ETV Bharat / state

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি, উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা - দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে আগামী 48 ঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা । উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টি এমন কী শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাল আবহাওয়া অফিস ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 13, 2019, 9:09 PM IST

Updated : May 13, 2019, 9:50 PM IST

কলকাতা, 13 মে : আগামী 48 ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা । জানাল আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণবঙ্গে আগামী 48 ঘণ্টায় তাপমাত্রা না বাড়লেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে । অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী 24 ঘণ্টায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা । এমন কী কয়েকটি জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

বিহার ও ছত্তিশগড়ের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । সেইসঙ্গে রাজ্যের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা থাকার ফলেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুলনামূলকভাবে তাপমাত্রা বেশ খানিকটা কমেছে । বেশ কিছু জায়গায় আকাশ মেঘলা ছিল । গত 24 ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও নদিয়াতে সামান্য বৃষ্টি হয়েছে । আগামী 48 ঘণ্টায় নতুন করে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কম । আংশিক মেঘলা আকাশ থাকবে । আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কিন্তু বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ও সেইসঙ্গে মেঘ থাকায় আর্দ্রতাজনিত কষ্ট বজায় থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা না বাড়লেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে ।

ভিডিয়োয় শুনুন

গতকাল উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হয়েছে । আগামী 24 ঘণ্টা পর উত্তরবঙ্গের পাঁচ জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এমন কী শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা, 13 মে : আগামী 48 ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা । জানাল আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণবঙ্গে আগামী 48 ঘণ্টায় তাপমাত্রা না বাড়লেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে । অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী 24 ঘণ্টায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা । এমন কী কয়েকটি জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

বিহার ও ছত্তিশগড়ের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । সেইসঙ্গে রাজ্যের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা থাকার ফলেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুলনামূলকভাবে তাপমাত্রা বেশ খানিকটা কমেছে । বেশ কিছু জায়গায় আকাশ মেঘলা ছিল । গত 24 ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও নদিয়াতে সামান্য বৃষ্টি হয়েছে । আগামী 48 ঘণ্টায় নতুন করে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কম । আংশিক মেঘলা আকাশ থাকবে । আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কিন্তু বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ও সেইসঙ্গে মেঘ থাকায় আর্দ্রতাজনিত কষ্ট বজায় থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা না বাড়লেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে ।

ভিডিয়োয় শুনুন

গতকাল উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হয়েছে । আগামী 24 ঘণ্টা পর উত্তরবঙ্গের পাঁচ জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এমন কী শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস।

Last Updated : May 13, 2019, 9:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.