কলকাতা, ৮ জুন: কোচবিহারের শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় এবার ব্যালেস্টিক বিশেষজ্ঞদের রিপোর্ট জমা পড়ল সিআইডির কাছে । সেই রিপোর্টে স্পষ্ট বলা আছে শীতলকুচিতে ওই বুথে দরজায় যে গুলির চিহ্ন মিলেছে, সেটি রাইফেল থেকেই চালানো হয়েছিল । পাশাপাশি সেইগুলি বুথের দরজা ভেদ করে ক্লাস রুমের ব্ল্যাকবোর্ডে গিয়ে লাগে । গোয়েন্দারা জানাচ্ছেন, বুথের বাইরে চলছিল ঝামেলা । তাহলে বুথের ভিতরে তাক করে কেন গুলি করা হল, তা ভাবাচ্ছে গোয়েন্দাদের । পাশাপাশি সেই রিপোর্টেই উল্লেখ রয়েছে কী ধরনের গুলি চালানো হয়েছিল ।
বিধানসভা ভোটের সময় কোচবিহারে শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় গত সোমবারই সিআইডির হাতে চাঞ্চল্যকর তথ্য আসে । জানা গিয়েছে, দরজা ভেদ করে গুলি ঢুকে যায় । পাশাপাশি ক্লাসরুম-ব্ল্যাকবোর্ডেও গুলি লেগেছিল । সেই চিহ্ন পেয়েছেন গোয়েন্দারাও । গত সোমবার সকালে ঘটনাস্থলে আসেন ফরেন্সিক দলের সদস্যরা ও ব্যালেস্টিক বিশেষজ্ঞরা ।
আরও পড়ুন: পার্ক স্ট্রিটের এপিজে ভবনে আগুন
সম্প্রতি বিধানসভা নির্বাচনের সময় কোচবিহারের শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় রাজ্য রাজনীতিতে শুরু হয় কেন্দ্র-রাজ্য তরজা । ঘটনায় চারজনের মৃত্যু হয় । এরপরেই গোটা ঘটনার তদন্তে নামে সিআইডি । ভবানীভবনের এক উচ্চপদস্থ আধিকারিকের নেতৃত্বে একাধিকবার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা ৷ আর এবার সিআইডির হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ।