিলার সঙ্গে সম্পর্কের কথাও উল্লেখ রয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
ওই রিপোর্ট প্রকাশ্যে আসার পরের দিন কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধর বলেন, ‘‘দিনহাটার ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট, পরিবারের লোকজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক একটি রিপোর্ট তৈরি করেছেন। তিনি আমাদের তদন্ত করা নিয়ে বেশ কিছু নির্দেশও দিয়েছেন। সেই তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সুইসাইট নোট হ্যান্ড রাইটিং স্পেশালিষ্টদের কাছে পাঠানো হয়েছে । টাওয়ার লোকেশন থেকেও কিছু তথ্য উঠে এসেছে। কিন্তু, মোবাইলটি এখনও তাঁদের আত্মীয়স্বজনদের কাছ থেকে পাওয়া যায়নি।’’
আরও পড়ুন : বিজেপি নেতার মৃত্যুর জেরেই কি কোচবিহারের পুলিশ সুপার বদল !
কোচবিহারের পুলিশ সুপারের বক্তব্যে মোবাইল নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগেই পুলিশ ঘটনার তদন্ত করতে নেমে জানতে পেরেছিল, অমিত সরকার দরজার নীচ দিয়ে তাঁর স্ত্রীর ঘরে মোবাইল রেখে গিয়েছিলেন। তাহলে সেদিন ওই মোবাইলটি পুলিশ কেন উদ্ধার করেনি? এখন মোবাইলটির সুইচ অফ পাওয়া যাচ্ছে। ফলে কাউকে বাঁচাতে মোবাইল ফোন সরিয়ে দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।