ETV Bharat / state

কোচবিহারের দিনহাটায় 2টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক

পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই কোচবিহারে প্রচুর আগ্নেয়াস্ত্র ব্যবহার হতে থাকে। লোকসভা নির্বাচনের সময়ও তা অব্যাহত ছিল। কোরোনার কারণে কিছুদিন এগুলো বন্ধ থাকলেও সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হতে শুরু করেছে। ফলে বেআইনি অস্ত্র উদ্ধারে তৎপর হয়েছিল পুলিশ।

a man arrested with arms in coochbihar
কোচবিহারের দিনহাটায় 2টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক
author img

By

Published : Dec 29, 2020, 9:13 PM IST

কোচবিহার, 29 ডিসেম্বর: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হল কোচবিহারে। এবার ঘটনাস্থল দিনহাটা। মঙ্গলবার বিকেলে দিনহাটা থানার পুলিশ আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেপ্তার করে। ধৃতের নাম উত্তম বর্মণ। তার বাড়ি সাহেবগঞ্জ থানার অন্তর্গত বালিকা এলাকায়। তার কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি 9 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই কোচবিহারে প্রচুর আগ্নেয়াস্ত্র ব্যবহার হতে থাকে। লোকসভা নির্বাচনের সময়ও তা অব্যাহত ছিল। কোরোনার কারণে কিছুদিন এসব বন্ধ থাকলেও সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হচ্ছে। ফলে বেআইনি অস্ত্র উদ্ধারে তৎপর হয়েছিল পুলিশ।

আরও পড়ুন: সুপারের নতুন অফিসের উদ্বোধন করলেন উত্তরবঙ্গের আইজি

এরই মধ্যে দিনহাটা থানার পুলিশ খবর পায় যে এক যুবক সাহেবগঞ্জের হেদারহাট থেকে দিনহাটা স্টেশন পাড়া এলাকায় মোটর বাইক নিয়ে অস্ত্র বিক্রি করতে আসছে। পুলিশের একটি সূত্রের দাবি, এর জন্য ওই পথে তল্লাশি শুরু হয়। স্থানীয় কুমোরটারি এলাকায় তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার জানান, ধৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে।

কোচবিহার, 29 ডিসেম্বর: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হল কোচবিহারে। এবার ঘটনাস্থল দিনহাটা। মঙ্গলবার বিকেলে দিনহাটা থানার পুলিশ আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেপ্তার করে। ধৃতের নাম উত্তম বর্মণ। তার বাড়ি সাহেবগঞ্জ থানার অন্তর্গত বালিকা এলাকায়। তার কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি 9 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই কোচবিহারে প্রচুর আগ্নেয়াস্ত্র ব্যবহার হতে থাকে। লোকসভা নির্বাচনের সময়ও তা অব্যাহত ছিল। কোরোনার কারণে কিছুদিন এসব বন্ধ থাকলেও সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হচ্ছে। ফলে বেআইনি অস্ত্র উদ্ধারে তৎপর হয়েছিল পুলিশ।

আরও পড়ুন: সুপারের নতুন অফিসের উদ্বোধন করলেন উত্তরবঙ্গের আইজি

এরই মধ্যে দিনহাটা থানার পুলিশ খবর পায় যে এক যুবক সাহেবগঞ্জের হেদারহাট থেকে দিনহাটা স্টেশন পাড়া এলাকায় মোটর বাইক নিয়ে অস্ত্র বিক্রি করতে আসছে। পুলিশের একটি সূত্রের দাবি, এর জন্য ওই পথে তল্লাশি শুরু হয়। স্থানীয় কুমোরটারি এলাকায় তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার জানান, ধৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.