ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়িতে মৃত্যু কোচবিহারের পুলিশকর্মীর - কোচবিহারে কর্তব্যরত পুলিশকর্মীর কোরোনায় মৃত্যু শিলিগুড়িতে

ওই পুলিশকর্মীর বাড়ি জলপাইগুড়িতে ৷ তিনি কোচবিহার পুলিশ সুপারের অফিসে কর্মরত ছিলেন ৷

A Police died in corona
A Police died in corona
author img

By

Published : Jul 24, 2020, 9:21 PM IST

কোচবিহার, 24 জুলাই : কোচবিহারে কর্তব্যরত এক পুলিশকর্মীর মৃত্যু হল কোরোনায় । বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় । বাড়ি জলপাইগুড়ির ময়নাগুড়িতে । সদানন্দ সর্দার (56) নামের ওই পুলিশকর্মী কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিসে কর্মরত ছিলেন ।

জানা গেছে, 7 জুলাই তিনি ছুটি নিয়ে বাড়ি যান । সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । 18 জুলাই রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । সেখানে গতকাল তাঁর মৃত্যু হয় । জেলাশাসক পবন কাদিয়ান বলেন, “ওই পুলিশকর্মীর শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।”

কোচবিহার জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার জেলায় 10 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে । আক্রান্তদের মধ্যে 2 জন সম্প্রতি মহারাষ্ট্র থেকে ফিরেছেন । 2 জন কোরোনার উপসর্গ নিয়ে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি ছিলেন । রিপোর্ট পজ়িটিভ আসায় আক্রান্তদের চকচকা কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে । এদিন 5 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । এখনও পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা 477, সক্রিয় আক্রান্ত 87 জন এবং সুস্থ হয়ে উঠেছেন 390 জন ।

কোচবিহার, 24 জুলাই : কোচবিহারে কর্তব্যরত এক পুলিশকর্মীর মৃত্যু হল কোরোনায় । বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় । বাড়ি জলপাইগুড়ির ময়নাগুড়িতে । সদানন্দ সর্দার (56) নামের ওই পুলিশকর্মী কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিসে কর্মরত ছিলেন ।

জানা গেছে, 7 জুলাই তিনি ছুটি নিয়ে বাড়ি যান । সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । 18 জুলাই রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । সেখানে গতকাল তাঁর মৃত্যু হয় । জেলাশাসক পবন কাদিয়ান বলেন, “ওই পুলিশকর্মীর শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।”

কোচবিহার জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার জেলায় 10 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে । আক্রান্তদের মধ্যে 2 জন সম্প্রতি মহারাষ্ট্র থেকে ফিরেছেন । 2 জন কোরোনার উপসর্গ নিয়ে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি ছিলেন । রিপোর্ট পজ়িটিভ আসায় আক্রান্তদের চকচকা কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে । এদিন 5 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । এখনও পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা 477, সক্রিয় আক্রান্ত 87 জন এবং সুস্থ হয়ে উঠেছেন 390 জন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.