ETV Bharat / state

অ্যানসার কী ও পরীক্ষার্থীদের নম্বর প্রকাশের দাবিতে বিক্ষোভ PSC-র সামনে

একাধিক দাবিতে আজ পাবলিক সার্ভিস কমিশনের ( PSC) অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা । স্বচ্ছভাবে নিয়োগের দাবিও তোলেন তাঁরা ।

বিক্ষোভ PSC-র সামনে
author img

By

Published : May 29, 2019, 8:26 PM IST

Updated : May 29, 2019, 11:01 PM IST

কলকাতা, 29 মে : পরীক্ষার এক সপ্তাহের মধ্যে অ্যানসার কী ও প্রত‍্যেক পরীক্ষার্থীর নম্বর প্রকাশের দাবিতে আজ পাবলিক সার্ভিস কমিশনের ( PSC) অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা । স্বচ্ছভাবে নিয়োগের দাবি তোলেন তাঁরা । নিজেদের দাবি নিয়ে আজ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপার্সনের কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা ।

"PSC দুর্নীতিমুক্ত মঞ্চ"-র তরফে ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "2017 সালে পশ্চিমবঙ্গে নিয়োগের পরীক্ষায় বড়মাপের দুর্নীতি হয় । সাদা খাতা জমা দিয়ে WBCS পরীক্ষায় প্রথম হয়ে যায় । এই দুর্নীতি সামনে আসার পরেই আমাদের দাবি যে, WBCS সহ সমস্ত পরীক্ষার কাট অফ মার্কস প্রকাশ করতে হবে । গতবার আমাদের আন্দোলনের ফলে এই কাট অফ মার্কস প্রকাশ করা শুরু হয় । কিন্তু, আমাদের অন্য একটি দাবি ছিল যে, অ্যানসার কী প্রকাশ করা হোক । 27 মার্চের আন্দোলনের ফলে ওনারা কথা দিয়েছিলেন যে অ্যানসার কী প্রকাশ করবেন এবং ইন্ডিভিজুয়াল মার্কস কোনও ক্যান্ডিডেট জানতে চাইলে সেটা দেওয়া হবে । কিন্তু, এখনও পর্যন্ত PSC এটা করছে না । তাই ভেতরে কোনও দুর্নীতি হচ্ছে কিনা তা বোঝা যাচ্ছে না।"

PSC-র চেয়ারপার্সনের কাছে আজ স্মারকলিপি জমা দিয়ে ইন্দ্রজিৎ ঘোষ জানিয়েছেন, তাঁদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছে PSC । মেনে নেওয়া হয়েছে অ্যানসার কী প্রকাশের দাবিও। জুনে WBCS 2019-এর মেন পরীক্ষার আগে প্রকাশ করা হবে অ্যানসার কী।

কলকাতা, 29 মে : পরীক্ষার এক সপ্তাহের মধ্যে অ্যানসার কী ও প্রত‍্যেক পরীক্ষার্থীর নম্বর প্রকাশের দাবিতে আজ পাবলিক সার্ভিস কমিশনের ( PSC) অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা । স্বচ্ছভাবে নিয়োগের দাবি তোলেন তাঁরা । নিজেদের দাবি নিয়ে আজ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপার্সনের কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা ।

"PSC দুর্নীতিমুক্ত মঞ্চ"-র তরফে ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "2017 সালে পশ্চিমবঙ্গে নিয়োগের পরীক্ষায় বড়মাপের দুর্নীতি হয় । সাদা খাতা জমা দিয়ে WBCS পরীক্ষায় প্রথম হয়ে যায় । এই দুর্নীতি সামনে আসার পরেই আমাদের দাবি যে, WBCS সহ সমস্ত পরীক্ষার কাট অফ মার্কস প্রকাশ করতে হবে । গতবার আমাদের আন্দোলনের ফলে এই কাট অফ মার্কস প্রকাশ করা শুরু হয় । কিন্তু, আমাদের অন্য একটি দাবি ছিল যে, অ্যানসার কী প্রকাশ করা হোক । 27 মার্চের আন্দোলনের ফলে ওনারা কথা দিয়েছিলেন যে অ্যানসার কী প্রকাশ করবেন এবং ইন্ডিভিজুয়াল মার্কস কোনও ক্যান্ডিডেট জানতে চাইলে সেটা দেওয়া হবে । কিন্তু, এখনও পর্যন্ত PSC এটা করছে না । তাই ভেতরে কোনও দুর্নীতি হচ্ছে কিনা তা বোঝা যাচ্ছে না।"

PSC-র চেয়ারপার্সনের কাছে আজ স্মারকলিপি জমা দিয়ে ইন্দ্রজিৎ ঘোষ জানিয়েছেন, তাঁদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছে PSC । মেনে নেওয়া হয়েছে অ্যানসার কী প্রকাশের দাবিও। জুনে WBCS 2019-এর মেন পরীক্ষার আগে প্রকাশ করা হবে অ্যানসার কী।

Intro:কলকাতা, 29 মে: প্রতিটি পরীক্ষা হওয়ার এক সপ্তাহের মধ্যে অ্যানসার কী প্রকাশ ও প্রত‍্যেক পরীক্ষার্থীর ইন্ডিভিজুয়াল নম্বর প্রকাশের দাবিতে আজ পাবলিক সার্ভিস কমিশনের অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন PSC চাকরিপ্রার্থীরা। এ ছাড়া, স্বচ্ছভাবে নিয়োগের দাবিও তোলেন তাঁরা। নিজেদের দাবি নিয়ে এদিন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপার্সনের কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা। দাবি মেটার আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি এদিনের মতো প্রত‍্যাহার করেন বিক্ষোভকারীরা।




Body:PSC দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী নিয়োগের যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলো কন্ডাক্ট করে পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ। বারবার চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে যে, প্রথমে 2017 সালের পরীক্ষায় একটি বড় ধরনের দুর্নীতি হল। সাদা খাতা জমা দিয়ে WBCS পরীক্ষায় প্রথম হয়ে যায়। এই দুর্নীতি সামনে আসার পরেই আমাদের দাবি থাকে যে, WBCS সহ সমস্ত পরীক্ষার কাট অফ মার্কস প্রকাশ করতে হবে। দেখা যায় গতবারের আমাদের আন্দোলনের ফলে এই কাট অফ মার্কসগুলো প্রকাশ হতে শুরু হয়। কিন্তু, আমাদের অন্য একটি দাবি ছিল যে, গুগল অ্যানসার কী-তে চাকরি পরীক্ষার্থীরা অ্যানসারগুলো মিলিয়ে তাঁরা নিজেরাই বুঝতে পারেন যে কতগুলো মার্কস তাদের সঠিক হয়েছে। কিন্তু, অ্যানসার কী প্রকাশ না করাতে, উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড না করাতে যেটা হয়েছে গুগলে দেখছে সে কাট অফ মার্কসের থেকে বেশি মার্কস পেয়েছে। কিন্তু, তাঁদের লিস্টে নাম আসেনি। 27 মার্চের আন্দোলনের ফলে ওনারা কথা দিয়েছিলেন যে অ্যানসার কীটা প্রকাশ করবেন এবং ইন্ডিভিজুয়াল মার্কস কোনো ক্যান্ডিডেট জানতে চাইলে সেটা দেওয়া হবে। কিন্তু, এখনো পর্যন্ত PSC এটা করছে না।"

ইন্দ্রজিৎ ঘোষ বলেন, " এটা না করার অর্থ, ভিতর থেকে হয়ে যাচ্ছে কিনা, কোনো দুর্নীতি হচ্ছে কিনা তা বোঝা যাচ্ছে না। এই যে একটা নোটিশ বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে পরীক্ষা 25 মে। তারপরে সেটা চেঞ্জ হয়ে 25 জুলাই হল। এই টাইপের ভুল, অকারণের ভুল, ছাত্র-ছাত্রীদের বিভ্রান্ত করছে। তারপর দেখবেন ফুড ইন্সপেক্টরের যে পরীক্ষা হয়েছে তাতে প্রশ্নফাঁস হয়েছে। ফায়ার সার্ভিস এর পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে। দীর্ঘদিন যাবৎ পরীক্ষাগুলো নিচ্ছে কিন্তু ফলপ্রকাশ করছে না। চাকরি প্রার্থীরা আটকে আছেন, নিয়োগ করছে না। নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার এবং স্বচ্ছভাবে করার দাবিতে PSC দুর্নীতি মুক্ত মঞ্চের পক্ষ থেকে আমাদের আজকের এই আন্দোলন। আমরা এর আগেও বহুবার আন্দোলনে নেমেছি। আমাদের আজকের আন্দোলনের তাৎপর্য এটা, স্বচ্ছভাবে নিয়োগ করার দাবিতে, অ্যানসার কী, কাট অফ মার্কস সহ ইন্ডিভিজুয়াল মার্কস প্রকাশের দাবি সমস্ত পরীক্ষাতেই। সামনেই গ্রুপ-সির পরীক্ষাটা হবে। সেখানেও প্রচুর অ্যাপ্লিকেন্ট। প্রায় 50 লক্ষের কাছাকাছি অ্যাপ্লিকেন্ট হয়েছে। কিন্তু, যদি সব স্বচ্ছতা না থাকে তাহলে পশ্চিমবঙ্গের অসংখ্য ছেলে মেয়ে বঞ্চনার শিকার হবেন।"

আন্দোলনকারীদের পক্ষ থেকে প্রতিনিধিদল যায় পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে দেখা করতে। সেখানে তাঁরা চেয়ারপার্সনের কাছে জমা দেন নিজেদের দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি। ইন্দ্রজিৎ ঘোষ জানাচ্ছেন, তাঁদের বেশিরভাগ দাবি-দাওয়া মেনে নিয়েছে PSC। মেনে নেওয়া হয়েছে অ্যানসার কী প্রকাশের দাবিও। জুন মাসে WBCS 2019-এর মেন পরীক্ষার আগে প্রকাশ করে দেওয়া হবে অ্যানসার কী। এমনই জানানো হয়েছে তাঁদেরকে। বেশিরভাগ দাবি দাওয়া মেনে নেওয়ায় আজকের বিক্ষোভ প্রত‍্যাহার করে নেন বিক্ষোভকারীরা।


Conclusion:
Last Updated : May 29, 2019, 11:01 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.