ETV Bharat / entertainment

'আমার টিকিট কাটা অনেক দূরে'- সলিল চৌধুরীর প্রাক জন্মশতবর্ষে অন্যরকম সন্ধ্যা

কিংবদন্তী সুরকার সলিল চৌধুরীর প্রাক জন্মশতবর্ষে অন্যরকম সন্ধ্যার আসর বসতে চলেছে জিডি বিড়লা সভাঘরে। সাক্ষী থাকতে পারেন আপনিও ৷

Etv Bharat
সলিল চৌধুরীর প্রাক জন্মশতবর্ষ উদযাপন (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 2 hours ago

কলকাতা, 19 নভেম্বর: কিংবদন্তী সুরকার সলিল চৌধুরীর প্রাক জন্মশতবর্ষে এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে শহরের বুকে। 'আনন্দপুর সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন সমিতি' এবং 'সুরধ্বনি'র যৌথ আয়োজনে 'আমার টিকিট কাটা অনেক দূরে' শীর্ষক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে জিডি বিড়লা সভাঘরে আজ অর্থাৎ 19 নভেম্বর। কিংবদন্তী সলিল চৌধুরীর 99তম জন্মদিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সময় বিকেল 5:30 মিনিট।

সঙ্গীত পরিবেশন করবেন হৈমন্তী শুক্লা, ইন্দ্রানী সেন, শ্রীরাধা বন্দোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, কল্যাণ সেন বরাট (ক্যালকাটা কয়রা), লোপামুদ্রা মিত্র, সৈকত মিত্র, রূপঙ্কর বাগচী, শুভমিতা, রাঘব চট্টোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, ইমন চক্রবর্তী, সুজয় ভৌমিক, শুভঙ্কর ভাস্কর, তৃষা পারুই, অর্কদীপ মিশ্র, দিশা রায় এবং অন্তরা চৌধুরী ও তাঁর সুরধ্বনি'র ছাত্র ছাত্রীরা। থাকবেন প্রখ্যাত গিটারিস্ট রকেট মণ্ডল। কনসার্টটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পন্ডিত অজয় চক্রবর্তী।

প্রসঙ্গত, 'আনন্দপুর সলিল চৌধুরী জন্মশতবর্ষ সমিতি' 2024 সালে প্রতিষ্ঠিত হয় সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উদযাপন করার জন্য। চলতি বছর থেকে এই সমিতি বাদ্যযন্ত্রের কনসার্ট, ওয়ার্কশপ, সেমিনার, প্রদর্শনী, সঙ্গীত প্রতিযোগিতা, নাট্য পরিবেশনা, এবং ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করবে সারা ভারত জুড়ে। এই সমিতির সভাপতি গৌতম ঘোষ, সহ-সভাপতি কল্যাণ সেন বরাট, সাধারণ সম্পাদক শ্রীকান্ত আচার্য, যুগ্ম সম্পাদক অন্তরা চৌধুরী-সহ সদস্যদের মধ্যে রয়েছেন হৈমন্তী শুক্লা, সৈকত মিত্র,মনোময় ভট্টাচার্য এবং বুদ্ধদেব গাঙ্গুলী প্রমুখ ।

1925 সালের 19 নভেম্বর দক্ষিণ 24 পরগনার গাজিপুরে জন্মগ্রহণ করেন সলিল চৌধুরী ৷ শৈশব জীবন তিনি কাটিয়েছেন অসমে ৷ 1995 সালের 5 সেপ্টেম্বর 69 বছর বয়সে প্রয়াত হন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ৷ পরবাসে গেলেও আজও তাঁর সৃষ্টি অমলিন প্রত্যেক ভারতীয়র হৃদয়ে। উল্লেখ্য, কনসার্টের অনলাইন টিকিট পাওয়া যাচ্ছে Shownook আর BookMyShow-তে ৷ অথবা 9903360341 নম্বরে হোয়াটস্যাপ করলেও টিকিট পাওয়া যাবে ৷ অফলাইন টিকিট পাওয়া যাচ্ছে শ্যামবাজার মেট্রো ফার্মা, গোলপার্ক কষে কষা ও রাসবিহারীর মেলোডি-তে ৷

কলকাতা, 19 নভেম্বর: কিংবদন্তী সুরকার সলিল চৌধুরীর প্রাক জন্মশতবর্ষে এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে শহরের বুকে। 'আনন্দপুর সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন সমিতি' এবং 'সুরধ্বনি'র যৌথ আয়োজনে 'আমার টিকিট কাটা অনেক দূরে' শীর্ষক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে জিডি বিড়লা সভাঘরে আজ অর্থাৎ 19 নভেম্বর। কিংবদন্তী সলিল চৌধুরীর 99তম জন্মদিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সময় বিকেল 5:30 মিনিট।

সঙ্গীত পরিবেশন করবেন হৈমন্তী শুক্লা, ইন্দ্রানী সেন, শ্রীরাধা বন্দোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, কল্যাণ সেন বরাট (ক্যালকাটা কয়রা), লোপামুদ্রা মিত্র, সৈকত মিত্র, রূপঙ্কর বাগচী, শুভমিতা, রাঘব চট্টোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, ইমন চক্রবর্তী, সুজয় ভৌমিক, শুভঙ্কর ভাস্কর, তৃষা পারুই, অর্কদীপ মিশ্র, দিশা রায় এবং অন্তরা চৌধুরী ও তাঁর সুরধ্বনি'র ছাত্র ছাত্রীরা। থাকবেন প্রখ্যাত গিটারিস্ট রকেট মণ্ডল। কনসার্টটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পন্ডিত অজয় চক্রবর্তী।

প্রসঙ্গত, 'আনন্দপুর সলিল চৌধুরী জন্মশতবর্ষ সমিতি' 2024 সালে প্রতিষ্ঠিত হয় সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উদযাপন করার জন্য। চলতি বছর থেকে এই সমিতি বাদ্যযন্ত্রের কনসার্ট, ওয়ার্কশপ, সেমিনার, প্রদর্শনী, সঙ্গীত প্রতিযোগিতা, নাট্য পরিবেশনা, এবং ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করবে সারা ভারত জুড়ে। এই সমিতির সভাপতি গৌতম ঘোষ, সহ-সভাপতি কল্যাণ সেন বরাট, সাধারণ সম্পাদক শ্রীকান্ত আচার্য, যুগ্ম সম্পাদক অন্তরা চৌধুরী-সহ সদস্যদের মধ্যে রয়েছেন হৈমন্তী শুক্লা, সৈকত মিত্র,মনোময় ভট্টাচার্য এবং বুদ্ধদেব গাঙ্গুলী প্রমুখ ।

1925 সালের 19 নভেম্বর দক্ষিণ 24 পরগনার গাজিপুরে জন্মগ্রহণ করেন সলিল চৌধুরী ৷ শৈশব জীবন তিনি কাটিয়েছেন অসমে ৷ 1995 সালের 5 সেপ্টেম্বর 69 বছর বয়সে প্রয়াত হন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ৷ পরবাসে গেলেও আজও তাঁর সৃষ্টি অমলিন প্রত্যেক ভারতীয়র হৃদয়ে। উল্লেখ্য, কনসার্টের অনলাইন টিকিট পাওয়া যাচ্ছে Shownook আর BookMyShow-তে ৷ অথবা 9903360341 নম্বরে হোয়াটস্যাপ করলেও টিকিট পাওয়া যাবে ৷ অফলাইন টিকিট পাওয়া যাচ্ছে শ্যামবাজার মেট্রো ফার্মা, গোলপার্ক কষে কষা ও রাসবিহারীর মেলোডি-তে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.