কলকাতা, 27 মার্চ : পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। সেজন্য বিধায়কের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে জেলাশাসক তথা জেলা ইলেকশন অফিসার অরবিন্দ কুমার মিনার কাছ থেকে রিপোর্ট তলব করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
শনিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে চোপড়ায় জনসভা করেন তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। সভায় তিনি বলেন, "লক্ষ্মীপুর সহ একাধিক এলাকায় যত ঝামেলা হচ্ছে সেজন্য দায়ি পুলিশ। বারবার বলা সত্ত্বেও পদক্ষেপ নেয়নি পুলিশ। পুলিশই বড় বালি মাফিয়া। আমি বলছি, নির্বাচনী আচরণ বিধি না থাকলে একরাতে থানা ঘেরাও করে পুলিশের 32টা দাঁত খুলে হাতে ধরিয়ে দেব।"
এই মন্তব্যের জেরে উত্তর দিনাজপুরের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিতর্ক শুরু হয়। অভিযোগ জমা পড়ে। তারপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে রিপোর্ট তলব করা হয়। এই প্রসঙ্গে জেলা ইলেকশন অফিসার বলেন, "আমি এরকম কোনও নির্দেশ এখনও পাইনি।"