ETV Bharat / state

বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ

ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের ছোটো শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পেটলা নেপরা গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ।

a man is accused of killing his father in sitalkuchi
শীতলকুচিতে
author img

By

Published : Sep 7, 2020, 9:47 PM IST

কোচবিহার, 7 সেপ্টেম্বর: পরিবারিক বিবাদের জের । বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচি ব্লকের ছোটো শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পেটলা নেপরা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম রূপকান্ত মোহন্ত (52)। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

জানা গিয়েছে, রবিবার রাতে পুরোনো বিবাদে ছেলে ও বাবার মধ্যে বচসা শুরু হয়৷ পরে ঝামেলা বড় আকার নেয়৷ রবিবার রাতেই ওই যুবক বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় রূপকান্ত মোহন্তের৷ সোমবার মৃতের ভাই ঘটনার বিবরণ জানিয়ে শীতলকুচি থানায় খুনের অভিযোগ দায়ের করেন।

এক স্থানীয় বাসিন্দা জানান, "রূপকান্ত মোহন্ত ও তাঁর ছেলে সনাতন মোহন্তের মধ্যে প্রায়ই ঝামেলা হত। রবিবার রাতে বাবা ও ছেলের মধ্যে ফের বচসা ও মারামারি শুরু হয়। এই সময় ছেলে সনাতন মোহন্ত ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কোপায়৷ চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় রুপকান্ত মোহন্ত মাটিতে পড়ে রয়েছেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়৷"

মৃতের ভাই কালিপদ মোহন্তের অভিযোগ, ,"দাদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে তাঁরই ছেলে। সোমবার ঘটনার বিবরণ দিয়ে শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করেছি।"

ভাইপোর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন কালিপদ মোহন্ত৷ এদিকে অভিযুক্ত যুবক সনাতন মোহন্ত আপাতত পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ।

কোচবিহার, 7 সেপ্টেম্বর: পরিবারিক বিবাদের জের । বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচি ব্লকের ছোটো শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পেটলা নেপরা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম রূপকান্ত মোহন্ত (52)। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

জানা গিয়েছে, রবিবার রাতে পুরোনো বিবাদে ছেলে ও বাবার মধ্যে বচসা শুরু হয়৷ পরে ঝামেলা বড় আকার নেয়৷ রবিবার রাতেই ওই যুবক বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় রূপকান্ত মোহন্তের৷ সোমবার মৃতের ভাই ঘটনার বিবরণ জানিয়ে শীতলকুচি থানায় খুনের অভিযোগ দায়ের করেন।

এক স্থানীয় বাসিন্দা জানান, "রূপকান্ত মোহন্ত ও তাঁর ছেলে সনাতন মোহন্তের মধ্যে প্রায়ই ঝামেলা হত। রবিবার রাতে বাবা ও ছেলের মধ্যে ফের বচসা ও মারামারি শুরু হয়। এই সময় ছেলে সনাতন মোহন্ত ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কোপায়৷ চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় রুপকান্ত মোহন্ত মাটিতে পড়ে রয়েছেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়৷"

মৃতের ভাই কালিপদ মোহন্তের অভিযোগ, ,"দাদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে তাঁরই ছেলে। সোমবার ঘটনার বিবরণ দিয়ে শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করেছি।"

ভাইপোর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন কালিপদ মোহন্ত৷ এদিকে অভিযুক্ত যুবক সনাতন মোহন্ত আপাতত পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.