কলকাতা, 3 মে : লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়কে সাম্মানিক D.Litt দিতে চলেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় । আগামী 8 মে রবীন্দ্রভারতীর সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এই সম্মান দেওয়া হবে ।
আগামী 8 মে সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে 44 তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান । অনুষ্ঠানে লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় ছাড়াও সাম্মানিক D.Litt দেওয়া হবে নৃত্যশিল্পী সোনাল মানসিংহ , সংগীতশিল্পী ও তবলা বাদক স্বপন চৌধুরিকে ।
গতকাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি জানান, সমাবর্তন ভাষণ দেবেন বিশিষ্ট অধ্যাপক ভি এন ঝা । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । সমাবর্তনে D.Litt-এর পাশাপাশি অন্যান্য অ্যাওয়ার্ডও দেওয়া হবে । ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নৃত্যের জন্য কলাবতী দেবীকে দেওয়া হবে। নাটকের জন্য এই অ্যাওয়ার্ড পাবেন মায়া ঘোষ। পণ্ডিত মনিলাল নাগ সংগীতের জন্য, ভিজ়ুয়াল আর্টসের জন্য ওয়াসিম কাপুরকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। ফোকলোর রিসার্চের জন্য আচার্য দীনেশ চন্দ্র মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেওয়া হবে শুভেন্দু মাইতিকে।