কলকাতা, ২৪ মার্চ: শোকজ় করেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। যথা সময়ে তার উত্তর দিয়েছেন আসানসোল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়। সূত্র জানাচ্ছে, সেই উত্তরে খুশি হতে পারেননি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। পাশাপাশি বাবুলের বিরুদ্ধে তৃণমূলের তরফে আনা হয়েছে আরও দুটি অভিযোগ। সেই সূত্র ধরে বাবুলকে আরও একবার শোকজ় করতে পারে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
BJP-র থিম সং নিয়ে বেজায় চটেছে তৃণমূল। কমিশনের অনুমোদন না নিয়ে থিম সং প্রকাশ করায় ইতিমধ্যেই শোকজ় করা হয়েছে বাবুলকে। তার উত্তরও দিয়েছেন তিনি। ফের কমিশনের কাছে থিম সং-এর বিষয় নিয়ে জমা পড়েছিল অভিযোগ। সেই অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলের তরফে এক আইনজীবী। বিষয়টি খতিয়ে দেখেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সূত্রের খবর, গানের বিষয় নিয়েও নেওয়া হতে পারে কড়া পদক্ষেপ।
শক্তিগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য জাতীয় সড়কে পুলিশ দড়ি লাগিয়ে ব্যারিকেড করেছিল। সেই দড়ি খুলে দিয়েছিলেন বাবুল। বাবুলের দাবি, সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে তিনি ওই কাজ করেন। সেই ঘটনার ভিডিয়ো তুলে সোশাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক আইনজীবী বাবুলের তৈরি থিম সং-এর CD কমিশনে জমা দিয়ে গানের বিষয়বস্তু নিয়ে অভিযোগ করেন। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফে অভিযোগের প্রাপ্তি স্বীকার করা হয়েছে।
তাঁকে প্রথম শোকজ় করা হয়েছে শুনে বাবুল দাবি করেন, তিনি ওই গান প্রকাশ করেননি। পরিচিত দু'একজনকে দিয়েছিলেন শোনার জন্য। সেই সূত্রে শোকজ়-এর জবাব দিয়ে বাবুল প্রথম দফায় অভিযোগ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। কিন্তু তারপরেও মুক্তি মলেনি।
এ প্রসঙ্গে অভিযোগকারী আইনজীবী সঞ্জয় বসু বলেন, “ ওই গানটা নিয়ে যথেষ্ট আপত্তির কারণ রয়েছে। ওইখানে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা একেবারেই আপত্তিজনক। নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট বলছে, প্রচারে কোনও ভাবে ব্যক্তিগত আক্রমণ করা যায় না কাউকে। কিন্তু এক্ষেত্রে তাই করা হয়েছে। আমরা যেভাবে অভিযোগ জমা দিয়েছি, তাতে কমিশনকে দ্বিতীয়বার শোকজ করতে হবে বাবুলকে।"
মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, বাবুলকে দ্বিতীয়বার শোকজ় করার প্রস্তুতি শুরু হয়েছে।