ETV Bharat / state

শীতলকুচিতে দিলীপের গাড়িতে হামলা, রিপোর্ট তলব কমিশনের

শীতলকুচিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলার ঘটনা ঘটল ৷ বুধবার সেখানে তাঁর সভায় গন্ডগোলও বাধে ৷ এলাকায় বোমাবাজির অভিযোগও ওঠে ৷

শীতলকুচিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলা ৷
শীতলকুচিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলা ৷
author img

By

Published : Apr 7, 2021, 6:58 PM IST

Updated : Apr 7, 2021, 10:17 PM IST

কোচবিহার, 7 এপ্রিল : দিলীপ ঘোষের গাড়িতে হামলা ৷ বুধবার কোচবিহারের শীতলকুচিতে সভা করতে যান তিনি ৷ সেখানেই তাঁর গাড়িতে হামলা চলে ৷ এদিন তাঁর জনসভাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ৷ সভার মধ্যে গন্ডগোলও বাধে । অভিযোগ, এরপর দিলীপ ঘোষের গাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ এলাকায় ব্যাপক বোমাবাজিও হচ্ছে ৷ খবর পেয়ে শীতলকুচি থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়েছে। গাড়িতে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন ৷ 24 ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

জানা গিয়েছে, শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বরেণচন্দ্র রায়ের সমর্থনে এদিন বিকেলে শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে সভা করতে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সভা চলাকালীন হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে । দু'পক্ষের মধ্যে গন্ডগোল বাধে ৷ সভাস্থলের বাইরেই শুরু হয় বোমাবাজি ৷ এরপরই দিলীপ ঘোষ মাঠ থেকে বেরিয়ে যখন কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঠিক সেইসময় তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ । তাঁর গাড়ির ওপর হামলা চালানো হয় । এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।

শীতলকুচিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলা ৷

বিজেপির রাজ্য সভাপতি বলেন, "গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়েছে । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে ।" যদিও যদিও তৃণমূলের তরফে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

কোচবিহার, 7 এপ্রিল : দিলীপ ঘোষের গাড়িতে হামলা ৷ বুধবার কোচবিহারের শীতলকুচিতে সভা করতে যান তিনি ৷ সেখানেই তাঁর গাড়িতে হামলা চলে ৷ এদিন তাঁর জনসভাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ৷ সভার মধ্যে গন্ডগোলও বাধে । অভিযোগ, এরপর দিলীপ ঘোষের গাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ এলাকায় ব্যাপক বোমাবাজিও হচ্ছে ৷ খবর পেয়ে শীতলকুচি থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়েছে। গাড়িতে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন ৷ 24 ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

জানা গিয়েছে, শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বরেণচন্দ্র রায়ের সমর্থনে এদিন বিকেলে শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে সভা করতে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সভা চলাকালীন হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে । দু'পক্ষের মধ্যে গন্ডগোল বাধে ৷ সভাস্থলের বাইরেই শুরু হয় বোমাবাজি ৷ এরপরই দিলীপ ঘোষ মাঠ থেকে বেরিয়ে যখন কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঠিক সেইসময় তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ । তাঁর গাড়ির ওপর হামলা চালানো হয় । এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।

শীতলকুচিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলা ৷

বিজেপির রাজ্য সভাপতি বলেন, "গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়েছে । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে ।" যদিও যদিও তৃণমূলের তরফে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

Last Updated : Apr 7, 2021, 10:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.