কোচবিহার, 21 জুন : চলতি মাসের তৃতীয় সপ্তাহেই জেলার 98 শতাংশের বেশি মানুষ রেশনের খাদ্যসামগ্রী নিয়েছেন । এমনই দাবি জেলা প্রশাসনের । যার মধ্যে রেশন কার্ড নেই এমন প্রচুর পরিযায়ী শ্রমিকও রয়েছেন, যারা কুপনের মাধ্যমে রেশন নিয়েছেন ।
কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "20 জুন পর্যন্ত 98 শতাংশের বেশি মানুষ রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী নিয়েছেন । এ'মাসের বাদবাকি 10 দিনে সংখ্যাটা বাড়বে বলেই আশা করছি ।"
কোচবিহার জেলা খাদ্য ও সরবরাহ দপ্তর সূত্রে জানা গিয়েছে, রেশন কার্ড ও কুপন মিলিয়ে এ'বছর 32 লাখ 13 হাজার 725 জন জেলাবাসীকে রেশনের মাধ্যমে খাদ্যসামগ্রী দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা প্রশাসন । এর মধ্যে 20 জুন পর্যন্ত 31 লাখ 59 হাজার 393 জন বাসিন্দা খাদ্যসামগ্রী নিয়েছেন । জেলার পাঁচটি মহকুমার মধ্যে কোচবিহার সদর মহকুমায় 99.5 শতাংশ মানুষ খাদ্য সামগ্রী নিয়েছেন । মেখলিগঞ্জ মহকুমায় 98.9 শতাংশ, মাথাভাঙা মহকুমায় 97.3 শতাংশ, তুফানগঞ্জ মহকুমায় 98.55 শতাংশ এবং দিনহাটা মহকুমায় 97.77 শতাংশ মানুষ খাদ্যসামগ্রী নিয়েছেন । জেলাশাসক জানান, যাদের রেশন কার্ড নেই তাঁদের খাদ্যসামগ্রী দেওয়ার জন্য কুপন বিলি করা হচ্ছে ।