ETV Bharat / state

বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে চেয়ে 41টি আবেদনপত্র কোচবিহারে - বিজেপির সাংগঠনিক জেলা

বিজেপি সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় 9 টি বিধানসভা কেন্দ্র থাকলেও বিজেপির সাংগঠনিক জেলা কোচবিহারে 8টি বিধানসভা কেন্দ্র রয়েছে। মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রটি জলপাইগুড়ির সাংগঠনিক জেলার মধ্যে পড়েছে । সামনে বিধানসভা নির্বাচন। বিভিন্ন কেন্দ্রের জন্য প্রার্থী বাছাইয়ের তোড়জোড় চলছে। সেই সময়ে প্রার্থী হতে চেয়ে ইতিমধ্যেই 41 জন আবেদনপত্র জমা দিয়েছে ৷

41 person apply for candidature of 2021 assembly election as bjp candidate in coochbehar
বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে চেয়ে 41টি আবেদনপত্র কোচবিহারে
author img

By

Published : Jan 28, 2021, 3:40 PM IST

কোচবিহার, 28 জানুয়ারি : 2021-র বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে কোচবিহারে বিজেপির সাংগঠনিক জেলার আটটি বিধানসভা কেন্দ্র থেকে 41 টি আবেদনপত্র জমা পড়ল । বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে বায়োডাটা সহ আবেদনপত্র জমা পড়েছে । জেলা কার্যালয়ের পাশাপাশি অনেকেই বিজেপির রাজ্য পার্টি অফিসে প্রার্থী হতে চেয়ে আবেদনপত্র জমা দিয়েছে। বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, ‘‘জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে চেয়ে অনেকেই আবেদন জমা দিয়েছেন। সমস্ত আবেদনপত্র কলকাতায় রাজ্য দফতরে পাঠিয়ে দেওয়া হবে।’’

আরও পড়ুন : বিজেপি-র কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ কোচবিহারে

বিজেপি সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় 9 টি বিধানসভা কেন্দ্র থাকলেও বিজেপির সাংগঠনিক জেলা কোচবিহারে 8টি বিধানসভা কেন্দ্র রয়েছে। মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রটি জলপাইগুড়ির সাংগঠনিক জেলার মধ্যে পড়েছে । সামনে বিধানসভা নির্বাচন। বিভিন্ন কেন্দ্রের জন্য প্রার্থী বাছাইয়ের তোড়জোড় চলছে। সেই সময়ে প্রার্থী হতে চেয়ে ইতিমধ্যেই 41 জন আবেদনপত্র জমা দিয়েছে ৷ প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে কোচবিহার জেলার ন’টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীরা তৃণমূলের প্রার্থীর চেয়ে বেশি ভোটে এগিয়েছিল। ফলে ভোট ব্য়াঙ্ক যেমন বেড়েছে, তেমনই কোচবিহারে সংগঠনও শক্তিশালী হয়েছে বিজেপির । আর সেই কারণেই, প্রার্থী হতে চেয়ে অনেকেই ইচ্ছাপ্রকাশ করে আবেদনপত্র জমা দিয়েছেন । আবেদনকারীদের মধ্যে অনেকেই আছেন যারা 2016 বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন । আবার অনেকে রয়েছেন যাঁরা প্রথমবার প্রার্থী হতে চেয়ে আবেদন করেছেন। কার ভাগ্যে এখন শিঁকে ছেড়ে সেটাই দেখার।

কোচবিহার, 28 জানুয়ারি : 2021-র বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে কোচবিহারে বিজেপির সাংগঠনিক জেলার আটটি বিধানসভা কেন্দ্র থেকে 41 টি আবেদনপত্র জমা পড়ল । বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে বায়োডাটা সহ আবেদনপত্র জমা পড়েছে । জেলা কার্যালয়ের পাশাপাশি অনেকেই বিজেপির রাজ্য পার্টি অফিসে প্রার্থী হতে চেয়ে আবেদনপত্র জমা দিয়েছে। বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, ‘‘জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে চেয়ে অনেকেই আবেদন জমা দিয়েছেন। সমস্ত আবেদনপত্র কলকাতায় রাজ্য দফতরে পাঠিয়ে দেওয়া হবে।’’

আরও পড়ুন : বিজেপি-র কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ কোচবিহারে

বিজেপি সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় 9 টি বিধানসভা কেন্দ্র থাকলেও বিজেপির সাংগঠনিক জেলা কোচবিহারে 8টি বিধানসভা কেন্দ্র রয়েছে। মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রটি জলপাইগুড়ির সাংগঠনিক জেলার মধ্যে পড়েছে । সামনে বিধানসভা নির্বাচন। বিভিন্ন কেন্দ্রের জন্য প্রার্থী বাছাইয়ের তোড়জোড় চলছে। সেই সময়ে প্রার্থী হতে চেয়ে ইতিমধ্যেই 41 জন আবেদনপত্র জমা দিয়েছে ৷ প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে কোচবিহার জেলার ন’টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীরা তৃণমূলের প্রার্থীর চেয়ে বেশি ভোটে এগিয়েছিল। ফলে ভোট ব্য়াঙ্ক যেমন বেড়েছে, তেমনই কোচবিহারে সংগঠনও শক্তিশালী হয়েছে বিজেপির । আর সেই কারণেই, প্রার্থী হতে চেয়ে অনেকেই ইচ্ছাপ্রকাশ করে আবেদনপত্র জমা দিয়েছেন । আবেদনকারীদের মধ্যে অনেকেই আছেন যারা 2016 বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন । আবার অনেকে রয়েছেন যাঁরা প্রথমবার প্রার্থী হতে চেয়ে আবেদন করেছেন। কার ভাগ্যে এখন শিঁকে ছেড়ে সেটাই দেখার।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.