ETV Bharat / state

Transformer Blast in Dinhata : দিনহাটায় ট্রান্সফরমার বিস্ফোরণ, জখম 5 - কোচবিহার

কোচবিহারের দিনহাটায় ট্রান্সফরমার সারাই করতে গিয়ে বিস্ফোরণ । ঘটনায় বিদ্যুৎ কর্মী-সহ আরও 4 জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন (Transformer Blast in Dinhata) ৷

Cooch Behar Dinhata transformer blast
কোচবিহারের দিনহাটায় ট্রান্সফরমার ব্লাস্ট
author img

By

Published : Apr 19, 2022, 4:14 PM IST

দিনহাটা, 19 এপ্রিল : বিকল ট্রান্সফরমার সারাই চলাকালীন বিস্ফোরণ ঘটে জখম হলেন 5 জন । সোমবার রাতে দিনহাটার বালাকান্দি গ্রামে ওই ঘটনা ঘটেছে । গুরুতর জখম অবস্থায় আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । আপাতত তাঁরা সেখানেই চিকিৎসাধীন (5 injured hospitalised as transformer blast in Dinhata Cooch Behar) ।

জানা গিয়েছে, রবিবার রাতে ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে । এরপর বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে সোমবার রাতে ট্রান্সফরমারটি সারাই করা হয় । এরপর ট্রান্সফরমারের সুইচ অন করতেই ট্রান্সফরমারটি ব্লাস্ট করে । এতে সাদ্দাম হোসেন-সহ এক বিদ্যুৎ কর্মী এবং আরও তিনজন জখম হয়েছেন ।

আরও পড়ুন : Cooch Behar Storm : বিধ্বংসী ঝড়ে কোচবিহারে মৃত 2, আহত 50

এলাকার পঞ্চায়েত সদস্য রেজাউল করিম বলেন, "ট্রান্সফরমার সারাইয়ের পর সুইচ অন করতেই ব্লাস্ট হয়ে যায় । ওই ঘটনায় বিদ্যুৎ বণ্টন কোম্পানির এক কর্মীর পাশাপাশি স্থানীয় 4 জন বাসিন্দাও জখম হয়েছেন ।" গোটা বিষয়টি নিয়ে বিদ্যুৎ বণ্টন কোম্পানির দিনহাটা-1 নং গ্রুপ সাপ্লাই-এর এক আধিকারিক বলেন, "কোথায় গাফিলতি ছিল, খতিয়ে দেখা হচ্ছে ।" এদিকে মঙ্গলবার সকাল থেকে ওই ট্রান্সফরমার সরিয়ে নতুন ট্রান্সফরমার লাগানোর কাজ শুরু করেছে বিদ্যুৎ বণ্টন কোম্পানি ৷

দিনহাটা, 19 এপ্রিল : বিকল ট্রান্সফরমার সারাই চলাকালীন বিস্ফোরণ ঘটে জখম হলেন 5 জন । সোমবার রাতে দিনহাটার বালাকান্দি গ্রামে ওই ঘটনা ঘটেছে । গুরুতর জখম অবস্থায় আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । আপাতত তাঁরা সেখানেই চিকিৎসাধীন (5 injured hospitalised as transformer blast in Dinhata Cooch Behar) ।

জানা গিয়েছে, রবিবার রাতে ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে । এরপর বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে সোমবার রাতে ট্রান্সফরমারটি সারাই করা হয় । এরপর ট্রান্সফরমারের সুইচ অন করতেই ট্রান্সফরমারটি ব্লাস্ট করে । এতে সাদ্দাম হোসেন-সহ এক বিদ্যুৎ কর্মী এবং আরও তিনজন জখম হয়েছেন ।

আরও পড়ুন : Cooch Behar Storm : বিধ্বংসী ঝড়ে কোচবিহারে মৃত 2, আহত 50

এলাকার পঞ্চায়েত সদস্য রেজাউল করিম বলেন, "ট্রান্সফরমার সারাইয়ের পর সুইচ অন করতেই ব্লাস্ট হয়ে যায় । ওই ঘটনায় বিদ্যুৎ বণ্টন কোম্পানির এক কর্মীর পাশাপাশি স্থানীয় 4 জন বাসিন্দাও জখম হয়েছেন ।" গোটা বিষয়টি নিয়ে বিদ্যুৎ বণ্টন কোম্পানির দিনহাটা-1 নং গ্রুপ সাপ্লাই-এর এক আধিকারিক বলেন, "কোথায় গাফিলতি ছিল, খতিয়ে দেখা হচ্ছে ।" এদিকে মঙ্গলবার সকাল থেকে ওই ট্রান্সফরমার সরিয়ে নতুন ট্রান্সফরমার লাগানোর কাজ শুরু করেছে বিদ্যুৎ বণ্টন কোম্পানি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.