ETV Bharat / state

চুক্তিভিত্তিক শিক্ষকদের জয়, সমকাজে সমবেতনের নির্দেশ হাইকোর্টের - same salary

চুক্তিভিত্তিক 8 শিক্ষক 2014 সালে সমকাজে সমবেতনের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । আজ হাইকোর্টের তরফে বিচারপতি মৌসুমি ভট্টাচার্য নির্দেশ দেন তাঁদের রেগুলার শিক্ষকদের সমান বেতন দিতে হবে ।

কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jul 4, 2019, 11:09 PM IST

কলকাতা, 4 জুলাই : 8 চুক্তিভিত্তিক শিক্ষককে রেগুলার শিক্ষকদের সমান বেতন দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । রেগুলার শিক্ষকদের যা বেসিক পে সেটাই চুক্তিভিত্তিক শিক্ষকদের দিতে হবে । আজ এই নির্দেশ দেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।

অনির্বাণ ঘোষ, বরুণ ঘোষ সহ 8 চুক্তিভিত্তিক শিক্ষক সমকাজে সমবেতনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 2014 সালে । 2008 সালে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে বিভিন্ন স্কুলে কাজে যোগ দিয়েছিলেন ওই শিক্ষকরা । কাজে যোগ দেওয়ার সময় বেতন ছিল 3000 টাকা । পরে তাদের বেতন বেড়ে হয় 8000 টাকা । এখন বেতন মাসে 10,000 টাকা । তাঁরা এর আগে একাধিকবার সমকাজে সমবেতনের দাবি জানিয়েছিলেন শিক্ষা দপ্তরে । কিন্তু তাতে কাজ হয়নি । তারপর তাঁরা হাইকোর্টে মামলা করেন ।

মামলাকারীদের তরফে আইনজীবী লক্ষ্মী গুপ্ত বলেন, "রেগুলার শিক্ষকদের সমান কাজ করা সত্ত্বেও বেতন কম হবে কেন ? 2017 সালে সুপ্রিমকোর্ট একটি মামলার রায়ে জানিয়েছিল সমকাজে সমবেতন দিতে হবে । আমার মক্কেলরা দিনের পর দিন বঞ্চিত হচ্ছে ।"

রাজ্যের তরফে আইনজীবী জয়তোষ মজুমদার আদালতকে পালটা বলেন,"এই শিক্ষকদের নিয়োগই করা হয়েছে চুক্তির ভিত্তিতে । সরকার কী করে তাঁদের রেগুলার শিক্ষকদের সমহারে বেতন দেবে ?"

দু'পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মৌসুমি ভট্টাচার্য রায় দেন, রেগুলার শিক্ষকদের যে বেসিক পে স্কেল রয়েছে সেটা চুক্তিভিত্তিক শিক্ষকদেরও দিতে হবে। সেই হারে বেতন দেওয়ার ক্ষেত্রে 2008 সাল থেকে এখনও পর্যন্ত ওই শিক্ষকদের যা বকেয়া রয়েছে, মিটিয়ে দিতে হবে রাজ্যকে।

কলকাতা, 4 জুলাই : 8 চুক্তিভিত্তিক শিক্ষককে রেগুলার শিক্ষকদের সমান বেতন দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । রেগুলার শিক্ষকদের যা বেসিক পে সেটাই চুক্তিভিত্তিক শিক্ষকদের দিতে হবে । আজ এই নির্দেশ দেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।

অনির্বাণ ঘোষ, বরুণ ঘোষ সহ 8 চুক্তিভিত্তিক শিক্ষক সমকাজে সমবেতনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 2014 সালে । 2008 সালে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে বিভিন্ন স্কুলে কাজে যোগ দিয়েছিলেন ওই শিক্ষকরা । কাজে যোগ দেওয়ার সময় বেতন ছিল 3000 টাকা । পরে তাদের বেতন বেড়ে হয় 8000 টাকা । এখন বেতন মাসে 10,000 টাকা । তাঁরা এর আগে একাধিকবার সমকাজে সমবেতনের দাবি জানিয়েছিলেন শিক্ষা দপ্তরে । কিন্তু তাতে কাজ হয়নি । তারপর তাঁরা হাইকোর্টে মামলা করেন ।

মামলাকারীদের তরফে আইনজীবী লক্ষ্মী গুপ্ত বলেন, "রেগুলার শিক্ষকদের সমান কাজ করা সত্ত্বেও বেতন কম হবে কেন ? 2017 সালে সুপ্রিমকোর্ট একটি মামলার রায়ে জানিয়েছিল সমকাজে সমবেতন দিতে হবে । আমার মক্কেলরা দিনের পর দিন বঞ্চিত হচ্ছে ।"

রাজ্যের তরফে আইনজীবী জয়তোষ মজুমদার আদালতকে পালটা বলেন,"এই শিক্ষকদের নিয়োগই করা হয়েছে চুক্তির ভিত্তিতে । সরকার কী করে তাঁদের রেগুলার শিক্ষকদের সমহারে বেতন দেবে ?"

দু'পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মৌসুমি ভট্টাচার্য রায় দেন, রেগুলার শিক্ষকদের যে বেসিক পে স্কেল রয়েছে সেটা চুক্তিভিত্তিক শিক্ষকদেরও দিতে হবে। সেই হারে বেতন দেওয়ার ক্ষেত্রে 2008 সাল থেকে এখনও পর্যন্ত ওই শিক্ষকদের যা বকেয়া রয়েছে, মিটিয়ে দিতে হবে রাজ্যকে।

Intro:চুক্তিভিত্তিক শিক্ষকদের রেগুলার শিক্ষক দের সমান বেতন দেওয়ার নির্দেশ হাইকোর্টের Body:মানস নস্কর---

চুক্তিভিত্তিক শিক্ষকদেরকে রেগুলার শিক্ষকদের সমান বেতন দেওয়ার নির্দেশ হাইকোর্টের


কলকাতা ৪জুলাইঃ
৮ জন চুক্তিভিত্তিতে নিযুক্ত শিক্ষককে রেগুলার শিক্ষকদের সমান বেতন দেওয়ার নির্দেশ হাইকোর্টের। রেগুলার শিক্ষকদের যে বেসিক পে সেই বেসিকটা চুক্তিভিত্তিতে নিযুক্ত শিক্ষককেও দিতে হবে।নির্দেশ বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর।অনির্বাণ ঘোষ, বরুণ ঘোষ সহ ৮ জন চুক্তিভিত্তিক শিক্ষক সমকাজে সমবেতনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

২০০৮ সালে চুক্তিভিত্তিক শিক্ষক হিসাবে বিভিন্ন স্কুলে নিযুক্ত হন ঐ শিক্ষকরা।তাদের বেতন ছিল ৩০০০ হাজার টাকা। এরপর তাদের বেতন বেড়ে হয় ৮০০০ হাজার টাকা। বর্তমানে তাদের বেতন ১০,০০০টাকা।একাধিক বার সমকাজে সমবেতনের দাবি জানিয়েছেন তারা শিক্ষাদপ্তরে। কিন্ত লাভ হয়নি।

মামলাকারীদের তরফে আইনজীবী লক্ষী গুপ্ত বলেন,"আমরা রেগুলার শিক্ষকদের সমান কাজ করি তা সত্তেও আমাদের মাইনে কেন কম হবে?সুপ্রিমকোর্ট ২০১৭ সালে একটি মামলার রায়ে জানায় একই কাজে একই বেতন দিতে হবে। আমরা দিনের পর দিন বঞ্চিত হচ্ছি।"
রাজ্যের তরফে আইনজীবী জয়তোষ মজুমদার বলেন,"ওদের নিয়োগই করা হয়েছে চুক্তি ভিত্তিতে। আমরা কি করে ওদের সমহারে বেতন দেবো!"

দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মৌসুমী ভট্টাচার্য রায় দেন,রেগুলার শিক্ষকদের যে বেসিক পে স্কেল রয়েছে সেটা চুক্তিভিত্তিক নিযুক্ত শিক্ষককেও দিতে হবে। এবং ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত ঐ শিক্ষকদের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে রাজ্যকে।

এই রায়ের পরে আমরা জানতে চেয়েছিলাম এই নির্দেশ কি রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য? আইনজীবী জানালেন, আপাতত যে ৮ জন হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তাদেরকে দিতে বলা হয়েছে। তবে এই রায় সবার জন্যই কার্জকরী হওয়া উচিত। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.