কোচবিহার, 11 জুলাই : একসঙ্গে 19 জন কোরোনা সংক্রামিত রোগীর খোঁজ মেলায় চাঞ্চল্য দিনহাটায়। এদের মধ্যে দিনহাটা শহরের একই বাড়ির দুই সদস্য রয়েছেন। রিপোর্ট পজিটি়ভ আসতেই স্বাস্থ্যকর্মীরা তাদের কোভিড হাসপাতালে ভরতির জন্য নিয়ে যায় ৷ এনিয়ে কোচবিহার জেলায় মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা দাঁড়ালো 27। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, আক্রান্তদের বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
কোচবিহার জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলায় শনিবার বিকেল পর্যন্ত একাধিক স্বাস্থ্যকর্মী সহ মোট 308 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। ইতিমধ্যে 300 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৷ এদিন দিনহাটার 19 জনের শরীরে সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় 327।
আজ দিনহাটা শহরের যে দুজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে তারা সম্পর্কে কাকা -ভাইপো। একজন কাপড় ব্যবসায়ী ও অপরজন মিষ্টি ব্যবসায়ী। দু'জনেই বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। দিনকয়েক আগে তাদের নমুনা সংগ্রহ করা হয়। এরপর এদিন পজিটি়ভ আসে।