কলকাতা , 4 জুন: মহারাষ্ট্র নিবাসে শুরু হয়েছে BJP-র নির্বাচনী পর্যালোচনা বৈঠক । বৈঠকে রয়েছেন রাজ্যের 18টি আসনের জয়ী প্রার্থীরা । এছাড়া রয়েছেন দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, অরবিন্দ মেনন ও শিবপ্রকাশ সহ রাজ্য কমিটির সমস্ত সদস্য ।
বৈঠকে মূলত রাজ্যে 42টি লোকসভা আসনের নির্বাচনী ফলাফলের চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা । উল্লেখ্য, লোকসভায় রাজ্যে BJP-র প্রাপ্ত আসন সংখ্যা 18 । নির্বাচনের আগে দিলীপবাবু দাবি করেছিলেন রাজ্যে BJP এবার 23-টির মত আসন পাবে । কিন্তু ফলাফল ভালো হলেও লক্ষ্যে পৌঁছতে পারেনি BJP । আজকের বৈঠকে যে সমস্ত কেন্দ্রে BJP আশানুরূপ ফল করেনি বা যে সমস্ত কেন্দ্রে তাদের পরাজয় হয়েছে সেগুলি নিয়ে আলোচনা করা হবে । কী কারণে পরাজয় সেই সংক্রান্ত রিপোর্টও চাওয়া হবে দলের সভাপতি ও সংশ্লিষ্ট জেলার পর্যবেক্ষকদের থেকে । এছাড়া রাজ্যের একাধিক পৌরসভা নির্বাচন ও কলকাতা পৌরসভা নির্বাচন নিয়েও তৈরি হবে দলের ভবিষ্যত রণনীতি ।