ETV Bharat / state

সঞ্জীব চট্টোপাধ্যায়কে সাম্মানিক D.Litt দিচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

44 তম সমাবর্তন অনুষ্ঠানে লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়কে সাম্মানিক D.Litt দিতে চলেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
author img

By

Published : May 3, 2019, 3:13 PM IST

Updated : May 3, 2019, 10:01 PM IST

কলকাতা, 3 মে : লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়কে সাম্মানিক D.Litt দিতে চলেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় । আগামী 8 মে রবীন্দ্রভারতীর সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এই সম্মান দেওয়া হবে ।

আগামী 8 মে সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে 44 তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান । অনুষ্ঠানে লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় ছাড়াও সাম্মানিক D.Litt দেওয়া হবে নৃত্যশিল্পী সোনাল মানসিংহ , সংগীতশিল্পী ও তবলা বাদক স্বপন চৌধুরিকে ।

গতকাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি জানান, সমাবর্তন ভাষণ দেবেন বিশিষ্ট অধ্যাপক ভি এন ঝা । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । সমাবর্তনে D.Litt-এর পাশাপাশি অন্যান্য অ্যাওয়ার্ডও দেওয়া হবে । ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নৃত্যের জন্য কলাবতী দেবীকে দেওয়া হবে। নাটকের জন্য এই অ্যাওয়ার্ড পাবেন মায়া ঘোষ। পণ্ডিত মনিলাল নাগ সংগীতের জন্য, ভিজ়ুয়াল আর্টসের জন্য ওয়াসিম কাপুরকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। ফোকলোর রিসার্চের জন্য আচার্য দীনেশ চন্দ্র মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেওয়া হবে শুভেন্দু মাইতিকে।

কলকাতা, 3 মে : লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়কে সাম্মানিক D.Litt দিতে চলেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় । আগামী 8 মে রবীন্দ্রভারতীর সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এই সম্মান দেওয়া হবে ।

আগামী 8 মে সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে 44 তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান । অনুষ্ঠানে লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় ছাড়াও সাম্মানিক D.Litt দেওয়া হবে নৃত্যশিল্পী সোনাল মানসিংহ , সংগীতশিল্পী ও তবলা বাদক স্বপন চৌধুরিকে ।

গতকাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি জানান, সমাবর্তন ভাষণ দেবেন বিশিষ্ট অধ্যাপক ভি এন ঝা । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । সমাবর্তনে D.Litt-এর পাশাপাশি অন্যান্য অ্যাওয়ার্ডও দেওয়া হবে । ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নৃত্যের জন্য কলাবতী দেবীকে দেওয়া হবে। নাটকের জন্য এই অ্যাওয়ার্ড পাবেন মায়া ঘোষ। পণ্ডিত মনিলাল নাগ সংগীতের জন্য, ভিজ়ুয়াল আর্টসের জন্য ওয়াসিম কাপুরকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। ফোকলোর রিসার্চের জন্য আচার্য দীনেশ চন্দ্র মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেওয়া হবে শুভেন্দু মাইতিকে।

Intro:কলকাতা, ৩০ এপ্রিল: আগামী ৭ যে প্রকাশিত হতে চলেছে CISCE-র ক্লাস টেন (ICSE) ও ক্লাস টুয়েলভ (ISC) পরীক্ষার ফলাফল। আজ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমনই জানিয়েছেন CISCE-র চিফ এক্সিকিউটিভ অ্যান্ড সেক্রেটারি জেরি আরাথন। তিনি জানিয়েছেন, ৭ মে দুপুর ৩টের সময় উত্তরপ্রদেশের নয়ডায় সংসদের অফিসে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে।

Body:এই বছর CISCE-র ক্লাস টেনের পরীক্ষা শুরু হয়েছিল ২২ ফেব্রুয়ারি। শেষ হয়েছিল ২৫ মার্চ। ক্লাস টুয়েলভের পরীক্ষা শুরু হয়েছিল ৪ ফেব্রুয়ারি। শেষ হয়েছিল ২৫ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৩৬ দিনের মাথায় আগামী ৭ মে ফল প্রকাশ করছে সংসদ। CISCE-র ওয়েবসাইটে দেওয়া পরীক্ষার সিডিউলে বলা হয়েছে, জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট স্কুলের প্রধানদের কাছে পাঠিয়ে দেওয়া হবে পড়ুয়াদের মার্কশিট।

গত বছর ICSE পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১ লক্ষ ৬৩ হাজার ৩৮৭ জন পড়ুয়া। পাশের হার ছিল ৯৮.৫৫ শতাংশ। গত বছর ISC পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৮০ হাজার ৮৮০ জন পড়ুয়া। ফলাফল প্রকাশ হয়েছিল মে। পাশের হার ছিল ৯৬.৩০ শতাংশ। দু'টি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল ১৪ মে।


Conclusion:
Last Updated : May 3, 2019, 10:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.