হায়দরাবাদ, 5 নভেম্বর: দিওয়ালিতে প্রতিযোগিতা হলেও সমানে সমানে টক্কর দিচ্ছে 'সিংঘম এগেইন' ও 'ভুল ভুলাইয়া 3' ৷ প্রথমদিন থেকেই প্রেক্ষাগৃহে দু'টি ছবি ভালো ব্যবসা দিয়ে পথ চলা শুরু করেছে ৷ অজয় দেবগণ অভিনীত, রোহিত শেঠ্ঠী পরিচালিত 'সিংঘম এগেইন' ভারতে ও গ্লোবালি মোটা অঙ্কের টাকা গুনছে ৷ অন্যদিকে আনিজ বাজমি পরিচালিত, কার্তিক আরিয়ান অভিনীত 'ভুল ভুলাইয়া 3'-ও কম যায় না ৷
- সিংঘম এগেইন ভার্সেস ভুল ভুলাইয়া 3 বক্সঅফিস কালেকশন (চতুর্থদিন)
ইন্ডাস্ট্রি ট্র্যেকার স্যাকনিল্ক অনুযায়ী, সোমবারও বক্সঅফিসের মাটি শক্ত করে ধরে রেখেছে সিংঘম এগেইন ও ভুল ভুলাইয়া 3 ৷ সিংঘম এগেইন আয় করেছে 18 কোটি টাকার বেশি ৷ তবে তা রবিবারের থেকে কম ৷ রবিবার ছবির আয় ছিল 35.75 কোটি টাকা ৷ অন্যদিকে, ভুল ভুলাইয়া 3 ঘরে তুলেছে 17.8 কোটি টাকা ৷ চারদিনে ছবির আয় 129.4 কোটি টাকা ৷
- গ্লোবাল কালেকশন
গ্লোবালি দুটি ছবিই ব্যবসার দিক থেকে খুব বেশি পার্থক্য একে অপরের থেকে করতে পারেনি ৷ 'সিংঘম এগেইন' এখন পর্যন্ত মোট আয় করেছে 186 কোটি টাকা ৷ অর্থাৎ খুব তাড়াতাড়ি 200 কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে অজয়ের অ্যাকশন প্যাকড সিনেমা ৷ অন্যদিকে মাত্র এক কোটি টাকা কম আয় করে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে 'ভুল ভুলাইয়া 3' ৷ হরর-কমেডি ছবির আয় 185 কোটি টাকা ৷
কপ ইউনিভার্সে এই ছবিতে আবারও অজয় দেবগণ ফিরেছেন বাজিরাও সিংঘমের চরিত্রে ৷ মাইথোলজিক্যাল রামায়ণ ছবির চিত্রনাট্যের মূল থিম ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে করিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, অর্জুন কাপুর, রণবীর সিং ও টাইগার শ্রফকে ৷ ক্যামিও চরিত্রে চুলবুল পাণ্ডে সলমন খান ৷
অন্যদিকে, আনিজ বাজমি রুহবাবা কার্তিক আরিয়ানকে যেমন ফিরিয়ে এনেছেন, তেমন বিদ্যা বালানকে মঞ্জুলিকা চরিত্রে ফিরিয়ে এনেছেন ৷ উপরি পাওনা মাধুরী দীক্ষিত ৷ সঙ্গে অবশ্যই ন্যাশনাল ক্রাশ তৃপ্তি দিমরি ৷ হরর-কমেডি জোনের এই ছবিও দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ৷ এখন দেখার, চলতি সপ্তাহে কোন ছবি কতটা এগিয়ে থাকে ৷