কলকাতা, 19 নভেম্বর: মুর্শিদাবাদে একের পর এক হিংসার ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ নির্ধারিত সফর বাতিল করে পরিস্থিতির উপর নজর রাখার জন্য কলকাতাতেই রয়েছেন তিনি ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন রাজ্যপাল ৷
রাজভবন সূত্রে খবর, বিষয়টি নিয়ে কর্মীদের একটি বার্তাও দিয়েছেন রাজ্যপাল ৷ তিনি জানান, মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে । এলাকার আইন-শৃঙ্খলায় সমস্যার সৃষ্টি হয়েছে ৷ বেলডাঙার কিছু জায়গায় কয়েকজন আহতও হয়েছেন ৷ এলাকায় এখনও উত্তেজনা রয়েছে ৷ ঘটনায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজ্য সরকারের কাছে একটি রিপোর্ট চাওয়া হয়েছে ৷ এলাকায় আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই বিষয়ে দ্রুত জানাতে বলে হয়েছে ৷
গত শনিবার কার্তিক পুজোকে কেন্দ্র করে বেলডাঙায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ অভিযোগ, রাস্তার ধারে তৈরি অস্থায়ী গেটে আপত্তিকর মন্তব্য লেখা হয় ৷ ঘটনার প্রতিবাদ করায় দু'পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ প্রথমে একে অপরের দিকে পাথর ছুড়তে শুরু করে তারা ৷ পরে এলাকায় বোমাবাজি হয় বলেও জানান স্থানীয় এক পুলিশ কর্তা ৷
সেই সঙ্গে, এলাকার বেশকিছু বাড়ি ও দোকান ঘরে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় পুলিশ পৌঁছলে তাদেরকে লক্ষ্য করেও পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ এরপর উত্তেজিত জনতার উপর লাঠিচার্জ শুরু করে পুলিশ ৷ এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷ রাজভবনের তরফে জানানো হয়েছে, "প্রয়োজনে বেলডাঙার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যাবেন রাজ্যপাল ৷"
এই মুহূর্তে বেলডাঙার ঘটনায় আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে ৷ রবিবার তাঁদের দেখতে হাসপাতালে যান বহরমপুরের প্রাক্তন সাংসদ এবং সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিতির সদস্য অধীর রঞ্জন চৌধুরী । আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তাদের সঠিক চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি ৷ পাশাপাশি, ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান অধীর চৌধুরী । পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি ৷