ETV Bharat / state

কোয়ারানটাইনে দিল্লির নিজ়ামউদ্দিনে যাওয়া কোচবিহারের 6 জন - কোয়ারান্টাইনে দিল্লির নিজ়ামউদ্দিনে যাওয়া কোচবিহারের 6 জন

11 মার্চ দিল্লির নিজ়ামউদ্দিন থেকে কোচবিহারে ফিরেছিলেন এই ছ'জন । আপাতত সুস্থ রয়েছেন তাঁরা । শরীরে কোরোনার কোনও উপসর্গ নেই ।

image
ছবি
author img

By

Published : Apr 1, 2020, 6:37 PM IST

Updated : Apr 1, 2020, 6:50 PM IST

কোচবিহার, 31 মার্চ : দিল্লির নিজ়ামউদ্দিনে যাওয়া কোচবিহারের 6 জন বর্তমানে সুস্থ । স্বাস্থ্য পরীক্ষার পর জানানো হয়েছে, তাঁদের শরীরে কোরোনার কোনও উপসর্গ পাওয়া যায়নি । আপাতত স্বাস্থ্য দপ্তরের নজরদারিতে রয়েছেন তাঁরা ।

নিজ়ামউদ্দিন এলাকার এক মসজিদে তাবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর কোরোনা সংক্রমিত হয়ে ইতিমধ্যেই কয়েকজনের মৃত্যু হয়েছে । ঘটনায় আতঙ্কিত পুরো দেশ । রাজ্যগুলির তরফেও কড়া নজরদারি চলছে । যাঁরা ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁদের খুঁজে বের করা হচ্ছে । চলছে স্বাস্থ্য পরীক্ষা । অনেককেই কোয়ারানটাইনে বা আইসোলেশনে পাঠানো হচ্ছে। এঁদের মধ্যে কোচবিহার জেলা থেকে রয়েছেন ছ'জন । খবরটা জানাজানি হওয়ার পরই আতঙ্ক ছড়ায় পুরো জেলায় । 11 মার্চ এই ছ'জন কোচবিহারে ফিরে আসেন । তড়িঘড়ি তাঁদের বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা । কিন্তু, কোরোনার কোনও উপসর্গ মেলেনি তাঁদের শরীরে । 14 দিন পেরিয়ে গেছে । তবুও হোম কোয়ারানটাইনে রাখা হয়েছে তাঁদের ।

কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান বলেন, "এই মুহূর্তে কোচবিহার ইনডোর স্টেডিয়ামের কোয়ারানটাইন সেন্টারে 20 জন ও তুফানগঞ্জ হাসপাতালের কোয়ারানটাইন সেন্টারে 3 জন রয়েছেন ।" কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানা গেছে, কোরোনায় মৃত কালিম্পঙের মহিলার সহযাত্রীর নমুনার রিপোর্টও নেগেটিভ এসেছে।

কোচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুমিত গাঙ্গুলি বলেন, "কোরোনায় মৃত কালিম্পঙের মহিলার সহযাত্রী ওই ছাত্র আইসোলেশনে ভরতি ছিল। নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। ইতিমধ্যে কোচবিহার জেলায় মোট 10 হাজার 165 জনকে হোম কোয়ারানটাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।"

কোচবিহার, 31 মার্চ : দিল্লির নিজ়ামউদ্দিনে যাওয়া কোচবিহারের 6 জন বর্তমানে সুস্থ । স্বাস্থ্য পরীক্ষার পর জানানো হয়েছে, তাঁদের শরীরে কোরোনার কোনও উপসর্গ পাওয়া যায়নি । আপাতত স্বাস্থ্য দপ্তরের নজরদারিতে রয়েছেন তাঁরা ।

নিজ়ামউদ্দিন এলাকার এক মসজিদে তাবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর কোরোনা সংক্রমিত হয়ে ইতিমধ্যেই কয়েকজনের মৃত্যু হয়েছে । ঘটনায় আতঙ্কিত পুরো দেশ । রাজ্যগুলির তরফেও কড়া নজরদারি চলছে । যাঁরা ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁদের খুঁজে বের করা হচ্ছে । চলছে স্বাস্থ্য পরীক্ষা । অনেককেই কোয়ারানটাইনে বা আইসোলেশনে পাঠানো হচ্ছে। এঁদের মধ্যে কোচবিহার জেলা থেকে রয়েছেন ছ'জন । খবরটা জানাজানি হওয়ার পরই আতঙ্ক ছড়ায় পুরো জেলায় । 11 মার্চ এই ছ'জন কোচবিহারে ফিরে আসেন । তড়িঘড়ি তাঁদের বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা । কিন্তু, কোরোনার কোনও উপসর্গ মেলেনি তাঁদের শরীরে । 14 দিন পেরিয়ে গেছে । তবুও হোম কোয়ারানটাইনে রাখা হয়েছে তাঁদের ।

কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান বলেন, "এই মুহূর্তে কোচবিহার ইনডোর স্টেডিয়ামের কোয়ারানটাইন সেন্টারে 20 জন ও তুফানগঞ্জ হাসপাতালের কোয়ারানটাইন সেন্টারে 3 জন রয়েছেন ।" কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানা গেছে, কোরোনায় মৃত কালিম্পঙের মহিলার সহযাত্রীর নমুনার রিপোর্টও নেগেটিভ এসেছে।

কোচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুমিত গাঙ্গুলি বলেন, "কোরোনায় মৃত কালিম্পঙের মহিলার সহযাত্রী ওই ছাত্র আইসোলেশনে ভরতি ছিল। নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। ইতিমধ্যে কোচবিহার জেলায় মোট 10 হাজার 165 জনকে হোম কোয়ারানটাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।"

Last Updated : Apr 1, 2020, 6:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.