কলকাতা, 13 মে : পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের (POJK) কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভরতি না হওয়ার সতর্কীকরণ জারি করল UGC । আজ একটি বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে UGC । কারণ ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলি ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত নয় । সেইসঙ্গে কোনও বিধিবদ্ধ কর্তৃপক্ষ দ্বারা স্বীকৃত নয় । তাই পড়ুয়াদের পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট ও বাল্টিস্তানের কোনও কলেজ, বিশ্ববিদ্যালয় বা টেকনিকাল প্রতিষ্ঠানে ভরতি না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।
আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব রজনীশ জৈন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর ভারত সরকারের অবিচ্ছেদ্য অঙ্গ এবং সেখানে অবস্থিত বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেকনিকাল প্রতিষ্ঠান এবং অন্য প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত নয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC), অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকেল এডুকেশন (AICTE), মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI)-এর মতো বিধিবদ্ধ কর্তৃপক্ষ দ্বারা স্বীকৃত নয়। তাই পড়ুয়াদের সতর্ক করা হচ্ছে বা পরামর্শ দেওয়া হচ্ছে বেআইনিভাবে পাকিস্তান অধিকৃত তথাকথিত আজাদ জম্মু ও কাশ্মীর এবং গিলগিট বাল্টিস্তান যা ভারত সরকার দ্বারা স্বীকৃত নয় এমন এলাকার কলেজ, বিশ্ববিদ্যালয় বা টেকনিকাল প্রতিষ্ঠানে ভরতি না হতে।