ETV Bharat / state

Abhishek on Ballot Box Loot: পাহারাদার তিনি নিজে, ব্যালট বাক্স লুঠের পর কড়া বার্তা অভিষেকের - পঞ্চায়েত নির্বাচন

গোসাইমারিতে ব্যালট বাক্স লুঠের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ দলীয় নেতৃত্বের একাংশকে সরাসরি হুঁশিয়ারি দিলেন তিনি ৷ জানিয়ে দিলেন এসব করে নিজেদের পছন্দের প্রার্থীর নাম আদায় করা যাবে না ৷

Abhishek on Ballot Box Loot ETV BHARAT
Abhishek on Ballot Box Loot
author img

By

Published : Apr 25, 2023, 8:00 PM IST

ব্যালট বাক্স লুঠে কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

শীতলকুচি (কোচবিহার), 25 এপ্রিল: গোসাইমারিতে ব্যালট বাক্স লুঠের ঘটনায় কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ শীতলকুচির সভামঞ্চ থেকে ব্যালট বাক্স ভাঙা ও পেপার ছেড়ার ঘটনায় দলীয় নেতৃত্বকে সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘নিজেদের বেশি চালাক ভাববেন না ৷ পাহারাদারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷’’ ভোট বাক্স লুঠ করে কেউ নিজেদের পছন্দের প্রার্থী আদায় করতে পারবে না বলে জানিয়ে দিলেন অভিষেক ৷ গোসাইমারি মাঠে আগামিকাল ফের প্রার্থী বাছাইয়ের জন্য ভোট হবে বলে জানিয়েছেন তিনি ৷

সিতাই বিধানসভা কেন্দ্রের গোসাইমারিতে ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ সেখানেই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছতে দল মানুষের মতামতকে গুরুত্ব দেবে বলে জানিয়েছিলেন তিনি ৷ এর জন্য মঙ্গলবার গোসাইমারিতে গণভোট নেওয়া শুরু করে তৃণমূল ৷ কিন্তু অভিষেক সভামঞ্চ ছাড়তেই চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয় ৷ অভিযোগ নিজেদের প্রার্থীদের নাম ঢোকাতে ব্যালট বাক্স নিয়ে কাড়াকাড়ি পড়ে যায় ৷ একসময় সেটি লুঠের চেষ্টা করা হয় ৷ যার জেরে ব্যালট বাক্সই ভেঙে যায় ৷ অভিযোগ বাক্সে থাকা প্রার্থীদের নামের কাগজ ছিঁড়ে ফেলে তৃণমূলেরই লোকজন ৷

পুরো বিষয়টি নিয়ে যে তিনি বেজায় ক্ষুব্ধ হয়েছেন, তা সরাসরি প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ হুঁশিয়ারি দিলেন, ‘‘কিছু মানুষ একটু বেশিই উৎসাহিত হয়ে পড়েছেন ৷ আমি জানি কারা কারা এসব করেছেন ৷ যদি ভাবেন ব্যালট ছিনিয়ে নিজেদের পছন্দের প্রার্থীর নাম দলের থেকে আদায় করে নেবেন ৷ সেটা ভাবলে ভুল হবে ৷ আমি জানি কোথায় কী হতে পারে ৷ সেই কারণেই আমি এই গণভোটের আয়োজন করেছি ৷ নিজেদের বেশি চালাক ভাববেন না ৷ পাহারাদারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷’’

আরও পড়ুন: শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দিয়ে অভিষেক মঞ্চ ছাড়তেই লুঠ তৃণমূলের গণভোটের ব্যালট বক্স!

আবারও গোসাইমারির মাঠে আগামিকাল প্রার্থী বাছাইয়ের জন্য ভোট হবে ৷ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন অভিষেক ৷ তিনি নিজে এই ভোট প্রক্রিয়ায় নজর রাখবেন বলে জানিয়েছেন ৷ পাশাপাশি, পুলিশ প্রশাসনের কাছেও সাহায্য চেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

ব্যালট বাক্স লুঠে কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

শীতলকুচি (কোচবিহার), 25 এপ্রিল: গোসাইমারিতে ব্যালট বাক্স লুঠের ঘটনায় কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ শীতলকুচির সভামঞ্চ থেকে ব্যালট বাক্স ভাঙা ও পেপার ছেড়ার ঘটনায় দলীয় নেতৃত্বকে সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘নিজেদের বেশি চালাক ভাববেন না ৷ পাহারাদারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷’’ ভোট বাক্স লুঠ করে কেউ নিজেদের পছন্দের প্রার্থী আদায় করতে পারবে না বলে জানিয়ে দিলেন অভিষেক ৷ গোসাইমারি মাঠে আগামিকাল ফের প্রার্থী বাছাইয়ের জন্য ভোট হবে বলে জানিয়েছেন তিনি ৷

সিতাই বিধানসভা কেন্দ্রের গোসাইমারিতে ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ সেখানেই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছতে দল মানুষের মতামতকে গুরুত্ব দেবে বলে জানিয়েছিলেন তিনি ৷ এর জন্য মঙ্গলবার গোসাইমারিতে গণভোট নেওয়া শুরু করে তৃণমূল ৷ কিন্তু অভিষেক সভামঞ্চ ছাড়তেই চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয় ৷ অভিযোগ নিজেদের প্রার্থীদের নাম ঢোকাতে ব্যালট বাক্স নিয়ে কাড়াকাড়ি পড়ে যায় ৷ একসময় সেটি লুঠের চেষ্টা করা হয় ৷ যার জেরে ব্যালট বাক্সই ভেঙে যায় ৷ অভিযোগ বাক্সে থাকা প্রার্থীদের নামের কাগজ ছিঁড়ে ফেলে তৃণমূলেরই লোকজন ৷

পুরো বিষয়টি নিয়ে যে তিনি বেজায় ক্ষুব্ধ হয়েছেন, তা সরাসরি প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ হুঁশিয়ারি দিলেন, ‘‘কিছু মানুষ একটু বেশিই উৎসাহিত হয়ে পড়েছেন ৷ আমি জানি কারা কারা এসব করেছেন ৷ যদি ভাবেন ব্যালট ছিনিয়ে নিজেদের পছন্দের প্রার্থীর নাম দলের থেকে আদায় করে নেবেন ৷ সেটা ভাবলে ভুল হবে ৷ আমি জানি কোথায় কী হতে পারে ৷ সেই কারণেই আমি এই গণভোটের আয়োজন করেছি ৷ নিজেদের বেশি চালাক ভাববেন না ৷ পাহারাদারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷’’

আরও পড়ুন: শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দিয়ে অভিষেক মঞ্চ ছাড়তেই লুঠ তৃণমূলের গণভোটের ব্যালট বক্স!

আবারও গোসাইমারির মাঠে আগামিকাল প্রার্থী বাছাইয়ের জন্য ভোট হবে ৷ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন অভিষেক ৷ তিনি নিজে এই ভোট প্রক্রিয়ায় নজর রাখবেন বলে জানিয়েছেন ৷ পাশাপাশি, পুলিশ প্রশাসনের কাছেও সাহায্য চেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.