কলকাতা, 2 জুলাই : কাটমানি নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি । কাটমানি ফেরতের দাবিতে জেলায় জেলায় চলছে বিক্ষোভ । আগেই সরকারি প্রকল্পে কাটমানি রুখতে অভিযোগ জানাতে গ্রিভেন্স সেল খোলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে । এবার সেই সেলের দায়িত্ব দেওয়া হল একজন IAS অফিসারকে । IAS বরুণ কুমার রায়কে দেওয়া হল দায়িত্ব । এর আগে তিনি মালদা ডিভিশনের কমিশনারের দায়িত্বে ছিলেন।
এ বার মুখ্যমন্ত্রীর দফতরে CMO-তে প্রিন্সিপাল সেক্রেটারি পদমর্যাদায় OSD (বিশেষ দায়িত্বপ্রাপ্ত অফিসার) হিসেবে নিয়োগ করা হল তাঁকে । সরকারি প্রকল্পে আর্থিক তছরুপের বিষয়টি এবার থেকে সরাসরি তিনিই দেখবেন ।
সম্প্রতি কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী তোলেন কাটমানি প্রসঙ্গ । বলেন, "কে, কোথা থেকে কাটমানি তুলছে আমার কাছে সব খবর আছে । তাদের জন্যই আমার এত বদনাম । " সেইসঙ্গে অবিলম্বে কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দেন তিনি । তারপর থেকেই রাজ্যজুড়ে কাটমানি ফেরতের দাবিতে শুরু হয় বিক্ষোভ । বিক্ষোভের জেরে শাসক দলের অনেক নেতা-কর্মীরাই ঘরছাড়া । তবে এই বিক্ষোভে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা হচ্ছে বলে কয়েকদিন আগেই বলেছিলেন রাজ্যের ADG (আইন শৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং । সেই সূত্রেই তিনি সমস্ত পুলিশ সুপার এবং কমিশনারদের নির্দেশ দেন কাটমানি সংক্রান্ত অভিযোগ এলে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে । প্রয়োজনে করতে হবে মামলা । রাজ্যের নাগরিকদের কাছে তিনি আবেদন জানান, আইন নিজের হাতে তুলে না নিতে । বিক্ষোভ না দেখিয়ে কাটমানি সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার অনুরোধ করেন তিনি । আশ্বাস দেন, কাটমানির টাকা ফেরত দিতে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করবে পুলিশ । কিন্তু তার আবেদনে খুব একটা কাজ যে হয়নি তা অবশ্য স্পষ্ট, কারণ এরপরেও তৃণমূল নেতা-কর্মীদের বাড়ি ঘিরে চলছে বিক্ষোভ ।
রাজ্যের এই পরিস্থিতির মধ্যেই নবান্নর তরফে একটি নির্দেশিকা জারি করা হয় গতকাল । নির্দেশিকায় বলা হয়, IAS বরুণ কুমার রায়কে সরকারি প্রকল্পে আর্থিক তছরুপ রুখতে নিয়োগ করা হয়েছে । তিনি সরকারি প্রকল্পগুলির হাল-হকিকত নিজে দেখবেন । অর্থাৎ দুই টাকা কেজি দরে চাল থেকে শুরু করে কন্যাশ্রী কিংবা বিধবা ভাতায় যদি কেউ কাটমানি নেন তাহলে সেবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বরুণ কুমার রায় ।