ETV Bharat / state

কলকাতায় BJP-র নির্বাচনী পর্যালোচনা বৈঠক

কলকাতার মহারাষ্ট্র নিবাসে শুরু হল BJP-র নির্বাচনী পর্যালোচনা বৈঠক । বৈঠকে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, অরবিন্দ মেনন ও শিবপ্রকাশ সহ দলের রাজ্য কমিটির সমস্ত সদস্য ।

BJP-র নির্বাচনী পর্যালোচনা বৈঠক
author img

By

Published : Jun 4, 2019, 1:54 PM IST

Updated : Jun 4, 2019, 3:19 PM IST

কলকাতা , 4 জুন: মহারাষ্ট্র নিবাসে শুরু হয়েছে BJP-র নির্বাচনী পর্যালোচনা বৈঠক । বৈঠকে রয়েছেন রাজ্যের 18টি আসনের জয়ী প্রার্থীরা । এছাড়া রয়েছেন দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, অরবিন্দ মেনন ও শিবপ্রকাশ সহ রাজ্য কমিটির সমস্ত সদস্য ।

বৈঠকে মূলত রাজ্যে 42টি লোকসভা আসনের নির্বাচনী ফলাফলের চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা । উল্লেখ্য, লোকসভায় রাজ্যে BJP-র প্রাপ্ত আসন সংখ্যা 18 । নির্বাচনের আগে দিলীপবাবু দাবি করেছিলেন রাজ্যে BJP এবার 23-টির মত আসন পাবে । কিন্তু ফলাফল ভালো হলেও লক্ষ্যে পৌঁছতে পারেনি BJP । আজকের বৈঠকে যে সমস্ত কেন্দ্রে BJP আশানুরূপ ফল করেনি বা যে সমস্ত কেন্দ্রে তাদের পরাজয় হয়েছে সেগুলি নিয়ে আলোচনা করা হবে । কী কারণে পরাজয় সেই সংক্রান্ত রিপোর্টও চাওয়া হবে দলের সভাপতি ও সংশ্লিষ্ট জেলার পর্যবেক্ষকদের থেকে । এছাড়া রাজ্যের একাধিক পৌরসভা নির্বাচন ও কলকাতা পৌরসভা নির্বাচন নিয়েও তৈরি হবে দলের ভবিষ্যত রণনীতি ।

কলকাতা , 4 জুন: মহারাষ্ট্র নিবাসে শুরু হয়েছে BJP-র নির্বাচনী পর্যালোচনা বৈঠক । বৈঠকে রয়েছেন রাজ্যের 18টি আসনের জয়ী প্রার্থীরা । এছাড়া রয়েছেন দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, অরবিন্দ মেনন ও শিবপ্রকাশ সহ রাজ্য কমিটির সমস্ত সদস্য ।

বৈঠকে মূলত রাজ্যে 42টি লোকসভা আসনের নির্বাচনী ফলাফলের চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা । উল্লেখ্য, লোকসভায় রাজ্যে BJP-র প্রাপ্ত আসন সংখ্যা 18 । নির্বাচনের আগে দিলীপবাবু দাবি করেছিলেন রাজ্যে BJP এবার 23-টির মত আসন পাবে । কিন্তু ফলাফল ভালো হলেও লক্ষ্যে পৌঁছতে পারেনি BJP । আজকের বৈঠকে যে সমস্ত কেন্দ্রে BJP আশানুরূপ ফল করেনি বা যে সমস্ত কেন্দ্রে তাদের পরাজয় হয়েছে সেগুলি নিয়ে আলোচনা করা হবে । কী কারণে পরাজয় সেই সংক্রান্ত রিপোর্টও চাওয়া হবে দলের সভাপতি ও সংশ্লিষ্ট জেলার পর্যবেক্ষকদের থেকে । এছাড়া রাজ্যের একাধিক পৌরসভা নির্বাচন ও কলকাতা পৌরসভা নির্বাচন নিয়েও তৈরি হবে দলের ভবিষ্যত রণনীতি ।

Intro:
04-06-19



সুজয় ঘোষ, কলকাতা




কলকাতাঃ দক্ষিণ কলকাতা মহারাষ্ট্রনিবাসে বিজেপির নির্বাচণী পর্যালোচণা বৈঠক শুরু হল।
মূলত, লোকসভা নির্বাচণের ৪২ টি আসনের ভোটের ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষন হবে।
যে লোকসভা কেন্দ্রে বিজেপি পরাজয় ঘটেছে। তার কারণ কী। সেই বিষয়ে জেলা সভাপতি ও জেলার পর্যবেক্ষকদের থেকে রিপোর্ট চাওয়া হবে। এছাড়া রাজ্যের একাধিক পৌরসভা নির্বাচণ ও কলকাতা পৌরসভা নির্বাচণ নিয়েও দলের রণকৌশল তৈরি করা হবে। আজ লোকসভা নির্বাচণের ১৮ জন জয়ী প্রার্থী উপস্থিত থাকবেন। বৈঠকে আছেন, কৈলাস বিজয়বর্গী, দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, অরবিন্দ মেনন ও শিবপ্রাকাশ সহ রাজ্য কমিটির সমস্ত সদস্য এই বৈঠকে উপস্থিত আছেন।Body:কপিConclusion:
Last Updated : Jun 4, 2019, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.