ETV Bharat / state

NRS হাসপাতালে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় মৃত্যু নাবালিকার ? অভিযোগ দায়ের - sealdah

চিকিৎসায় গাফিলতির জেরে নাবালিকার মৃত্যুর অভিযোগ NRS হাসপাতালে। শ্বাসকষ্ট শুরু হওয়ায় অক্সিজেন দেওয়ার জন্য অনুরোধ করে পরিবার। তবে চিকিৎসক তা শোনেননি বলে অভিযোগ পরিবারের। নিজেরা অক্সিজেন মাস্ক জোগাড় কর লাগিয়ে দিলেও তা খুলে দেওয়ার অভিযোগ নার্সের বিরুদ্ধে।

স্নেহা সরকার
author img

By

Published : Feb 9, 2019, 12:10 PM IST

Updated : Feb 9, 2019, 12:42 PM IST

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : চিকিৎসায় গাফিলতির জেরে নাবালিকার মৃত্যুর অভিযোগ নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে। ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছে তারা। ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

আবহাওয়ার পরিবর্তনের জেরে অসুস্থ হয়ে পড়েছিল বছর আটেকের স্নেহা সরকার। তার বাবা নারায়ণ সরকার বলেন, "স্নেহার চোখ মুখ ফুলতে শুরু করেছিল। তাই শুক্রবার সকালে NRS হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাকে দেখেই ভরতি করে নেন।" নারায়ণবাবুর অভিযোগ, ভরতির পর ওয়ার্ডে কেউই সেভাবে স্নেহাকে গুরুত্ব দেয়নি। ক্রমশ খারাপ হতে শুরু করে তার শারীরিক অবস্থা। বারংবার চিকিৎসক এবং নার্সকে জানিয়েও লাভ হয়নি কোনও।

গতকাল সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হয় স্নেহার। পরিবারের বক্তব্য, তখন চিকিৎসকের কাছে অক্সিজেন দেওয়ার জন্য অনুরোধ করে তারা। তবে চিকিৎসক তা শোনেননি বলে অভিযোগ পরিবারের। তখন নারায়ণবাবুরা নিজেরাই অক্সিজেন জোগাড় করে মাস্ক লাগিয়ে দেন। তার কিছুক্ষণ পরে নার্সরা এসে সেটি খুলে দেন বলে অভিযোগ। পরিবারের লোকেরা বলছে, সেই কারণেই মৃত্য হয় স্নেহার। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্নেহার পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে আজ মৃতদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে।

undefined

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : চিকিৎসায় গাফিলতির জেরে নাবালিকার মৃত্যুর অভিযোগ নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে। ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছে তারা। ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

আবহাওয়ার পরিবর্তনের জেরে অসুস্থ হয়ে পড়েছিল বছর আটেকের স্নেহা সরকার। তার বাবা নারায়ণ সরকার বলেন, "স্নেহার চোখ মুখ ফুলতে শুরু করেছিল। তাই শুক্রবার সকালে NRS হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাকে দেখেই ভরতি করে নেন।" নারায়ণবাবুর অভিযোগ, ভরতির পর ওয়ার্ডে কেউই সেভাবে স্নেহাকে গুরুত্ব দেয়নি। ক্রমশ খারাপ হতে শুরু করে তার শারীরিক অবস্থা। বারংবার চিকিৎসক এবং নার্সকে জানিয়েও লাভ হয়নি কোনও।

গতকাল সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হয় স্নেহার। পরিবারের বক্তব্য, তখন চিকিৎসকের কাছে অক্সিজেন দেওয়ার জন্য অনুরোধ করে তারা। তবে চিকিৎসক তা শোনেননি বলে অভিযোগ পরিবারের। তখন নারায়ণবাবুরা নিজেরাই অক্সিজেন জোগাড় করে মাস্ক লাগিয়ে দেন। তার কিছুক্ষণ পরে নার্সরা এসে সেটি খুলে দেন বলে অভিযোগ। পরিবারের লোকেরা বলছে, সেই কারণেই মৃত্য হয় স্নেহার। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্নেহার পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে আজ মৃতদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে।

undefined

Lahaul Spiti (Himachal Pradesh), Feb 09 (ANI): Himachal Pradesh's Lahaul Spiti received fresh spell of snowfall today. Parts of Himachal Pradesh are receiving snowfall from past few days. Where snowfall in the state is attracting tourists, normal life is hampered.
Last Updated : Feb 9, 2019, 12:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.