কোচবিহার, ১৯ ফেব্রুয়ারি : পণের দাবি না মেটায় স্ত্রীকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। কোচবিহারের মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জের নলঙ্গিবাড়ির ঘটনা।
৯ মাস আগে মাথাভাঙ্গা-১ ব্লকের বাসিন্দা মাম্পি বর্মণের (২১) সঙ্গে নলঙ্গিবাড়ির বাসিন্দা সিন্টু বর্মণের (২৭) বিয়ে হয়। অভিযোগ, বিয়েতে এক লাখ টাকা পণ দেওয়া হয়। কিন্তু বিয়ের পর আরও ৫০ হাজার টাকা পণের দাবিতে স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন। সিন্টু প্রায়ই দিনই মদ খেয়ে এসে স্ত্রীকে পেটাত বলে অভিযোগ।
মাম্পির বাবা হরিচন্দ্র বর্মণ বলেন, "মেয়ে ফোনে জানায় বাবা কিছু টাকা চাইছে, তাড়াতাড়ি টাকা নিয়ে এস। আমাকে মারধর করছে। গতকাল মেয়ের অসুস্থতার খবর পেয়ে ওর শ্বশুরবাড়ি যাই। গিয়ে দেখেন মেয়ে আর বেঁচে নেই। পণ না দেওয়ার কারণেই মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে জামাই ও তার বাড়ির লোকজন।"
এই ঘটনায় মাথাভাঙা থানায় খুনের অভিযোগ দায়ের করেন হরিচন্দ্র। সিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ।